ঢাকা , বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সামগ্রিক শুল্ক কাঠামো হ্রাস পেতে পারে-এনবিআর বেতন-ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষের শঙ্কা সুনামগঞ্জে ১০৬ নদী মরতে বসেছে জুলাই যোদ্ধারা মানসিক স্বাস্থ্যের উন্নতির পরিবর্তে অবনতি হচ্ছে আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন গ্রেফতার ঈদে স্বাস্থ্য সেবা নিশ্চিত রাখতে নির্দেশনা অধিদফতরের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় তিন মিনিটে যমুনা পার মুক্তি পেলো ‘জ্বীন ৩’ ছবির গান ‘কন্যা ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ জয়া ঈদে পর্দায় দেখা যাবে অপূর্ব-নীহা জুটি এবার ভিলেন রূপে দেখা যাবে শাহরুখকে করণের কটাক্ষের জবাবে দিলেন কার্তিক যে কারণে কেঁদে বুক ভাসালেন আমিরকন্যা সংকটে দুর্বল ব্যাংক মারা গেছেন অভিনেত্রী এমিলি দ্যকেন বক্স অফিসে নতুন রেকর্ড গড়লো ‘নে ঝা ২’ জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল দুর্ঘটনা ও অপরাধ সংঘটনে বেশি দায়ী মোটরসাইকেল

হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ১০:০৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ১০:০৫:২০ অপরাহ্ন
হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু
বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু ফেরত আসছেন হিট কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি “হেরা ফেরি ৩”-তে। সম্প্রতি, অভিনেত্রী নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। তিনি অক্ষয় কুমারের একটি পোস্ট শেয়ার করে লেখেন, “অবশ্যই, আমাকে ছাড়া হেরা ফেরি ৩ সিনেমার কাস্ট সম্পূর্ণ হবে না,” মজার ছলে। এই পোস্টটি শেয়ার করার পর, টাবুর এই রিটার্ন নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে পৌঁছেছে। আসলে, হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির প্রতি ভক্তদের ভালোবাসা অনেক দিনের। প্রথম সিনেমা “হেরা ফেরি” (২০০০) ভারতীয় কমেডি সিনেমার ইতিহাসে এক কালজয়ী ক্লাসিক হয়ে উঠেছে, যা ২০০৬ সালে মুক্তি পাওয়া সিক্যুেয়ল “ফির হেরা ফেরি”-র মাধ্যমে আরও জনপ্রিয়তা লাভ করেছে। তবে দীর্ঘ সময় ধরে ভক্তরা অপেক্ষা করছেন তৃতীয় কিস্তির জন্য, এবং এখন মনে হচ্ছে তাদের অপেক্ষা শেষ হতে চলেছে। অক্ষয় কুমার, যিনি এর আগেও সিনেমাটির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, সম্প্রতি প্রিয়দর্শনের ৬৮তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, “শুভ জন্মদিন, প্রিয়ন স্যার! ভূতুড়ে সেটে বাস্তব ও আনপেইড এক্সট্রাদের মাঝে দিন কাটানোর চেয়ে ভালো উদযাপন আর কী হতে পারে? আপনি শুধু একজন পথপ্রদর্শক নন, বরং একমাত্র ব্যক্তি যিনি বিশৃঙ্খলাকে শিল্পে পরিণত করতে পারেন। আপনার দিন হোক কম রিটেকের এবং বছরটি হোক দুর্দান্ত!” নির্মাতা প্রিয়দর্শনের জবাবে, তিনি লেখেন, “ধন্যবাদ অক্ষয়! এর বদলে আমি তোমাকে একটা উপহার দিতে চাই, আমি ‘হেরা ফেরি ৩’ পরিচালনা করতে রাজি। তুমি প্রস্তুত তো?” এই মৌখিক ঘোষণা শুনে, সিনেমার অন্যান্য অভিনেতারাÑপরেশ রাওয়াল এবং সুনীল শেট্টিÑতাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পরেশ রাওয়াল লেখেন, “প্রিয় প্রিয়নজি, আপনি সেই জনক, যিনি এই দেবদূতের মতো আমাদের আনন্দ উপহার দিয়েছেন! ধন্যবাদ আবারও এই খুশির দায়িত্ব নেওয়ার জন্য! স্বাগতম স্যার এবং আবার সবাইকে আনন্দ দিন।” অন্যদিকে সুনীল শেট্টি টুইট করেন, “হেরা ফেরি এবং পুচ পুচ, চলুন শুরু করি!” এদিকে, এখনও পর্যন্ত “হেরা ফেরি ৩”-এর শুটিং শুরুর তারিখ বা মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি, তবে নির্মাতাদের বক্তব্য ও অভিনেতাদের উচ্ছ্বাস দেখে এটি স্পষ্ট যে, সিনেমাটি শীঘ্রই নির্মিত হতে চলেছে এবং ভক্তরা এর জন্য আর বেশি সময় অপেক্ষা করতে হবে না।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য