ঢাকা , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এপ্রিলে এলপিজির দাম অপরিবর্তিত থাকছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবি মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলছে পুরোদমে ডেঙ্গুর তীব্র ঢেউয়ের শঙ্কাতেও প্রতিরোধ প্রস্তুতিতে নজর নেই ঈদ উপলক্ষে অর্ধেকের বেশি গার্মেন্ট কারখানা এখনও বন্ধ এবার বায়ুদূষণে শীর্ষে কাঠমান্ডু স্থানীয় সরকার সচিবকে জনপ্রশাসনে সংযুক্ত গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল ঢাকা স্ত্রীর পরকীয়া প্রেমিকের হুমকি, নিরাপত্তা চেয়ে স্বামীর সংবাদ সম্মেলন সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়ি দেখতে উপচেপড়া ভিড়, রাজস্ব আয় ৫ লাখ চাটমোহরের হান্ডিয়ালে জমি জবরদখলের অভিযোগ বরিশালে কল্যাণ কেন্দ্রের কল্যাণে জন্ম নিয়েছে ১১৩ নবজাতক কিশোরগঞ্জের হাওরে ধান কাটা শুরু বাংলাদেশসহ ১৩ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা সৌদির ভূমিকম্পকে ব্যবহার করে মিয়ানমার জান্তার ত্রাণ নিয়ে কারসাজি যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী সর্ববৃহৎ সমাবেশ শুল্ক ঘোষণার পর জেপি মরগানের পূর্বাভাস ভারতে ৭০ বাংলাদেশি পর্যটক নিয়ে বাস উল্টে নিহত ১ রাফাহ শহরকে গাজা থেকে বিচ্ছিন্ন করল ইসরাইল ব্যাটারের কাছাকাছি উদ্যাপনে পাওয়া শাস্তির ডাবল পেলেন দূরে করে

নির্বাচন পদ্ধতি ধ্বংস হলে লাভবান হবে চরমপন্থিরা

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৪ ১২:০০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৪ ১২:০০:০২ অপরাহ্ন
নির্বাচন পদ্ধতি ধ্বংস হলে লাভবান হবে চরমপন্থিরা

মোশাররফ হোসেন মুসা
বহু পরীক্ষা-নিরীক্ষার পর রাষ্ট্রবিজ্ঞানীরা বলা শুরু করেছেন গণতন্ত্র হলো একটি সংস্কৃতিসেজন্য গণতন্ত্র শুধু মুখে প্রচারের বিষয় নয়, অন্তরে ধারণের বিষয় এবং সর্বক্ষণ চর্চার বিষয়জনগণ নির্বাচনের মাধ্যমে সেই চর্চায় অংশগ্রহণ করেএকটি গণতান্ত্রিক দলের প্রাণ হলো নির্বাচনতবে যারা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় তারা নির্বাচন বিশ্বাস করে নাতাদের মধ্যে একটি হলো চরম বামপন্থি; অপরটি হলো চরম ডানপন্থিচরম বামপন্থিরা ক্রমশ ক্ষয়িষ্ণু হলেও চরম ডানপন্থিরা ধর্মকে আশ্রয় করে বেশ বাড়বাড়ন্তচরম বামপন্থিদের বক্তব্য হলো একটি দেশে শ্রমিক শ্রেণির মানসিকতাসম্পন্ন লোকের সংখ্যা কম থাকেতাদের ভোটে কখনোই শ্রমিক দরদি নেতৃবৃন্দ নির্বাচিত হয়ে পার্লামেন্টে যেতে পারবে নাঅপরদিকে চরম ডানপন্থিদের বক্তব্য হলো-একটি মুসলিমপ্রধান দেশে প্রকৃত ইমান-আকিদাসম্পন্ন লোকের সংখ্যা সীমিত থাকেতাদের ভোটে নির্বাচিত হয়ে একজন খাঁটি মুসলমান কখনোই পার্লামেন্টে যেতে পারবে নাসেজন্য বিপ্লব দরকারবিপ্লবের পর বাছাইকৃত ব্যক্তিরা শাসনকার্য পরিচালনা করবেসে কারণে আসন্ন মহাবিপদ থেকে দেশকে রক্ষার জন্য নির্বাচন পদ্ধতি বাঁচিয়ে রাখা জরুরিসকলের জানা রয়েছে খ্রিষ্টপুর্ব আমলে গ্রিক নগর রাষ্ট্র থেকে গণতন্ত্রের সূচনা ঘটে
তৎকালীন দার্শনিকেরা (প্লেটো ও অ্যারিস্টেটল প্রমুখ) গণতন্ত্রকে নিকৃষ্ট শাসনের মধ্যে উত্তম শাসন বলে বিবেচনা করতেনমধ্যযুগে টমাস একুইনাস (১২২৫- ১২৭৪ খ্রি.) বলেছেন- যদিও রাজতন্ত্র একটি উত্তম সরকার; তবে সম্ভাব্য উত্তম সরকার হচ্ছে রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও গণতন্ত্রের মিশ্র সরকারতাঁর কথার কিছুটা রূপ দেখতে পাওয়া যায় মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ক্যানাডাসহ কিছুসংখ্যক ইউরোপিয়ান দেশসমূহেটমাস হবস গণতন্ত্রের বিরোধিতা করে একনায়কতন্ত্রের পক্ষে বলেছেনজন লক যে গণতন্ত্রের কথা বলেছেন, তা বর্তমানের পাশ্চাত্য গণতন্ত্রের সঙ্গে মিল রয়েছেফরাসি দার্শনিক জ্যাক রুশো আদর্শ গণতন্ত্রের কথা বলেছেনইমানুয়েল কান্ট ব্যক্তির অধিকার এবং রাষ্ট্রের সীমিত ক্ষমতা রাখার কথা বলেছেনজার্মান দার্শনিক হেগেল ব্যক্তি স্বাধীনতা ও চিন্তার স্বাধীনতার কথা বলেছেনকার্ল মার্কস শ্রেণিহীন সমাজের কথা বলেছেনটকভেলি গণতন্ত্রকে সংখ্যাগরিষ্ঠের শাসন বলেছেনজন স্টুয়ার্ট মিল গণতন্ত্রের পক্ষে যুক্তি দেখিয়েছেনজন রউল সব নাগরিকের সমান অধিকারের দাবি করেছেনঅমর্ত্য সেন গণতন্ত্রের সঙ্গে উন্নয়নের সম্পর্ক স্থাপনের কথা বলেছেনতবে যেসব দেশ সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়েছে সেসব দেশে গণতন্ত্র বিলম্বে এসেছে (সম্ভবত এ কারণেই দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা জেলখানায় থাকাকালীন এ সংকটটি উপলব্ধি করতে পেরেছিলেনতিনি পুর্বেকার শ্বেতাঙ্গ শাসকদের সঙ্গে সমন্বয় করে সরকার পদ্ধতি চালু করেন)
বৃটিশের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে স্বাধীনতা লাভ না করায় দেশটিতে নির্বাচন পদ্ধতি একটি প্রাতিষ্ঠানিক কাঠামো লাভ করেছেকিন্তু সর্বস্তরে গণতন্ত্রায়ন হয়নিসুষম নিয়মে সকল রাজ্যে উন্নয়ন হচ্ছে না, জাতিভেদ-বর্ণভেদ দূর হয়নি, সর্বোপরি ধনী ও গরিবের বৈষম্য ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছেঅন্যদিকে ২০২৪ সালকে নির্বাচনের বছর বলা হচ্ছেপৃথিবীর ৭০টি দেশে নির্বাচন হচ্ছেপ্রায় অর্ধেক জনগোষ্ঠী নির্বাচনে থাকছেøাদিমির পুতিন বেশ কিছুদিন আগেই শপথ নিয়েছেনযদি ভারতে নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রে ট্রাম্প আবার নির্বাচিত হন, তাহলে ষোলোকলা পূর্ণ হয়
এই অবস্থায় নির্বাচন নিয়ে বিখ্যাত ব্যক্তিদের রম্যকথা পড়তে পারি; (১) জোসেফ স্টালিন বলেছেন- যারা ভোট দেয় তারা কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেয় নাযারা ভোট গণনার দায়িত্বে থাকেন তারাই সিদ্ধান্ত নেন ফলাফল কী হবে? (২) জার্মান লেখক আমেরিঙ্গা বলেছেন- রাজনীতি হচ্ছে খুব ভদ্রভাবে গরীবদের থেকে ভোট আর ধনীদের থেকে চাঁদা আদায়ের প্রক্রিয়া যাতে উভয় পক্ষকেই আশ্বাস দেওয়া হয় তারা উভয়পক্ষকে উভয়ের হাত থেকে রক্ষা করবে। (৩) ফ্রিল্যান্স লেখক জেরাল্ড এফ লিবারম্যান বলেন- নির্বাচন অনুষ্ঠিত হয় জনগণকে ধোঁকা দেওয়ার জন্য যেখানে বলা হয় তারাও জনগণের অংশ। (৪) রম্য লেখক জেরাল্ড বারজান বলেন- প্রতিটি নির্বাচন থেকে আমরা কী শিখি? আমরা এটাই শিখি যে আমরা আগের নির্বাচন থেকে কিছুই শিখিনি। (৪) সাবেক সোভিয়েত প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেপ বলেন- রাজনীতিবিদরা বিশ্বের সব জায়গায় একই রকমতারা আপনাকে বিশাল সেতু বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেবে, হয়তো সেখানে কোনো নদীই নেই। (৫) মার্কিন সাংবাদিক এইচএল মেনকেন বলেন- প্রতিটি নির্বাচন আসলে চোরাই মাল বিক্রি করার জন্য আয়োজিত উন্নতমানের নিলাম অনুষ্ঠান ছাড়া কিছুই নয়। (৬) সাবেক জার্মান চ্যান্সেলর বিসমার্ক বলেন- মানুষ আর কখোনই এত মিথ্যা কথা বলে না যতটা তারা বলে থাকে কোনো (পশু) শিকার করার পর বা যুদ্ধের সময় অথবা নির্বাচনের সময়। (৭) ব্রিটেনের নির্বাক চলচ্চিত্র অভিনেতা ফ্রান্ক ডেন বলেন-সবচেয়ে ভালো ব্যক্তিকে ভোট দেওয়ার চেষ্টা করবেন নাতাকেই ভোট দিন যে সবচেয়ে কম ক্ষতিসাধন করবে। (৮) মার্কিন কলামিস্ট বিল ভন বলেন-আমেরিকার নাগরিকেরা অন্য দেশে গণতন্ত্র রপ্তানি করার জন্য প্রয়োজন হলে সাগর পেরিয়ে সে দেশে যুদ্ধ করবে; কিন্তু নিজের দেশে রাস্তা পার হয়ে ভোট দিতে যাবে না৯) মার্কিন কৌতুক অভিনেতা রবিন উইলিয়াম বলেন- পলিটিক্স শব্দটির অর্থ পলি (ঢ়ড়ষর) হচ্ছে ল্যাটিন শব্দ, যারা অর্থ অনেক বা বহুআর টিক্স (ঃরপং) হচ্ছে রক্ত চোষা পোকা। (১০) মার্কিন রহস্যোপন্যাস লেখক ডিন কুন্টজ বলেন- কেউ আমাকে জিজ্ঞেস করলো বর্তমান প্রেসিডেন্ট নির্বাচনে দুজন প্রার্থী আছেন তাদের ব্যাপারে আপনার মতামত কী? উত্তরে বলেছেন, জীবনে যত হরর মুভি দেখেছি তার মাঝে সবচেয়ে ভয়াবহ দুটিকে বেছে নিতে বলা আর দুজন প্রার্থীর একজনকে বেছে নিতে বলানির্বাচন ও গণতন্ত্রের বিরুদ্ধে যত কথাই বলা হোক না কেন, দিন শেষে আমাদেরকে গণতন্ত্রের পক্ষে কথা বলতে হয়কারণ বর্তমান গতিশীল সমাজের যুগে এর চেয়ে উপযোগী মতাদর্শ দেখা যাচ্ছে নাতাছাড়া গণতন্ত্রের সুবিধা হলো এ মতাদর্শে অন্যান্য মতাদর্শ থেকে কল্যাণকর বিষয়গুলো অন্তর্ভুক্ত করা যায়যেমন: বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি কল্যাণকর বিষয়গুলো সমাজতান্ত্রিক নীতি থেকে গ্রহণ করা হয়েছেদুঃখজনক হলেও সত্য যে , আওয়ামী লীগ সরকার এবং বিরোধী দল বিএনপি ও তার মিত্র দলগুলো ক্ষমতায় থাকার জন্য ও ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিলেও নির্বাচন পদ্ধতি সংস্কারের পক্ষে কোনো রূপরেখা দিচ্ছে নাধরা হয়, স্বাধীনতার পর ১৯৯১ সাল, ১৯৯৬ সাল, ২০০১ সাল ও ২০০৮ সালের পার্লামেন্ট নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছেএটি রাজনীতিকদের জন্য বড়োই অবমাননাকরকারণ নির্বাচনগুলো হয়েছে প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীদের দ্বারা
বাংলাদেশে স্বাধীনতার পর গণতন্ত্র প্রতিষ্ঠা করা দুরূহ ব্যাপার ছিলবারবার সরকার পদ্ধতি পরিবর্তন তার বড়ো প্রমাণতবে স্বাধীনতার ৫৩ বছর পর জবরদস্তিমূলক মানসিকতা এবং দলের পূর্বসূরিদের অন্ধ অনুসরণ মোটেই কাম্য নয়কেন্দ্রীভূত শাসনব্যবস্থা বর্তমানে ব্যক্তির শাসন নিয়ে এসেছেএ ব্যবস্থা এখন তৃণমূল পর্যায়েও দৃশ্যমান হচ্ছেসেজন্য একই সঙ্গে জাতীয় ও স্থানীয়তে গণতন্ত্র প্রতিষ্ঠার ডিজাইন গ্রহণ করতে হবেবাংলাদেশের আয়তন, ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতি, ইতিহাস-ঐতিহ্য ইত্যাদি বিবেচনায় নিলে দুই প্রকারের সরকার ব্যবস্থাই বাস্তবায়নযোগ্যতাহলো- কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকার ব্যবস্থাকেন্দ্রীয় সরকারের জন্য বৈশ্বিক ও জাতীয় কাজ নির্দিষ্ট করে দিতে হবেআর যাবতীয় স্থানীয় কাজ (গ্রামীণ ও নগরীয়) স্থানীয় সরকারের হাতে ছেড়ে দিতে হবেঅব্যাহত নগরায়ণ এখন কঠিন বাস্তবতাঅপরিকল্পিত নগরায়ণের কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছেসেজন্য জলবায়ুর বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য পরিকল্পিত নগরায়ণ জরুরিপরিবেশবান্ধব ও পরিকল্পিত নগরায়ণকে সামনে করে স্থানীয় সরকারের স্তর বিন্যাস করতে হবেপ্রতিটি স্থানীয় ইউনিটকে প্রজাতান্ত্রিক রূপ দিয়ে (তথা জেলা সরকার, নগর সরকার, ইউনিয়ন সরকার ইত্যাদি) স্থানীয় সরকারের কাজসমূহ এককভাবে সম্পন্ন করার জন্য প্রতিনিধিদের হাতে ক্ষমতা প্রদান করতে হবেগ্রামীণ স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হবে ইউনিয়ন এবং নগরীয় স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হবে পৌরসভা ও সিটি কর্পোরেশন উভয়ইজেলা সরকার হবে গ্রামীণ ও নগরীয় স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তরজেলা এক হাতে নগরীয় স্থানীয় সরকারগুলো ও অন্য হাতে গ্রামীণ স্থানীয় সরকারগুলো পরিচালনা করবেকেন্দ্রের সাথে শুধু জেলার সম্পর্ক থাকবেকেন্দ্রীয় সরকারের জন্য ও স্থানীয় সরকারের জন্য পৃথক পৃথক কর্মকর্তা/কর্মচারী নিযুক্ত করার অথবা নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে
প্রয়োজনে স্থানীয় সরকারের জন্য পৃথক ক্যাডার সার্ভিস চালু করতে হবেসংক্ষেপে নগর সরকারের রূপরেখা বর্ণনা করা যেতে পারেনগর প্রশাসন, নগর আদালত ও নগর সংসদ মিলে নগর সরকার প্রতিষ্ঠা হবেনগর সংসদ নগরকেন্দ্রিক সকল সমস্যা চিহ্নিত করবে এবং নগর প্রশাসন সেটা বাস্তবায়ন করবে
নগরে সংগঠিত সকল অপরাধের (নির্ধারিত) বিচার করবে নগর আদালতএর বাইরে একজন নগর ন্যায়পাল থাকবেন
তিনি মেয়র, কাউন্সিলর, নগর বিচারকসহ নগর সরকারের সকল কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করবেন এবং যথাযথ ব্যবস্থা নিবেনতাছাড়া নগর নির্বাচনি বোর্ড থাকবেনগর নির্বাচনি বোর্ড এককভাবে নগর সরকারের নির্বাচন সস্পন্ন করবেএকই নিয়মে জেলা সরকার, উপজেলা সরকার (যদি প্রয়োজনীয়তা থাকে), জেলা সরকার গঠিত হবেসেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের সংসদে এবং স্থানীয় সরকারের সংসদ সমুহে ১০০: ১০০ প্রতিনিধিত্বে পুরুষ ও নারীদের নির্বাচিত করার ব্যবস্থা করতে হবেলক্ষণীয়, শিক্ষক নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, শ্রমিক সংগঠনের নির্বাচন, প্রেসক্লাবের নির্বাচন, ব্যবসায়ী সমিতির নির্বাচন ইত্যাদি যদি স্ব-স্ব ব্যবস্থাপনায় হতে পারে তাহলে সামান্য ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন স্থানীয় মানুষ করতে পারবে না! সেজন্য জাতীয় গণ্যমান্য ও গ্রহণযোগ্য রাজনীতিকদের নিয়ে জাতীয় নির্বাচনি বোর্ড এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে স্থানীয় নির্বাচনি বোর্ড গঠন করতে হবেজাতীয় নির্বাচনি বোর্ড জাতীয় নির্বাচন এবং স্ব-স্ব স্থানীয় নির্বাচনি বোর্ড স্ব-স্ব স্থানীয় ইউনিটগুলোর নির্বাচন সম্পন্ন করবেএ ব্যবস্থা গৃহীত হলে জনগণের মধ্যে গণতান্ত্রিক মুল্যবোধ বৃদ্ধিসহ নাগরিকবোধ জাগ্রত হবেসেই সঙ্গে গড়ে উঠবে আস্থার এক সমাজ

লেখক : গণতন্ত্রায়ন ও গণতান্ত্রিক স্থানীয় সরকার বিষয়ক গবেষক 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য