ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে

মীরসরাইয়ে জাল দলিলে জায়গা আত্মসাতের চেষ্টা, আদালতে মামলা

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:১৫:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:১৫:২২ পূর্বাহ্ন
মীরসরাইয়ে জাল দলিলে জায়গা আত্মসাতের চেষ্টা, আদালতে মামলা
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মীরসরাইয়ে জাল দলিলের মাধ্যমে জায়গা আত্মসাতের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী মৌজায় মৃত ব্যক্তির নামে জমি ক্রয় দেখিয়ে ২০ শতক জায়গা আত্মসাতের চেষ্টা করে আশিষ নন্দী ও মরণ নন্দী নামে দুই ভাই। পরে বিষয়টি ভুক্তভোগীরা বুঝতে পেরে আদালতে মামলা দায়ের করে। আদালত ওই দুই ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে,  উপজেলার হিংগুলী ইউনিয়নের পূর্ব হিংগুলী গ্রামের সারত চন্দ্র নন্দীর ছেলে সুরেশ চন্দ্র নন্দী মারা যাওয়ার পর তার রেখে যাওয়া পূর্ব হিংগুলী মৌজায় বিভিন্ন দাগের ৮১০৪ নম্বর খতিয়ানভুক্ত ২০ শতক জায়গা গত ২/৫/১৯৮০ সালে ২৯২০ কবলায় যদু গোপাল নন্দী নামে ক্রয় দেখানো হয়। পরে ওই দলিল দিয়ে জায়গাটি নামজারি করেন তার দুই পুত্র আশিষ কুমার নন্দী ও মরণ নন্দী। কিন্তু ১৯৮০ সালের ২ মে সৃজন হওয়া ২৯২০ নম্বর কবলাটি হাজেরা খাতুন নামে একজনের নামে লিপিবন্ধ দেখা যায়। পরে ভুক্তভোগী দীযেন্দ্র নন্দীর ছেলে প্রবণ নন্দী ও মিশুক নন্দী বিষয়টি বুঝতে পেরে চট্টগ্রাম আদালতে প্রতারণা মামলা দায়ের করে। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ওই দুই ভাই পালিয়ে যায়। এবিষয়ে ভুক্তভোগী প্রণব নন্দী বলেন, আশিষ নন্দী  ও তার ভাই মরণ নন্দী বড় প্রতারক। আশিষ নন্দী জাল দলিল করে আমাদের সম্পত্তি দখলের চেষ্টা করে না পেরে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমাদের ঘর নির্মাণ করতে দিচ্ছে না। আমরা আদালতে প্রতারণা মামলা করেছি আদালত ওই দুই প্রতারক ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আশিষ নন্দী ও মরণ নন্দীর বিরুদ্ধে এলাকায় অনেক প্রতারণার অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশিষ নন্দী বলেন, আমাদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। আমার জীবনে একবারের জন্যও ভূমি অফিসে যায়নি। মামলায় আমার পেশা দেয়া হয়েছে ভূমি পেশা। অথচ আমি করি শিক্ষকতা। আদালতে মামলা চলছে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইনিভাবে এটি মোকাবিলা করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য