ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন-রিজভী লালমনিরহাটে বিয়ে করে ফেরার পথে বরের মৃত্যু পুঁজি রক্ষার আন্দোলনে বিনিয়োগকারীরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমাতে, একীভূতকরণে নজর দেয়ার সুপারিশ বিদেশি বিনিয়োগ কমেছে আরও কমার আশঙ্কা বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক সহকারী নিহত জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে দুই উপদেষ্টা রমজান মাসে গ্যাস বিদ্যুতের বড় সংকটের শঙ্কা বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে-নাহিদ ইসলাম লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে তিতুমীরের শিক্ষার্থীরা-স্বরাষ্ট্র উপদেষ্টা

ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ১০:০৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ১০:০৪:৩৬ অপরাহ্ন
ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের
বিনোদন ডেস্ক
মেক্সিকান ইনফ্লুয়েন্সার ও টিকটক তারকা ডেনিস রেয়েস মাত্র ২৭ বছর বয়সে এক অকাল মৃত্যুর মুখে পড়েছেন। শরীরের অতিরিক্ত ওজন কমানোর জন্য লাইপোসাকশন সার্জারি করানোর পর পরবর্তী জটিলতা তাকে মৃত্যুর কোলে নিয়ে যায়। ডেনিস রেয়েস ২৬ জানুয়ারি, ২০২৫ তারিখে মেক্সিকোর চিয়াপাসের টাক্সটলা গুতেরেজ শহরের সান পাবলো মেডিকেল ক্লিনিকে লাইপোসাকশন সার্জারি করান। তবে এই ক্লিনিকটি অনুমোদনহীন ছিল এবং চিকিৎসা সেবা ও সুরক্ষা ব্যবস্থা যথাযথ ছিল না। নিয়ম অনুযায়ী, ডেনিসের অস্ত্রোপচারের আগে তাকে ওষুধ দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে তার শারীরিক অবস্থা আরও খারাপ করে তোলে। অস্ত্রোপচারের পর শারীরিকভাবে সুস্থ হওয়ার কথা বললেও, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় আচমকাই তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়।  রেয়েসের পরিবারের সূত্রে জানা যায়, তাকে দ্রুত অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়, কারণ অস্ত্রোপচারকারী ক্লিনিকে আইসিইউ ছিল না। সেখানে স্থানান্তরের পরেও তার অবস্থার উন্নতি হয়নি এবং অবশেষে ২৯ জানুয়ারি তার মৃত্যু হয়। ডেনিস রেয়েস, যিনি সামাজিক মাধ্যমে নিয়মিতভাবে তার শারীরিক অবস্থা এবং অস্ত্রোপচারের পরবর্তী আপডেট শেয়ার করতেন, মৃত্যুর পর তার পরিবার এই ঘটনার জন্য চিকিৎসক ও ক্লিনিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের অভিযোগ, চিকিৎসা পদ্ধতিতে অবহেলার কারণেই তাদের প্রিয়জনকে তারা হারিয়েছেন।  এছাড়া, ডেনিসের মৃত্যুর মাধ্যমে এটি একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে কসমেটিক সার্জারি এবং শরীরের সৌন্দর্য চাওয়ার মানসিকতার ঝুঁকি নিয়ে। নিজের বাহ্যিক সৌন্দর্য অর্জনের জন্য এতটা ঝুঁকি নেওয়া কতটুকু যুক্তিযুক্তÑএ প্রশ্ন এখন অনেকের মনে। পরিবার এখন ন্যায়বিচারের দাবিতে আইনি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।  ডেনিস রেয়েসের অকাল মৃত্যু শুধু তার পরিবারকেই শোকাহত করেছে না, বরং পুরো সামাজিক মাধ্যমে তার মৃত্যুর ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য