
বিকট শব্দ হুড়োহুড়িতে ৪১ মুসল্লি আহত
- আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০২:২৫:৪৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৬:৫০:৪৭ অপরাহ্ন


গাজীপুর প্রতিনিধি ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা বেজে ৩৩ মিনিট। গাজীপুরের টঙ্গীতে মাওলানা জোবায়েরের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমায় আখেরি মোনাজাত চলছিল। হাজারো মুসল্লি প্রার্থনায় ব্যস্ত। এর মধ্যে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই আতঙ্কে মুসল্লিরা হুড়োহুড়ি শুরু করেন। এ সময় পড়ে গিয়ে ও পদদলিত হয়ে ৪১ মুসল্লি আহত হন। গতকাল রোববার সকালে প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাতের সময় টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। ওই সড়কে খেলনা গ্যাস বেলুন বিক্রি করছিলেন এক ব্যক্তি। হঠাৎ একটি ড্রোন ক্যামেরার আঘাতে কয়েকটি বেলুন ফেটে যায়। বেলুন ফাটার বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন মুসল্লিরা। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স মো. মোস্তাফিজুর রহমান বলেন, বেলুন ফাটার ঘটনায় আহত হয়ে তাদের হাসপাতালে মোট ৪১ জন চিকিৎসা নিয়েছেন। তবে কারও অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা যে যার মতো চলে গেছেন। মূলত হুড়োহুড়ি করতে গিয়ে মুসল্লিরা আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, টঙ্গীর স্টেশন রোড এলাকায় মুসল্লিরা মোনাজাতে ছিলেন। এ সময় সেখানকার আবেদা হাসপাতালের সামনে কয়েকটি গ্যাস বেলুন নিয়ে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি। সেখানে কেউ একজন ড্রোন উড়িয়ে মোনাজাতের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এর মধ্যে হঠাৎ ড্রোনটি গিয়ে বেলুনে আঘাত করলে দুই থেকে তিনটি বেলুন ফেটে বিকট শব্দ হয়। পরে হুড়োহুড়িতে মুসল্লিরা আহত হন। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ