ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন-রিজভী লালমনিরহাটে বিয়ে করে ফেরার পথে বরের মৃত্যু পুঁজি রক্ষার আন্দোলনে বিনিয়োগকারীরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমাতে, একীভূতকরণে নজর দেয়ার সুপারিশ বিদেশি বিনিয়োগ কমেছে আরও কমার আশঙ্কা বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক সহকারী নিহত জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে দুই উপদেষ্টা রমজান মাসে গ্যাস বিদ্যুতের বড় সংকটের শঙ্কা বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে-নাহিদ ইসলাম লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে তিতুমীরের শিক্ষার্থীরা-স্বরাষ্ট্র উপদেষ্টা

মীরসরাইয়ে জাল দলিলে জায়গা আত্মসাতের চেষ্টা, আদালতে মামলা

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:১৫:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:১৫:২২ পূর্বাহ্ন
মীরসরাইয়ে জাল দলিলে জায়গা আত্মসাতের চেষ্টা, আদালতে মামলা
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মীরসরাইয়ে জাল দলিলের মাধ্যমে জায়গা আত্মসাতের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী মৌজায় মৃত ব্যক্তির নামে জমি ক্রয় দেখিয়ে ২০ শতক জায়গা আত্মসাতের চেষ্টা করে আশিষ নন্দী ও মরণ নন্দী নামে দুই ভাই। পরে বিষয়টি ভুক্তভোগীরা বুঝতে পেরে আদালতে মামলা দায়ের করে। আদালত ওই দুই ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে,  উপজেলার হিংগুলী ইউনিয়নের পূর্ব হিংগুলী গ্রামের সারত চন্দ্র নন্দীর ছেলে সুরেশ চন্দ্র নন্দী মারা যাওয়ার পর তার রেখে যাওয়া পূর্ব হিংগুলী মৌজায় বিভিন্ন দাগের ৮১০৪ নম্বর খতিয়ানভুক্ত ২০ শতক জায়গা গত ২/৫/১৯৮০ সালে ২৯২০ কবলায় যদু গোপাল নন্দী নামে ক্রয় দেখানো হয়। পরে ওই দলিল দিয়ে জায়গাটি নামজারি করেন তার দুই পুত্র আশিষ কুমার নন্দী ও মরণ নন্দী। কিন্তু ১৯৮০ সালের ২ মে সৃজন হওয়া ২৯২০ নম্বর কবলাটি হাজেরা খাতুন নামে একজনের নামে লিপিবন্ধ দেখা যায়। পরে ভুক্তভোগী দীযেন্দ্র নন্দীর ছেলে প্রবণ নন্দী ও মিশুক নন্দী বিষয়টি বুঝতে পেরে চট্টগ্রাম আদালতে প্রতারণা মামলা দায়ের করে। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ওই দুই ভাই পালিয়ে যায়। এবিষয়ে ভুক্তভোগী প্রণব নন্দী বলেন, আশিষ নন্দী  ও তার ভাই মরণ নন্দী বড় প্রতারক। আশিষ নন্দী জাল দলিল করে আমাদের সম্পত্তি দখলের চেষ্টা করে না পেরে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমাদের ঘর নির্মাণ করতে দিচ্ছে না। আমরা আদালতে প্রতারণা মামলা করেছি আদালত ওই দুই প্রতারক ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আশিষ নন্দী ও মরণ নন্দীর বিরুদ্ধে এলাকায় অনেক প্রতারণার অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশিষ নন্দী বলেন, আমাদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। আমার জীবনে একবারের জন্যও ভূমি অফিসে যায়নি। মামলায় আমার পেশা দেয়া হয়েছে ভূমি পেশা। অথচ আমি করি শিক্ষকতা। আদালতে মামলা চলছে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইনিভাবে এটি মোকাবিলা করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য