শ্রীপুরে ঘুষ গ্রহণের অভিযোগে থানার এএসআই ক্লোজড
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শ্রীপুরে মাদকের অভিযানে গিয়ে সুইপার দম্পতির কানের দুল বিক্রির ৩৮ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেনকে ক্লোজড করা হয়েছে। গত সোমবার রাতে গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক তাকে ক্লোজড করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।
জানা যায়, শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা (শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ সংলগ্ন) গ্রামের মনির হোসেন ওরফে মৈন্নার ছেলে আরিফ হোসেনের বাড়িতে মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন ও দুই কনস্টেবল সাদা পোশাকে বাড়ীতে অভিযান চালায়। পরে তাদেরকে আটকের ভয় দেখিয়ে প্রথমে তিন লাখ টাকা দাবী করে। পরবর্তীতে ওই সুইপার দম্পত্তি কানের দুল বন্ধক রেখে এএসআইকে ৩৮ হাজার টাকা ঘুষ দিলে তাদেরকে বাড়ীতে রেখে চলে আসে পুলিশ। আরিফের স্ত্রী স্বপ্না বলেন, আমাদের বাড়িতে পাউডার ছাড়া কিছুই পায়নি। তারপরও ৩লাখ টাকা চাইছে। আমরা গয়না বন্ধক রেখে ৩৮ হাজার টাকা দিয়েছি।
অভিযুক্ত শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন বলেন, মাদক বিক্রি হচ্ছে এমন অভিযোগে আরিফের বাড়ীতে অভিযান চালানো হয়েছিল। তবে টাকা নেওয়ার কথা এরিয়ে যায় তিনি।
পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ঘটনা অবগত হয়ে ইতোমধ্যে ওই এএসআই-কে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করার পর অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি প্রদান করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ