ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মারা গেলেন জনপ্রিয় কে-ড্রামা অভিনেত্রী কাং সিও হা বক্স অফিসে চলছে ডাইনোসর-সুপারম্যান লড়াই মারা গেছেন বরেণ্য অভিনেতা ধীরাজ কুমার এক সিনেমাতেই চার ভিন্ন রূপে দেখা যাবে আল্লু অর্জুনকে আবারও বক্স অফিসে ঝড় তুললো ‘সিতারে জামিন পার’ মেহজাবীনকে কটাক্ষ: ‘অপেক্ষায় থাকেন’ জবাব অভিনেত্রীর! রায়হান রাফীর সঙ্গে কাজ করে হতাশ রুবেল কনার ডিভোর্সের সাক্ষ্য দিলেন নুসরাত ফারিয়া! নারী আসন ও সংসদ পদ্ধতি নির্ধারণে ঐকমত্য হয়নি মুজিববাদী ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ গঠনের প্রস্তাবনায় আইনজীবীদের ক্ষোভ নারী আসন দ্বিগুণ করে বিদ্যমান পদ্ধতিতে ভোট চায় বিএনপি বিএনপি-এনসিপি বাকযুদ্ধে তপ্ত হচ্ছে রাজনীতি এই সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে-আইন উপদেষ্টা জনমনে বাড়ছে আস্থাহীনতা প্রতিনিয়তই জুলাই যোদ্ধাদের স্মরণ করতে হবেÑ স্বরাষ্ট্র উপদেষ্টা জলবায়ু পরিবর্তনে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবেÑ রিজওয়ানা কক্সবাজার সৈকতে পর্যটক বাড়লেও নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেই মিটফোর্ডের ঘটনায় তাবেদার শক্তির এদেশীয় ধারকবাহক জড়িত- রিজভী

ফুলবাড়ীতে প্রতিপক্ষের গাড়ি ভাঙচুর ও মারপিট

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০২:২৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০২:২৫:৩৪ অপরাহ্ন
ফুলবাড়ীতে প্রতিপক্ষের গাড়ি ভাঙচুর ও মারপিট
আফজাল হোসেন, দিনাজপুর ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির আকিলাপাড়া গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে ইরি-বোরো ধান লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষরা গাড়ি ভাঙচুর ও মারপিট করে। খয়েরবাড়ী ইউপির আকিলাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. মাহাবুব রশিদ (৪০)-এর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় অভিযোগ করে। গত রোববার দায়েরকৃত অভিযোগ সূত্রে জানান যায়, জবেদ আলী, জাহান আলী, জামাত আলী, সাইফুল ইসলাম ও মফেল উদ্দীন নামীয় ব্যক্তিগণ খয়েরবাড়ী মৌজার ২২৮ দাগের ৫-এর ৬৩ শতক জমির মধ্যে ২ একর ৬৩ শতক জমিতে উল্লেখ্য ব্যক্তিরা জোরপূর্বক দখল করার চেষ্টা করে। এই জমি নিয়ে বিরোধ চলছে এবং আদালতে মামলা চলছে। গত রোববার দুপুর ১২টায় মো. মাহাবুব রশীদ ট্রাকটর দ্বারা জমি চাষ করে ইরি-বোরো ধান রোপণ শুরু করলে মো. সাইফুল ইসলাম (৩৫), জামাত আলী (৫৫), রফিকুল ইসলাম (৩২) উভয়ের পিতা মৃত জবেদ আলী, মফেল উদ্দীন (৫৬), পিতা মৃত জাহান আলী, মো. মোজাম্মেল হোসেন (৩৬). পিতা মৃত জাহান আলী, সোহেল রানা (২৫), পিতা মফেল উদ্দীন, সামিউল ইসলাম (২২), পিতা. সাইফুল ইসলাম সর্বসাং-খয়েরবাড়ী আকিলাপাড়া, ফুলবাড়ী, দিনাজপুর তারা দলবদ্ধ হয়ে ছোরা, কুড়াল, হাসুয়া, শাবল ও অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে গিয়ে ইরি বোরো ধান লাগাতে বাধা প্রদান করে। উল্লেখ্য ব্যক্তিদ্বয়ের মধ্যে সাইফুল ইসলামের হুকুমে মোজাম্মেল হোসেন ধারালো অস্ত্র দ্বারা গাড়ি ভাঙচুর ও গাড়ির টায়ার কেটে দিয়ে মো. মাহাবুব রশীদ গংদের মারপিট শুরু করেন। এ সয়ম ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ সাইফুল ইসলাম গংরা পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে দেশীয় দ্বারা অস্ত্রশস্ত্র উদ্ধার করেন। এই ঘটনায় গাড়িটির প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়। অন্যদিকে মফেল উদ্দীন ও সোহেল রানা এবং সামিউল ইসলামরা মো. মাহাবুব রশীদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে বাড়ির ক্ষতিসাধণ করে। এই ঘটনায় মাহাবুব রশিদ বাদী হয়ে ফুলবাড়ী থানায় ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় মো. মাহাবুব রশীদ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য