ঢাকা , বুধবার, ২৫ জুন ২০২৫ , ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রেলের জমিতে অবৈধ বহুতল ভবন-রেস্তোরাঁ-ব্যাংক পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিভিল সার্জন এর পরিদর্শন পোরশায় এ বছর আম বিক্রির সম্ভাবনা ৯00 কোটি টাকা ‘সেভ দ্য গ্রিন প্ল্যানেট’র রিমেকে থাকছেন এমা স্টোন ব্রডওয়ে নাটকে অভিনয় করতে চাই : জেনিফার কুবেরা: কে কত কোটি টাকা পারিশ্রমিক নিলেন? নেতানিয়াহুর গ্রেপ্তার চাইলেন ভারতীয় অভিনেত্রী নিজের চুল কেটে দান করলেন সোনম কাপুর জামিন পেলেন গায়ক নোবেল শাকিব খানের প্রশংসা করলেন রাজীব বিশ্বাস বৃষ্টিতে সুইমিংপুলে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছে তাহসান-রোজা কিশোরগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক বাণিজ্যিক আমদানি ও চোরাচালানের অন্যতম পথ শাহজালাল বিমানবন্দর রাজধানীতে পৃথক ঘটনায় ৩ খুন কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুতে প্রতিবন্ধকতা সালমান-আনিসুল শাজাহানসহ রিমান্ডে ৫ নূরুল হুদা মবকাণ্ডে বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা-সালাহউদ্দিন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানো সংক্রান্ত রুল শুনানি ৭ জুলাই সাবেক সিইসিকে মব করে হেনস্তার ঘটনা নিন্দা পরিবেশ উপদেষ্টার ধুঁকছে শিল্প খাত

গাজীপুরে শ্বশুরবাড়িতে জামাইকে হত্যা ॥ স্ত্রী-শ্বশুরসহ গ্রেফতার ৪

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৪ ১১:৩৩:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৪ ১১:৩৩:৫১ পূর্বাহ্ন
গাজীপুরে শ্বশুরবাড়িতে জামাইকে হত্যা ॥ স্ত্রী-শ্বশুরসহ গ্রেফতার ৪ গাজীপুরে শ্বশুরবাড়িতে জামাইকে হত্যা ॥ স্ত্রী-শ্বশুরসহ গ্রেফতার ৪
গাজীপুর প্রতিনিধি
শ্বশুরবাড়িতে স্বামীকে হত্যার অভিযোগে নিহতের স্ত্রী, শ্বশুর, শ্যালকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশশ্বশুরবাড়িতে স্বামীকে হত্যার অভিযোগে নিহতের স্ত্রী, শ্বশুর, শ্যালকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশঅভিযুক্ত আসামিরা নিহতের বাহুতে কামড় দিয়ে চোখ, মুখ ও বিশেষ অঙ্গে আঘাত করে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে
গত শনিবার গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেগ্রেফতারকৃতরা হলেন- রবিউলের স্ত্রী কারিমা বেগম (২২), শ্বশুর আবুল কালাম আজাদ (৪৫), শ্যালক হুমায়ুন কবির (১৯) ও প্রতিবেশী লিটন মিয়া (৪৬)প্রথম তিনজনের স্থায়ী বাড়ি শেরপুরের শ্রীবর্দী থানার বালুঘাট গ্রামেলিটনের স্থায়ী বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার আইটপাড়া গ্রামেতারা সবাই পূবাইলের সাতানিপাড়া এলাকায় থাকতেন
জানা যায়, গত  রোববার গাজীপুরের পূবাইল এলাকার সাতানিপাড়া গ্রামে রবিউল ইসলাম (২৮) নামে একজনকে শ্বশুরবাড়িতে নির্মমভাবে নির্যাতন করা হয়রবিউল টঙ্গীর এরশাদনগর এলাকার দুই নাম্বার ব্লকের তুহিন তালুকদারের ছেলেএরপর আহতকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়গত শুক্রবার তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যানপুলিশ জানায়, প্রায় এক বছর আগে গাজীপুরের পূবাইল থানার সাতানিপাড়া এলাকার কালাম মিয়ার মেয়ে করিমার সঙ্গে বিয়ে হয়গত  রোববার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন রবিউলওই দিন রাতেই স্ত্রী করিমার সঙ্গে কথা-কাটাকাটি হয় রবিউলেরএকপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন সবাই মিলে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেএ সময় বাঁশের মোটা লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে
পুলিশ আরো জানায়, আসামিরা নিহতের বিশেষ অঙ্গে আঘাত করে গুরুতর জখম করেতারা তার ডান হাতের বাহুতে কামড় দিয়ে জখম করে এবং দুই চোখে আঘাত করে রক্তাক্ত করে ঘরে ফেলে রাখেপরে আহত অবস্থায় রবিউলকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়সেখান থেকে টঙ্গীর এরশাদনগর এলাকার নিজ বাড়িতে নেয়া হয়অবস্থার অবনতি হলে আবার তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছেপূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছেএ ঘটনায় নিহতের বাবা মো. তুহিন তালুকদার (৬০) বাদী হয়ে মামলা করেনমামলার এজাহারে থাকা চার আসামিকে গ্রেফতার করা হয়েছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য