ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

থানা স্থানান্তরের দাবিতে সড়ক অবরোধ, যানজট

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৪:২১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০৪:২১:৪৯ অপরাহ্ন
থানা স্থানান্তরের দাবিতে সড়ক অবরোধ, যানজট
কুষ্টিয়া প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাকে কুষ্টিয়ার ঝাউদিয়ায় স্থানান্তরের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে অন্তত ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়ক থেকে সরে আসেন আন্দোলনকারীরা। ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটি সদস্য ও কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল বলেন, পুলিশ সুপারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ আমাদের আস্বস্ত করেছেন। তিনি বলেছেন, আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আগামী ১০ ফেব্রুয়ারি বসে কথা বলে করণীয় ঠিক করা হবে। তার আশ্বাসের ভিত্তিতে আমরা আজকের মতো আমাদের কর্মসূচি স্থগিত করেছি। এরপর আমাদের থানা নিয়ে কোনও চক্রান্ত করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর আগে বিক্ষোভকারীরা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তরের বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারির পরও প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঝাউদিয়া থানা উদ্বোধন না করা পর্যন্ত আন্দোলন চলবে। ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস বলেন, ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র ঝাউদিয়া। এখানে থানা স্থাপন না হওয়ায় চুরি-ডাকাতি, ছিনতাই এমনকি হত্যার মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত। কুষ্টিয়া থেকে খুলনার উদ্দেশে যাওয়া কাভার্ডভ্যানের চালক আব্দুল হাকিম বলেন, এক ঘণ্টার বেশি সময় হলো দাঁড়িয়ে আছি। এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না। আন্দোলনের কারণে শত শত যাত্রীবাহী বাস আটকে আছে। ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়া ইমন রুবেল বলেন, ঝাউদিয়া থানা স্থাপনের সব বিষয় নির্ধারণ হওয়ার পরও পুলিশ সুপার দিনের পর দিন বিষয়টি ঝুলিয়ে রাখছেন। আন্দোলনের দায় তাদেরই নিতে হবে। মনোহরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মো. হায়াত আলী বলেন, ইবি থানার ওসি এরই মধ্যে আমাদের মাঝে হাজির হয়েছেন। তাকে বলেছি, কুষ্টিয়া পুলিশ সুপারকে এখানে আসতে হবে। উনি কবে থানা উদ্বোধন করবেন সেই সিদ্ধান্ত দেওয়ার পর আন্দোলন স্থগিত করবো। এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, থানা স্থানান্তরের জন্য বেশকিছু প্রক্রিয়া আছে। এর মধ্যে অবকাঠামো নির্মাণের ব্যাপারও রয়েছে। রাতারাতি সবকিছু করা সম্ভব হয় না। এর জন্য সময় প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ