ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মোজাম্মেল বাবু ফারজানা রুপা ও শাকিল আহমেদ নতুন মামলায় গ্রেফতার উগ্র জাতীয়তাবাদ বড় অর্জনের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে-শিক্ষা উপদেষ্টা নাসির-তামিমার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ২৮ এপ্রিল আত্মপক্ষ সমর্থন বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বৈঠক শোক সংবাদ ছয় দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ২০ কিশোর বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে সাজা শেষেও কারাগারে ১৫৪ বিদেশি বন্দি অবরোধ বৃষ্টি ও যানজটে রাজধানীবাসীর ভোগান্তি কুয়েটের সাবেক ভিসিসহ ১৫ জনের নামে আদালতের নির্দেশে ২ মামলা সেই আলোচিত কর কর্মকর্তাকে পুনর্নিয়োগ ডিএসসিসি’র নতুন দল নিয়ে আগস্ট-সেপ্টেম্বরে সংলাপে বসবে-ইসি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় শিগগিরিই বাস্তবায়ন হবে -প্রধান বিচারপতি জাতি তাকিয়ে আছে, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে-ড. ইউনূস সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় অসন্তুষ্ট বিএনপি গাজায় মানবিক সহায়তা প্রবেশে না ইসরায়েলের লালমাইয়ে নিখোঁজ শিশুর মাথার খুলি হাড় উদ্ধার নারী হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড স্বাস্থ্যের সেই গাড়িচালকের ৫, স্ত্রীর ৩ বছর দণ্ড

সিটির জালে আর্সেনাল গোল বন্যা

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৬:৩৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৬:৩৪:৫৩ অপরাহ্ন
সিটির জালে আর্সেনাল গোল বন্যা
স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার সিটির সময়টা ভালো যাচ্ছে না নিংসন্দেহে। তাই বলে এতটা খারাপ যাবে, তাও মেনে নিতে পারছেন না ভক্তরা। এই যেমন গত রোববার রাতে যে হতশ্রী খেলা খেলেছে ম্যানসিটি, তাতে হয়তো অনেক ভক্তের একবারের জন্যও মনে হয়নি, দলটি ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আর্সেনাল পেপ গার্দিওলার দলকে উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে। যেন এমিরেটস স্টেডিয়ামে গোলবন্যায়ই ভেসে গেছে ম্যানসিটি। প্রিমিয়ার লিগে ম্যানসিটিকে বিধ্বস্ত করে টেবিলটপার লিভারপুলের ওপর চাপ তৈরি করছে আর্সেনাল। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ২৪ ম্যাচে ৫০। অন্যদিকে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ২৩ ম্যাচে ৫৬। ম্যানসিটি সেরা চারের মধ্যে থাকলে পয়েন্টে অনেক পিছিয়ে। যে কারণে তাদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়। ২৪ ম্যাচে গার্দিওলার দলের পয়েন্ট ৪১। ঘরের মাঠ এমরিটসে মাত্র ২ মিনিটে গোল পায় আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের গোলে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। ৫৫ মিনিটে আরলিং হালান্ডের গোলে ১-১ সমতায় ফেরে ম্যানসিটি। সিনিয়র ক্যারিয়ারে এটি নরওয়েজিয়ান তারকার ২৫০তম গোল। ম্যানসিটি সমতায় ফেরার পর মনে হয়েছিল, শেষ পর্যন্ত এমিরেটসে দারুণ একটা লড়াই হবে। কিন্তু কিছুক্ষণ পরই যে ম্যাচ পুরোপুরি একপেশে হয়ে যাবে, তা হয়তো দর্শকরা ভাবেননি। হালান্ডের গোলের এক মিনিট পরই ফের গোল করে আর্সেনাল। এবার স্বাগতিকদের হয়ে গোল করেন থমাস পার্টি। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় গানাররা। এরপর আর্সেনালের হয়ে গোল করেন মাইল লুইস স্কেলি (৬২ মিনিটে), কাই হ্যাভেরটর্জ (৭৬ মিনিটে) ও ইথান এনওয়ানেরি (৯৩ মিনিটে)। এতে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৫-১। শেষ বাঁশির আগ পর্যন্ত এই ফলাফলই বহাল থাকে। এ নিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকলো আর্সেনাল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য