ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

পটিয়া ‘ভয়ে কাতুরে’ বাথুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:১১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:১১:৩৯ পূর্বাহ্ন
পটিয়া ‘ভয়ে কাতুরে’ বাথুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
স্থানীয় কতিপয় ব্যক্তির পছন্দমত পটিয়ার আশিয়া ইউনিয়ন বাথুয়া হাই স্কুল  পরিচালনা কমিটির সভাপতি করতে না পারায় প্রধান শিক্ষককে হত্যার হুমকি দিয়েছে কতিপয় সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে পটিয়ার বাথুয়া উচ্চ বিদ্যালয়ে।  এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে  পটিয়া থানায় ৫ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, বাথুয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির বর্তমান সভাপতি স্কুলের প্রতিষ্ঠাতার পুত্র মোজাহেরুল আলম চৌধুরী। উক্ত সভাপতিকে স্কুল থেকে সরানোর চেষ্টা করা হলে ২০১৯ সালে হাইকোর্টে তিনি রিট পিটেশন দায়ের করলে হাইকোর্ট তাকে সভাপতির দায়িত্ব পালনের জন্য আদেশ দেন। উচ্চ আদালতের আদেশকে ডিঙ্গিয়ে স্থানীয় শাহনেওয়াজ চৌধুরী নামের এক ব্যক্তিকে পরিচালনা কমিটির সদস্য মনোনীত করতে চাইলে আদালতের আদেশকে উপেক্ষা করে প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ্্জাহান কোন অগ্রায়ন পত্র দেননি। এই নিয়ে উক্ত প্রধান শিক্ষকের সাথে স্থানীয় খোরশেদ আলম চৌধুরীসহ শাহনেওয়াজ চৌধুরীর অনুসারীর লোকজন প্রধান শিক্ষকের সাথে ষড়যন্ত্র করে আসছে। এর ধারাবাহিকতায়  গত ২৯ জানুয়ারি শাহনেওয়াজ চৌধুরীর অনুসারীরা স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ করে তার হাত, পা বাঁধার চেষ্টা করে। প্রধান শিক্ষকের কক্ষ থেকে টানা হেঁছড়া করে তাকে বের করে দিয়ে অফিসের চেয়ার, টেবিল, আসবাবপত্র ও জরুরী স্কুলের কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। এতে প্রধান শিক্ষক পালিয়ে গিয়ে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ও পরে পটিয়া থানায় ওসির কাছে গিয়ে ঘটনাটি অবহিত করে এবং একটি অভিযোগ দায়ের করে। প্রধান শিক্ষক মো. শাহজাহান জানান, বিএনপি’র নেতা কর্মী পরিচয়ে কতিপয় সন্ত্রাসী তাকে জোরপূর্বক এডহক কমিটি করার জন্য বাধ্য করে। এতে সে রাজী না হলে তাকে রশি দিয়ে বেঁধে  হেনস্থা করার চেষ্টা করে। বর্তমানে সে ভীতিকর অবস্থার মধ্যে রয়েছে। এ ব্যাপারে বাথুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাজাহান সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ