ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

আমতলীতে ৫০ শয্যা হাসপাতালে ২২জন স্টাফদের মধ্যে১৬ জনের শুন্যপদ থাকায় চিকিৎসাসেবা ঝুঁকে পরছে

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০২:০৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০২:০৯:৩৬ অপরাহ্ন
আমতলীতে ৫০ শয্যা হাসপাতালে ২২জন স্টাফদের মধ্যে১৬ জনের শুন্যপদ থাকায় চিকিৎসাসেবা  ঝুঁকে পরছে
এস এম সুমন রশিদ,আমতলী(বরগুনা)প্রতিনিধি: আমতলী উপজেলায় ২ লাখ মানুষের সাস্থ্য সেবার মান উন্নত করতে জনবল বাড়াতে হবে এমনটাই দাবি উপজেলার সকল পেশাজিবি মানুষের। আমতলী উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে শুন্যপদের জন্য জনবল বাড়ানো আবশ্যক হয়ে পরেছে। এ হাসপাতালে সেবা নিতে আসা সকল মানুষের সেবার মান বাড়াতে অতিদ্রুত হাসপাতালের শুন্য কোঠাগুলো পুরন করতে ২২জন স্টাফ অতিব জরুরী হয়ে পরছে।এতে অনিশ্চিত হয়ে পরছে উপজেলার সকল মানুষের সেবার মান। আমতলী হাসপাতাল সুত্রে জানাগেছে,এ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন স্টাফ নানা পদে থাকা শুন্যপদে রয়েছেন। এতে শুন্যপদে ,(১)ডা. চিন্ময় (উপ স্বাস্থ্য পরিবার পরিকল্পনা)মেডিকেল অফিসার,(২)আবশ্যিক মেডিকেল অফিসার ডা. রাসেদ মাহমুদ রোকনুজ্জামান,(৩) অমিত কুমার দেবনাথ মেডিকেল অফিসার,(৪) ডেন্টাল সর্জন,মো. রাশিদুল হক। জুনিয়র কনসালটেন্ট ১১জন শুন্যপদে রয়েছেন,মেডিকেল অফিসার ৫ জন রয়েছেন। অফিস সুত্রে হাসপাতালে মেডিকেল অফিসার (এমও) কর্মরত রয়েছেন ২ জন,উপজেলা স্বাস্থ্য সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমতলী ১জন। ডেন্টাল ১জন,আবশ্যিক মেডিকেল অফিসার (আর এম ও) ১জন, মেডিকেল অফিসার ইউনানি ১ জনসহ মোট ৬ জন কর্মরত রয়েছেন এবং শুন্যপদে রয়েছে ১৬ জন কর্মকর্তা কর্মচারী। আমতলী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন চিকিৎসকের বিপরীতে কাগজে-কলমে কর্মরত ৬ জন। যার মধ্যে একজন মাতৃত্বকালীন ছুটি এবং আরেক এম.ডি কোর্সে যাবেন। আমতলী হাসপাতালে ভর্তি রোগীর স্বজন মো. মাহবুবুর রহমান পলাশ জানান, আমরা গত দুদিন হলো হাসপাতালে আসছি।এখানে ১২ ঘন্টা পর পর এমবিবিএস ডাক্তারের সিডিউল। এছারা যেসব নার্স কর্মরত আছেন তারা মোটামুটি সেবা দিচ্ছে।সর্বপরি স্টাফ সংকটে থাকায় সেবার মান ঝুঁকে যাচ্ছে। আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: আবু সাইদ খোকন এ বিষয়ে বলেন, সুদীর্ঘ্য বছর স্বাস্থ্য বিভাগে চেইন অব কমেন্ট বলে কিছু নেই, যার কারনে ইচ্ছেমত নিয়োগ অথবা বদলীর রেওয়াজ চলমান। তিনি আরও বলেন, সরকারি চাকুরি করে সরকারের নির্দেশনা মানবেন না এটা হতে পারেনা।এ ধরনের সংকটময় বিষয়গুলো সমাধানে হলে এ হাসপাতালে শুন্যপদ গুলো পুরন করা অতিব জরুরী এতে আমতলী হাসপাতালে সুফল ফিরে আসবে বলে তিনি মন্তব্য করেন। এ ব্যাপারে আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচ) ডা.চিন্ময় বলেন, ২২ জন স্টাফ শুন্যপদ থাকায় সাস্থ্য সেবার মান ঝুঁকে পরছে। এ সংকট কাটাতে অতিদ্রুত ২২ জন স্টাফ জরুরী হয়ে পরছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য