ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে

সিটির জালে আর্সেনাল গোল বন্যা

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৬:৩৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৬:৩৪:৫৩ অপরাহ্ন
সিটির জালে আর্সেনাল গোল বন্যা
স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার সিটির সময়টা ভালো যাচ্ছে না নিংসন্দেহে। তাই বলে এতটা খারাপ যাবে, তাও মেনে নিতে পারছেন না ভক্তরা। এই যেমন গত রোববার রাতে যে হতশ্রী খেলা খেলেছে ম্যানসিটি, তাতে হয়তো অনেক ভক্তের একবারের জন্যও মনে হয়নি, দলটি ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আর্সেনাল পেপ গার্দিওলার দলকে উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে। যেন এমিরেটস স্টেডিয়ামে গোলবন্যায়ই ভেসে গেছে ম্যানসিটি। প্রিমিয়ার লিগে ম্যানসিটিকে বিধ্বস্ত করে টেবিলটপার লিভারপুলের ওপর চাপ তৈরি করছে আর্সেনাল। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ২৪ ম্যাচে ৫০। অন্যদিকে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ২৩ ম্যাচে ৫৬। ম্যানসিটি সেরা চারের মধ্যে থাকলে পয়েন্টে অনেক পিছিয়ে। যে কারণে তাদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়। ২৪ ম্যাচে গার্দিওলার দলের পয়েন্ট ৪১। ঘরের মাঠ এমরিটসে মাত্র ২ মিনিটে গোল পায় আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের গোলে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। ৫৫ মিনিটে আরলিং হালান্ডের গোলে ১-১ সমতায় ফেরে ম্যানসিটি। সিনিয়র ক্যারিয়ারে এটি নরওয়েজিয়ান তারকার ২৫০তম গোল। ম্যানসিটি সমতায় ফেরার পর মনে হয়েছিল, শেষ পর্যন্ত এমিরেটসে দারুণ একটা লড়াই হবে। কিন্তু কিছুক্ষণ পরই যে ম্যাচ পুরোপুরি একপেশে হয়ে যাবে, তা হয়তো দর্শকরা ভাবেননি। হালান্ডের গোলের এক মিনিট পরই ফের গোল করে আর্সেনাল। এবার স্বাগতিকদের হয়ে গোল করেন থমাস পার্টি। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় গানাররা। এরপর আর্সেনালের হয়ে গোল করেন মাইল লুইস স্কেলি (৬২ মিনিটে), কাই হ্যাভেরটর্জ (৭৬ মিনিটে) ও ইথান এনওয়ানেরি (৯৩ মিনিটে)। এতে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৫-১। শেষ বাঁশির আগ পর্যন্ত এই ফলাফলই বহাল থাকে। এ নিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকলো আর্সেনাল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য