গেটকিপার সাময়িক বরখাস্ত
ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক সহকারী নিহত
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে রেলওয়ে লেভেলক্রসিং গেট পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় চালক-হেলপার নিহতের ঘটনায় গেটকিপার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কতৃপক্ষ। এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গতকাল সোমবার সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় পার্বতীপুর রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রাকিব জানান, গত রোববার দিবাগত রাত ১টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর একতা এক্সপ্রেস হিলি-ঘোড়াঘাট মহাসড়কের লেভেলক্রসিং অতিক্রম করছিল। ওই সময়ে রেলওয়ে লেভেলক্রসিংয়ের গেটকিপার ঘুমিয়ে থাকার কারণে রেলগেট খোলা ছিল। এ সময় ঢাকা অভিমুখে যাওয়া পাথরবোঝাই ট্রাক রেলগেট ক্রস করার সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক ও হেলপারের মৃত্যু হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল জানান, পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন ঈশ্বরদী-পার্বতীপুর রেলরুটের বিরাম রেলস্টেশনের কাছে ঢাকাগামী আন্তনগর একতা এক্সপ্রেসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনায় দায়িত্বরত ওই স্থায়ী গেটকিপার আব্দুর রহমানকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়। বীরবল মণ্ডল আরও জানান, এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী যান্ত্রিক প্রকৌশলী গোলাম মুস্তফাকে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে তিন কার্যদিবসে চার্জ গঠন করে তদন্ত করে দোষী গেটকিপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ