ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পুতিন, শি জিনপিং এবং কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: ট্রাম্প সৌদি রাজতন্ত্রে একক ক্ষমতাধর মোহাম্মদ বিন সালমান ভেনেজুয়েলার নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জোট গড়ছে চীন দেশের হয়ে ম্যাচে খেলতে চাইছেন না মেসি! ভেজা চোখে ম্যানইউ ছাড়লেন অ্যান্টনি সাড়ে ৫ ঘণ্টা বিলম্ব হলো বাংলাদেশ ফুটবল দলের ফ্লাইট ভারতে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি স্পনসর ছাড়াই এশিয়া কাপ খেলবে ভারত পাকিস্তানের সাথে জয় পেলো আফগানরা বিসিবির নির্বাচনে মুখোমুখি বুলবুল-তামিম গত ৫ বছরে ৪৬৫ কোটি টাকা ভাগাভাগি পদ্মা-মেঘনা-যমুনায় অদৃশ্য শক্তি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে-গয়েশ্বর সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার ৩০ অক্টোবরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে, আশা শিক্ষা উপদেষ্টার নিষিদ্ধ আ’লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার ডাকসুর প্রার্থীকে গণধর্ষণের হুমকির ঘটনা তদন্তে কমিটি

ফুলবাড়ীতে প্রতিপক্ষের গাড়ি ভাঙচুর ও মারপিট

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০২:২৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০২:২৫:৩৪ অপরাহ্ন
ফুলবাড়ীতে প্রতিপক্ষের গাড়ি ভাঙচুর ও মারপিট
আফজাল হোসেন, দিনাজপুর ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির আকিলাপাড়া গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে ইরি-বোরো ধান লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষরা গাড়ি ভাঙচুর ও মারপিট করে। খয়েরবাড়ী ইউপির আকিলাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. মাহাবুব রশিদ (৪০)-এর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় অভিযোগ করে। গত রোববার দায়েরকৃত অভিযোগ সূত্রে জানান যায়, জবেদ আলী, জাহান আলী, জামাত আলী, সাইফুল ইসলাম ও মফেল উদ্দীন নামীয় ব্যক্তিগণ খয়েরবাড়ী মৌজার ২২৮ দাগের ৫-এর ৬৩ শতক জমির মধ্যে ২ একর ৬৩ শতক জমিতে উল্লেখ্য ব্যক্তিরা জোরপূর্বক দখল করার চেষ্টা করে। এই জমি নিয়ে বিরোধ চলছে এবং আদালতে মামলা চলছে। গত রোববার দুপুর ১২টায় মো. মাহাবুব রশীদ ট্রাকটর দ্বারা জমি চাষ করে ইরি-বোরো ধান রোপণ শুরু করলে মো. সাইফুল ইসলাম (৩৫), জামাত আলী (৫৫), রফিকুল ইসলাম (৩২) উভয়ের পিতা মৃত জবেদ আলী, মফেল উদ্দীন (৫৬), পিতা মৃত জাহান আলী, মো. মোজাম্মেল হোসেন (৩৬). পিতা মৃত জাহান আলী, সোহেল রানা (২৫), পিতা মফেল উদ্দীন, সামিউল ইসলাম (২২), পিতা. সাইফুল ইসলাম সর্বসাং-খয়েরবাড়ী আকিলাপাড়া, ফুলবাড়ী, দিনাজপুর তারা দলবদ্ধ হয়ে ছোরা, কুড়াল, হাসুয়া, শাবল ও অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে গিয়ে ইরি বোরো ধান লাগাতে বাধা প্রদান করে। উল্লেখ্য ব্যক্তিদ্বয়ের মধ্যে সাইফুল ইসলামের হুকুমে মোজাম্মেল হোসেন ধারালো অস্ত্র দ্বারা গাড়ি ভাঙচুর ও গাড়ির টায়ার কেটে দিয়ে মো. মাহাবুব রশীদ গংদের মারপিট শুরু করেন। এ সয়ম ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ সাইফুল ইসলাম গংরা পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে দেশীয় দ্বারা অস্ত্রশস্ত্র উদ্ধার করেন। এই ঘটনায় গাড়িটির প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়। অন্যদিকে মফেল উদ্দীন ও সোহেল রানা এবং সামিউল ইসলামরা মো. মাহাবুব রশীদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে বাড়ির ক্ষতিসাধণ করে। এই ঘটনায় মাহাবুব রশিদ বাদী হয়ে ফুলবাড়ী থানায় ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় মো. মাহাবুব রশীদ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য