ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে এগিয়ে আসার আহ্বান স্বর্ণ ব্যবসায়ীরাই টার্গেট ডাকাতদের গ্রেফতার ৭ আদাবরে পুলিশের ওপর হামলা কারাগারে ১১ আসামি নির্বাচন না হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হবে- সাইফুল হক প্রধান শিক্ষকের ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল দাবি ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭ সিদ্ধান্তহীনতায় আটকে আছে পরিবহন চালকদের বিশ্রামাগার তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই ভেজাল ওষুধ সেবনে বাড়ছে মৃত্যুর হার পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পোরশায় বিএনপি'র উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ফুলবাড়ীতে প্রতিপক্ষের গাড়ি ভাঙচুর ও মারপিট

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০২:২৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০২:২৫:৩৪ অপরাহ্ন
ফুলবাড়ীতে প্রতিপক্ষের গাড়ি ভাঙচুর ও মারপিট
আফজাল হোসেন, দিনাজপুর ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির আকিলাপাড়া গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে ইরি-বোরো ধান লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষরা গাড়ি ভাঙচুর ও মারপিট করে। খয়েরবাড়ী ইউপির আকিলাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. মাহাবুব রশিদ (৪০)-এর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় অভিযোগ করে। গত রোববার দায়েরকৃত অভিযোগ সূত্রে জানান যায়, জবেদ আলী, জাহান আলী, জামাত আলী, সাইফুল ইসলাম ও মফেল উদ্দীন নামীয় ব্যক্তিগণ খয়েরবাড়ী মৌজার ২২৮ দাগের ৫-এর ৬৩ শতক জমির মধ্যে ২ একর ৬৩ শতক জমিতে উল্লেখ্য ব্যক্তিরা জোরপূর্বক দখল করার চেষ্টা করে। এই জমি নিয়ে বিরোধ চলছে এবং আদালতে মামলা চলছে। গত রোববার দুপুর ১২টায় মো. মাহাবুব রশীদ ট্রাকটর দ্বারা জমি চাষ করে ইরি-বোরো ধান রোপণ শুরু করলে মো. সাইফুল ইসলাম (৩৫), জামাত আলী (৫৫), রফিকুল ইসলাম (৩২) উভয়ের পিতা মৃত জবেদ আলী, মফেল উদ্দীন (৫৬), পিতা মৃত জাহান আলী, মো. মোজাম্মেল হোসেন (৩৬). পিতা মৃত জাহান আলী, সোহেল রানা (২৫), পিতা মফেল উদ্দীন, সামিউল ইসলাম (২২), পিতা. সাইফুল ইসলাম সর্বসাং-খয়েরবাড়ী আকিলাপাড়া, ফুলবাড়ী, দিনাজপুর তারা দলবদ্ধ হয়ে ছোরা, কুড়াল, হাসুয়া, শাবল ও অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে গিয়ে ইরি বোরো ধান লাগাতে বাধা প্রদান করে। উল্লেখ্য ব্যক্তিদ্বয়ের মধ্যে সাইফুল ইসলামের হুকুমে মোজাম্মেল হোসেন ধারালো অস্ত্র দ্বারা গাড়ি ভাঙচুর ও গাড়ির টায়ার কেটে দিয়ে মো. মাহাবুব রশীদ গংদের মারপিট শুরু করেন। এ সয়ম ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ সাইফুল ইসলাম গংরা পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে দেশীয় দ্বারা অস্ত্রশস্ত্র উদ্ধার করেন। এই ঘটনায় গাড়িটির প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়। অন্যদিকে মফেল উদ্দীন ও সোহেল রানা এবং সামিউল ইসলামরা মো. মাহাবুব রশীদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে বাড়ির ক্ষতিসাধণ করে। এই ঘটনায় মাহাবুব রশিদ বাদী হয়ে ফুলবাড়ী থানায় ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় মো. মাহাবুব রশীদ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য