ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের শাস্তির সম্মুখীন হলেন স্টোকসরা বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো রিশাদ বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাইয়ের চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ারবাজারে ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি যৌক্তিক শুল্ক প্রত্যাশা বাংলাদেশের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার-খাদ্য উপদেষ্টা ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে-অর্থ উপদেষ্টা এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা পঞ্চদশ সংশোধনীতে হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন : বদিউল আলম মজুমদার নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫

‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ১০:০৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ১০:০৪:১০ অপরাহ্ন
‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই
বিনোদন ডেস্ক
কোরিয়ান অভিনেত্রী লি জু-শিল, যিনি নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এ অভিনয়ের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন, তিনি আর নেই। ৮১ বছর বয়সী এই অভিনেত্রী রোববার দক্ষিণ কোরিয়ার উইজংবু শহরে তার পরিবারের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লি জু-শিলের মৃত্যুর কারণ হিসেবে জানা গেছে, গত নভেম্বর মাসে পাকস্থলীতে ক্যানসার ধরা পড়ে এবং চিকিৎসা চলাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হন। মাত্র তিন মাসের মধ্যে ক্যানসারের কারণে তাঁর মৃত্যু হলো। ১৯৬৪ সালে অভিনয় জীবন শুরু করা লি জু-শিল থিয়েটার, চলচ্চিত্র এবং টেলিভিশনে দীর্ঘ পঞ্চাশ বছরের ক্যারিয়ার গড়েছিলেন। তাঁর অভিনয়ের বৈচিত্র্য এবং দক্ষতার জন্য তিনি দর্শক শ্রদ্ধা অর্জন করেছিলেন। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত জম্বি থ্রিলার ‘ট্রেন টু বুসান’-এ তিনি সিওক-উর দাদীর চরিত্রে অভিনয় করেছিলেন, যা তাকে আরও পরিচিতি এনে দেয়। এছাড়া, তিনি ‘ডেথ অব এ সেলসম্যান’ ও ‘ম্যাকবেথ’ এর মতো প্রখ্যাত মঞ্চ নাটকে অভিনয় করে বড় নাম অর্জন করেছিলেন। তবে, তার জীবনের শেষ বড় কাজ ছিল ‘স্কুইড গেম’ সিরিজ, যেখানে তিনি পার্ক মাল-সুন চরিত্রে অভিনয় করেছিলেন। সিরিজে তাকে পুলিশ অফিসার হোয়াং জুন-হোর মা এবং হোয়াং ইন-হো এর সৎ মায়ের চরিত্রে দেখা গেছে, যা তাকে আরও আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। অভিনেত্রীর শেষকৃত্য ৫ ফেব্রুয়ারি সিউলের শিনচন সেভেরেন্স হাসপাতালে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে সহকর্মী এবং ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর অবদান স্মরণ করেছেন। লী জু-শিলের মৃত্যু চলচ্চিত্র এবং থিয়েটারের জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি করেছে, তবে তাঁর কাজ এবং কৃতিত্বের মাধ্যমে তিনি দর্শকদের মনে চিরকাল বেঁচে থাকবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য