ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

থানা স্থানান্তরের দাবিতে সড়ক অবরোধ, যানজট

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৪:২১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০৪:২১:৪৯ অপরাহ্ন
থানা স্থানান্তরের দাবিতে সড়ক অবরোধ, যানজট
কুষ্টিয়া প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাকে কুষ্টিয়ার ঝাউদিয়ায় স্থানান্তরের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে অন্তত ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়ক থেকে সরে আসেন আন্দোলনকারীরা। ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটি সদস্য ও কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল বলেন, পুলিশ সুপারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ আমাদের আস্বস্ত করেছেন। তিনি বলেছেন, আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আগামী ১০ ফেব্রুয়ারি বসে কথা বলে করণীয় ঠিক করা হবে। তার আশ্বাসের ভিত্তিতে আমরা আজকের মতো আমাদের কর্মসূচি স্থগিত করেছি। এরপর আমাদের থানা নিয়ে কোনও চক্রান্ত করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর আগে বিক্ষোভকারীরা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তরের বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারির পরও প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঝাউদিয়া থানা উদ্বোধন না করা পর্যন্ত আন্দোলন চলবে। ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস বলেন, ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র ঝাউদিয়া। এখানে থানা স্থাপন না হওয়ায় চুরি-ডাকাতি, ছিনতাই এমনকি হত্যার মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত। কুষ্টিয়া থেকে খুলনার উদ্দেশে যাওয়া কাভার্ডভ্যানের চালক আব্দুল হাকিম বলেন, এক ঘণ্টার বেশি সময় হলো দাঁড়িয়ে আছি। এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না। আন্দোলনের কারণে শত শত যাত্রীবাহী বাস আটকে আছে। ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়া ইমন রুবেল বলেন, ঝাউদিয়া থানা স্থাপনের সব বিষয় নির্ধারণ হওয়ার পরও পুলিশ সুপার দিনের পর দিন বিষয়টি ঝুলিয়ে রাখছেন। আন্দোলনের দায় তাদেরই নিতে হবে। মনোহরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মো. হায়াত আলী বলেন, ইবি থানার ওসি এরই মধ্যে আমাদের মাঝে হাজির হয়েছেন। তাকে বলেছি, কুষ্টিয়া পুলিশ সুপারকে এখানে আসতে হবে। উনি কবে থানা উদ্বোধন করবেন সেই সিদ্ধান্ত দেওয়ার পর আন্দোলন স্থগিত করবো। এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, থানা স্থানান্তরের জন্য বেশকিছু প্রক্রিয়া আছে। এর মধ্যে অবকাঠামো নির্মাণের ব্যাপারও রয়েছে। রাতারাতি সবকিছু করা সম্ভব হয় না। এর জন্য সময় প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য