ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন-রিজভী লালমনিরহাটে বিয়ে করে ফেরার পথে বরের মৃত্যু পুঁজি রক্ষার আন্দোলনে বিনিয়োগকারীরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমাতে, একীভূতকরণে নজর দেয়ার সুপারিশ বিদেশি বিনিয়োগ কমেছে আরও কমার আশঙ্কা বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক সহকারী নিহত জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে দুই উপদেষ্টা রমজান মাসে গ্যাস বিদ্যুতের বড় সংকটের শঙ্কা বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে-নাহিদ ইসলাম লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে তিতুমীরের শিক্ষার্থীরা-স্বরাষ্ট্র উপদেষ্টা

পিতার কাঁধে সন্তানের লাশ চিতায় পুড়ে স্বপ্ন ধূলিস্যাৎ

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:১৩:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:১৩:২৯ পূর্বাহ্ন
পিতার কাঁধে সন্তানের লাশ চিতায় পুড়ে স্বপ্ন ধূলিস্যাৎ
সাতক্ষীরা প্রতিনিধি
একমাত্র আদরের সন্তানের লাশ কাঁধে নিয়ে চিতায় পুড়িয়ে সব স্বপ্ন ধূলিস্যাৎ করে দিলেন শিক্ষক পিতা। গত শুক্রবার দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কামালকাটি শ্মশানে এ লাশ সৎকার করা হয়। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শ্যামনগর পৌরসভার চন্ডীপুর গ্রামের বাসিন্দা শিক্ষক অচিন্ত কুমার মণ্ডলের একমাত্র সন্তান ডাক্তার অর্ঘ অমৃত মণ্ডল গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে ট্রাক চাপায় মারা যায়। এ সময়  মোটরসাইকেলে থাকা তার স্ত্রী মিতু মারাত্মক জখম হয়। আশঙ্কাজনক থাকায় মিতুকে ওই রাতেই ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ডাক্তার  সন্তানের মৃতদেহ বুকে জড়িয়ে রাতে বাড়িতে নিয়ে আসেন বাবা।  তারপর তাকে স্নান করিয়ে  বুকে পাষাণ বেঁধে সন্তানের লাশ কাঁধে নিয়ে শুক্রবার বেলা ১২টার দিকে গ্রামের বাড়ি কামালকাঠিতে চিতায় তুলে দিয়ে নিজ হাতে মুখাগ্নি করেন জন্মদাতা পিতা। তরুণ চিকিৎসকের মৃত্যুতে পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে ডাক্তার অর্ঘ অমৃত মণ্ডলের স্ত্রী ডাক্তার প্রতিভা সরকার মিতু ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গোপালগঞ্জের কাশিয়ানীর ঘোনাপাড় হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাশেম মজুমদার জানিয়েছেন, সাতক্ষীরা থেকে এই দম্পত্তি মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন। পথে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে উভয়ই মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্ঘ অমৃত মণ্ডলকে মৃত ঘোষণা করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য