ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর পুরাতন রাস্তার মোড়ে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিজাম উদ্দিন নামে একজন নিহতসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল রোববার সকাল ৭টা ৩০ মিনিটের সময় ওই স্থানে সিএনজি ও কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদরশী ও পুলিশ জানায়, গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর পুরাতন রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা কাভারভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী নিজাম উদ্দিন নিহত হয়েছেন। এবং সিএনজিতে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থার অবনতি দেখে পুলিশ ও স্থানীয়রা তাদের ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত সিএনজি দুমড়ে মুচড়ে যায়।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বায়েজিদ আকন্দ দুর্ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata