ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি নাÑ মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ শুক্রবার সকালেও মেট্রোরেল চালুর পরিকল্পনা থানা স্থানান্তরের দাবিতে সড়ক অবরোধ, যানজট তিতাসের অভিযানে ৮শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আড়ালে সবাই আওয়ামী লীগকে কাছে চায় : নুর শেরপুরে গরু চোর সন্দেহে দু’জনকে পিটিয়ে হত্যা লক্ষ্মীপুর ও রাঙামাটিতে ২ লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২ গণতান্ত্রিক সরকার নেই বলেই বিনিয়োগ হচ্ছে নাÑ রিজভী ঢাকায় চলবে গোলাপি বাস, চড়তে লাগবে টিকেট ফেনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যুবক নিহত সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১৯ জনের মৃত্যু মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ শ্রীপুরে ঘুষ গ্রহণের অভিযোগে থানার এএসআই ক্লোজড সাঘাটার ভূমিদস্যু সুইট ও সহযোগীদের শাস্তির দাবি

বান্দরবানে হত্যা মামলা তুলে নিতে হুমকি

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০২:১২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০২:১২:৫৪ অপরাহ্ন
বান্দরবানে হত্যা মামলা তুলে নিতে হুমকি
বান্দরবান প্রতিনিধি বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে আলমগীর হত্যাকাণ্ডের মামলা তুলে নিতে গুম ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করে নিহত আলমগীরের পরিবার। সংবাদ সম্মেলনে নিহতের ভাই মোহাম্মদ দস্তগীর সিকদার মানিক বলেন, আমার বড় ভাই মোহাম্মদ আলমগীর শিকদারকে ২০১৯ সালে সরই ইউনিয়নের পুলাং পাড়ার নিজ মুরগি ফার্ম থেকে বাড়িতে আসার পথে সেলিম উদ্দিনসহ তার সহযোগীরা পরিকল্পিতভাবে ধারালো দা দিয়ে আঘাত করে হত্যা করে। ঘটনার পর লামা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত সায়মন ত্রিপুরা ও বীর বাহাদুর ত্রিপুরাকে আটক করে এবং আটককৃতরা সেলিম উদ্দিনসহ ৬ জন মিলে আমার ভাইকে হত্যা করেছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্বীকারোক্তিও দেয়। শুধু তাই নয়, পরবর্তিতে সাবের আহমদ নামে আরেকজনকেও আটক করে পুলিশ, সেও একই স্বীকারোক্তি দেয়। তিনি আরও বলেন, সেলিম উদ্দিন ও জয়নাল আবেদীন ভেটু ও তার ভাই জমির উদ্দীন আলমগীর হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী ও হত্যাকারী এবং নিজেরাও হত্যার সাথে জড়িত মর্মে আদালতে সায়মন ত্রিপুরা, বীর বাহাদুর ত্রিপুরা ও সাবের আহমদ ১৬৪ ধারা জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন। কিন্তু আমার ভাইয়ের হত্যা মামলার ৬ বছর অতিবাহিত হলেও প্রধান আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। আসামিরা দিব্বি ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে আমাদেরকে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে। দ্রুত মামলা তুলে না নিলে আমাদেরকে গুম করে হত্যা করার হুমকি দেয় আসামিরা। বর্তমানে আমরা প্রাণনাশের হুমকিতে আছি। মানিক হত্যাকাণ্ডের প্রধান আসামি সেলিম উদ্দিন, জয়নাল আবেদীন ভেটু ও জমির উদ্দীন আলমগীরকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান নিহতের স্বজনরা। সংবাদ সম্মেলনের নিহত মোহাম্মদ দস্তগীর সিকদার মানিকের পিতা, ছেলে, ছোট ভাইসহ বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য