ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

লক্ষ্মীপুর ও রাঙামাটিতে ২ লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৪:১৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০৪:১৪:৪০ অপরাহ্ন
লক্ষ্মীপুর ও রাঙামাটিতে ২ লাশ উদ্ধার
লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে মুখ বাঁধা অবস্থায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে এবং রাঙামাটির কাউখালীতে তৃতীয় লিঙ্গের হিজড়া শিলাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জনতা প্রতিনিধিরা জানানÑ লক্ষ্মীপুর : নিখোঁজ হওয়ার তিনদিন পর ধানক্ষেত থেকে মুখ বাঁধা অবস্থায় মো. পারভেজ নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চররুহিতা গ্রামের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পারভেজ গত ৩১ জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার। তিনি একই উপজেলার শাকচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল্লাহ খোকনের ছেলে ও পেশায় ব্যবসায়ী। পুলিশ ও পরিবার সূত্র জানায়, ৩১ জানুয়ারি রাতে শাকচর জব্বার মাস্টার হাটের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন পারভেজ। রাতে বাড়ির সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনার পরদিন তার ভাই মো. ফয়েজ সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। গত সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ধানক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি পারভেজের শনাক্ত করে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাঙামাটি : রাঙামাটি কাউখালীতে তৃতীয় লিঙ্গের হিজড়া শিলাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের নিজ বাসা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। হিজড়া শিলার বাবার বাড়ি চট্টগ্রাম হাটহাজারীতে বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শিলা তৃতীয় লিঙ্গের হওয়াতে চট্টগ্রাম হাটহাজারী বাবার বাড়ি হওয়ার পরও নিজ বাড়িতে থাকতেন না। দীর্ঘ অনেক বছর ধরে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে বসবাস করতেন। শিলা উপজেলার তৃতীয় লিঙ্গের লিডার হিসেবে পরিচিত ছিলেন। উপজেলার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করে জীবিকা নির্বাহ করতেন। তবে গত চার বছর আগে আগে শিলা সার্জারি করে শারীরিক পরিবর্তন ঘটানোর পর থেকে তিনি আরেক হিজড়াকে টাকা উত্তোলনের দায়িত্ব দিয়ে বিভিন্ন রকম স্টেজ শো করতেন বলে জানা যায়। স্থানীয় সূত্র থেকে আরও জানা যায়, শিলা সার্জারি করে শারীরিক পরিবর্তন করানোর পর স্থানীয় এক ছেলেকে বিয়ে করেন। কিন্তু ছেলেটি মাদকাসক্ত হওয়াতে বনিবনা না হওয়ায় সেটি ডিভোর্সের জন্য আদালত অবধি গড়ায়। এরপর থেকে মাঝে মাঝে সেই স্বামী তার বাসায় আসতেন। গত রবিবার রাতে অপরিচিত ৫ লোককে বাসায় ঢুকতে দেখেন স্থানীয়রা। তবে তারা কখন বের হয়েছেন, সেটা কেউ দেখেনি। গত সোমবার বিকালে শিলার বাড়ির পাশে থাকা আরেক হিজড়া তার কোনও সাড়াশব্দ না পেয়ে সবাইকে খবর দেয়। এরপর সবাই দরজা খুলে দেখতে পায় বিছানায় শিলার গলাকাটা লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, শিলা নামে এক তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। আমরা বেশকিছু আলামত জব্দ করেছি। তবে ধারণা করা হচ্ছে, রবিবার রাতে হিজড়া শিলার বাসাতে মাদকের আড্ডা হচ্ছিল। প্রাথমিক তদন্ত ও আইনি কাজ শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স