ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশে অনিবন্ধিত কারখানা প্রতিষ্ঠান প্রায় দেড় লাখ ডিআরইউতে জনশক্তি রফতানিকারকদের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকছে রাজস্ব বোর্ড বিলুপ্তির কারণে অচলাবস্থা নিরসনের দাবি সিএন্ডএফ এসোসিয়েশনের রাখাইনে করিডোর নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে- কাদের গনি চৌধুরী ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির এস আলমসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন রপ্তানি বহুমুখীকরণে নানা বাধা, বিপর্যয়ের শঙ্কা পাকিস্তানের হামলায় ভারতের সীমান্তে ১০ হাজারেরও বেশি বাড়ি ধ্বংস ক্যানসারে আক্রান্ত বাইডেন গাজায় আরও দেড় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেয়ার খবর সত্য নয়: মার্কিন দূতাবাস আলোচনায় বসবে পাকিস্তান, চীন ও আফগানিস্তান রিয়াল বেতিসের বিপক্ষে দাপুটে জয় পেলো অ্যাতলেতিকো সেভিয়ার সাথে জয় পেলো রিয়াল ভিয়ারিয়ালের কাছে হারের স্বাদ পেলো বার্সা আইপিএলে ডাক পেলেন মুজারাবানি এশিয়া কাপে থেকে নাম প্রত্যাহারের খবর অস্বীকার করলো বিসিসিআই পিএসএল খেলার জন্য এনওসি পেলেন মিরাজ এবার লাহোরে ডাক পেলেন মিরাজ

যুক্তরাষ্ট্রে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৬:৪১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৬:৪১:০২ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
গত ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৯ দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ৭ হাজার ২৬০ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইনপ্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। গ্রেফতারকৃতদের মধ্যে ৫ হাজার ৭৬৩ জনকে বন্দিশালায় রাখা হয়েছে। শিগগিরই তাদের নিজ নিজ দেশ কিংবা কিউবার গুয়ান্তানামো কারাগারে পাঠানো হবে। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে আইসিই।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউইয়র্ক সিটি, ইলিনয়েস অঙ্গরাজ্যের শিকাগো এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে এই নথিবিহীন অভিবাসীদের। গ্রেফতারদের মধ্যে অনেকের বিরুদ্ধেই ধর্ষণ, অপ্রাপ্ত বয়স্কদের প্রতি যৌন সহিংসতা, বন্দুক ও মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে বলে এক্সবার্তায় জানিয়েছে আইসিই। ২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করবেন। নির্বাচনে জয়ী হওয়ার পর সাংবিধানিক বিধি মেনে গত ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন ট্রাম্প এবং সে দিন বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। সেসবের মধ্যে ‘আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান’ নামের একটি আদেশও ছিল। ট্রাম্প সেই আদেশে স্বাক্ষর করার পর থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে অভিযান। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে বসবাস করছেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি নথিবিহীন অভিবাসী। তাদের মধ্যে অন্তত ১ লাখকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসীবিরোধী নীতি ও ব্যাপক ধরপাকড়ের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। গত রোববার শহরের প্রধান ফ্রিওয়েতে মিছিল করেন অভিবাসীরা। এসময় ট্রাম্পবিরোধী নানা স্লোগান দেন তারা। দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পরই প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের চাপে দিশেহারা হয়ে পড়েছেন অবৈধ অভিবাসীরা। তাদের গ্রেফতারে যুক্তরাষ্ট্রজুড়ে চলছে সাঁড়াশি অভিযান। স্মরণকালের ব্যাপক ধড়পাকড়ে আতঙ্কে অনেকেই আছেন আত্মগোপনে। এবার সেই ভয় আর আতঙ্ক ভুলে লস অ্যাঞ্জেলেস রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন হাজার হাজার মানুষ। রোববার স্থানীয় সময় দুপুরে ছোট ছোট মিছিল নিয়ে মূল শহর লস অ্যাঞ্জেলেস ডাউন টাউন এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন অভিবাসীরা। পরে তা বড় পরিসরে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। একপর্যায়ে বিক্ষোভকারীরা লস অ্যাঞ্জেলেসের অন্যতম প্রধান ফ্রিওয়েতে গিয়ে মিছিল শুরু করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে তীব্র যানজটে অচল হয়ে পড়ে বেশ কয়েকটি প্রধান সড়ক। যানজট নিরসন ও বিক্ষোভকারীদের সরাতে হিমশিম খায় স্থানীয় প্রশাসন।
বিক্ষোভকারীরা ট্রাম্পবিরোধী নানা স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। এসময় গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি জানান তারা। লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র বলেন, বিক্ষোভের মধ্যে কোনো গ্রেফতার বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রে প্রায় দেড় কোটি অবৈধ বাসিন্দার মধ্যে ক্যালিফোর্নিয়াতেই রয়েছেন ২০ লাখ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির

ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির