ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

গাজীপুরে শ্বশুরবাড়িতে জামাইকে হত্যা ॥ স্ত্রী-শ্বশুরসহ গ্রেফতার ৪

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৪ ১১:৩৩:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৪ ১১:৩৩:৫১ পূর্বাহ্ন
গাজীপুরে শ্বশুরবাড়িতে জামাইকে হত্যা ॥ স্ত্রী-শ্বশুরসহ গ্রেফতার ৪ গাজীপুরে শ্বশুরবাড়িতে জামাইকে হত্যা ॥ স্ত্রী-শ্বশুরসহ গ্রেফতার ৪
গাজীপুর প্রতিনিধি
শ্বশুরবাড়িতে স্বামীকে হত্যার অভিযোগে নিহতের স্ত্রী, শ্বশুর, শ্যালকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশশ্বশুরবাড়িতে স্বামীকে হত্যার অভিযোগে নিহতের স্ত্রী, শ্বশুর, শ্যালকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশঅভিযুক্ত আসামিরা নিহতের বাহুতে কামড় দিয়ে চোখ, মুখ ও বিশেষ অঙ্গে আঘাত করে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে
গত শনিবার গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেগ্রেফতারকৃতরা হলেন- রবিউলের স্ত্রী কারিমা বেগম (২২), শ্বশুর আবুল কালাম আজাদ (৪৫), শ্যালক হুমায়ুন কবির (১৯) ও প্রতিবেশী লিটন মিয়া (৪৬)প্রথম তিনজনের স্থায়ী বাড়ি শেরপুরের শ্রীবর্দী থানার বালুঘাট গ্রামেলিটনের স্থায়ী বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার আইটপাড়া গ্রামেতারা সবাই পূবাইলের সাতানিপাড়া এলাকায় থাকতেন
জানা যায়, গত  রোববার গাজীপুরের পূবাইল এলাকার সাতানিপাড়া গ্রামে রবিউল ইসলাম (২৮) নামে একজনকে শ্বশুরবাড়িতে নির্মমভাবে নির্যাতন করা হয়রবিউল টঙ্গীর এরশাদনগর এলাকার দুই নাম্বার ব্লকের তুহিন তালুকদারের ছেলেএরপর আহতকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়গত শুক্রবার তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যানপুলিশ জানায়, প্রায় এক বছর আগে গাজীপুরের পূবাইল থানার সাতানিপাড়া এলাকার কালাম মিয়ার মেয়ে করিমার সঙ্গে বিয়ে হয়গত  রোববার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন রবিউলওই দিন রাতেই স্ত্রী করিমার সঙ্গে কথা-কাটাকাটি হয় রবিউলেরএকপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন সবাই মিলে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেএ সময় বাঁশের মোটা লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে
পুলিশ আরো জানায়, আসামিরা নিহতের বিশেষ অঙ্গে আঘাত করে গুরুতর জখম করেতারা তার ডান হাতের বাহুতে কামড় দিয়ে জখম করে এবং দুই চোখে আঘাত করে রক্তাক্ত করে ঘরে ফেলে রাখেপরে আহত অবস্থায় রবিউলকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়সেখান থেকে টঙ্গীর এরশাদনগর এলাকার নিজ বাড়িতে নেয়া হয়অবস্থার অবনতি হলে আবার তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছেপূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছেএ ঘটনায় নিহতের বাবা মো. তুহিন তালুকদার (৬০) বাদী হয়ে মামলা করেনমামলার এজাহারে থাকা চার আসামিকে গ্রেফতার করা হয়েছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য