ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১৯ জনের মৃত্যু মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ শ্রীপুরে ঘুষ গ্রহণের অভিযোগে থানার এএসআই ক্লোজড সাঘাটার ভূমিদস্যু সুইট ও সহযোগীদের শাস্তির দাবি ফুলবাড়ীতে প্রতিপক্ষের গাড়ি ভাঙচুর ও মারপিট ৩১ শয্যার হাসপাতালে ২২ পদ শূন্য, ব্যাহত স্বাস্থ্যসেবা ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেননি ডিসি আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা বান্দরবানে হত্যা মামলা তুলে নিতে হুমকি আমতলীতে ৫০ শয্যা হাসপাতালে ২২জন স্টাফদের মধ্যে১৬ জনের শুন্যপদ থাকায় চিকিৎসাসেবা ঝুঁকে পরছে হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি

সিটির জালে আর্সেনাল গোল বন্যা

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৬:৩৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৬:৩৪:৫৩ অপরাহ্ন
সিটির জালে আর্সেনাল গোল বন্যা
স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার সিটির সময়টা ভালো যাচ্ছে না নিংসন্দেহে। তাই বলে এতটা খারাপ যাবে, তাও মেনে নিতে পারছেন না ভক্তরা। এই যেমন গত রোববার রাতে যে হতশ্রী খেলা খেলেছে ম্যানসিটি, তাতে হয়তো অনেক ভক্তের একবারের জন্যও মনে হয়নি, দলটি ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আর্সেনাল পেপ গার্দিওলার দলকে উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে। যেন এমিরেটস স্টেডিয়ামে গোলবন্যায়ই ভেসে গেছে ম্যানসিটি। প্রিমিয়ার লিগে ম্যানসিটিকে বিধ্বস্ত করে টেবিলটপার লিভারপুলের ওপর চাপ তৈরি করছে আর্সেনাল। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ২৪ ম্যাচে ৫০। অন্যদিকে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ২৩ ম্যাচে ৫৬। ম্যানসিটি সেরা চারের মধ্যে থাকলে পয়েন্টে অনেক পিছিয়ে। যে কারণে তাদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়। ২৪ ম্যাচে গার্দিওলার দলের পয়েন্ট ৪১। ঘরের মাঠ এমরিটসে মাত্র ২ মিনিটে গোল পায় আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের গোলে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। ৫৫ মিনিটে আরলিং হালান্ডের গোলে ১-১ সমতায় ফেরে ম্যানসিটি। সিনিয়র ক্যারিয়ারে এটি নরওয়েজিয়ান তারকার ২৫০তম গোল। ম্যানসিটি সমতায় ফেরার পর মনে হয়েছিল, শেষ পর্যন্ত এমিরেটসে দারুণ একটা লড়াই হবে। কিন্তু কিছুক্ষণ পরই যে ম্যাচ পুরোপুরি একপেশে হয়ে যাবে, তা হয়তো দর্শকরা ভাবেননি। হালান্ডের গোলের এক মিনিট পরই ফের গোল করে আর্সেনাল। এবার স্বাগতিকদের হয়ে গোল করেন থমাস পার্টি। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় গানাররা। এরপর আর্সেনালের হয়ে গোল করেন মাইল লুইস স্কেলি (৬২ মিনিটে), কাই হ্যাভেরটর্জ (৭৬ মিনিটে) ও ইথান এনওয়ানেরি (৯৩ মিনিটে)। এতে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৫-১। শেষ বাঁশির আগ পর্যন্ত এই ফলাফলই বহাল থাকে। এ নিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকলো আর্সেনাল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য