ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকারি বরাদ্দ গিলে খেয়েছেন প্রধান শিক্ষক ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় জাগরণ চান বিশিষ্টজনরা বিমান কর্মচারী ফয়েজ চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঢাকা-১৬ আসনে নতুন ৪ ওয়ার্ড সংযুক্তির আবেদন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর গ্রেফতার গাইবান্ধায় রাতের আঁধারে দুর্গা প্রতিমায় আগুন ভাইরাল বাবার ভালোবাসায় কাঁদছে-হাসছে অনেকে রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় দু’জন আহত জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়কÑ রিজভী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া ছেলেকে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব নিজের অভিনীত সিনেমা দেখে আবেগে কেঁদে দিলেন ‘দ্য রক’

পটিয়া ‘ভয়ে কাতুরে’ বাথুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:১১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:১১:৩৯ পূর্বাহ্ন
পটিয়া ‘ভয়ে কাতুরে’ বাথুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
স্থানীয় কতিপয় ব্যক্তির পছন্দমত পটিয়ার আশিয়া ইউনিয়ন বাথুয়া হাই স্কুল  পরিচালনা কমিটির সভাপতি করতে না পারায় প্রধান শিক্ষককে হত্যার হুমকি দিয়েছে কতিপয় সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে পটিয়ার বাথুয়া উচ্চ বিদ্যালয়ে।  এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে  পটিয়া থানায় ৫ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, বাথুয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির বর্তমান সভাপতি স্কুলের প্রতিষ্ঠাতার পুত্র মোজাহেরুল আলম চৌধুরী। উক্ত সভাপতিকে স্কুল থেকে সরানোর চেষ্টা করা হলে ২০১৯ সালে হাইকোর্টে তিনি রিট পিটেশন দায়ের করলে হাইকোর্ট তাকে সভাপতির দায়িত্ব পালনের জন্য আদেশ দেন। উচ্চ আদালতের আদেশকে ডিঙ্গিয়ে স্থানীয় শাহনেওয়াজ চৌধুরী নামের এক ব্যক্তিকে পরিচালনা কমিটির সদস্য মনোনীত করতে চাইলে আদালতের আদেশকে উপেক্ষা করে প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ্্জাহান কোন অগ্রায়ন পত্র দেননি। এই নিয়ে উক্ত প্রধান শিক্ষকের সাথে স্থানীয় খোরশেদ আলম চৌধুরীসহ শাহনেওয়াজ চৌধুরীর অনুসারীর লোকজন প্রধান শিক্ষকের সাথে ষড়যন্ত্র করে আসছে। এর ধারাবাহিকতায়  গত ২৯ জানুয়ারি শাহনেওয়াজ চৌধুরীর অনুসারীরা স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ করে তার হাত, পা বাঁধার চেষ্টা করে। প্রধান শিক্ষকের কক্ষ থেকে টানা হেঁছড়া করে তাকে বের করে দিয়ে অফিসের চেয়ার, টেবিল, আসবাবপত্র ও জরুরী স্কুলের কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। এতে প্রধান শিক্ষক পালিয়ে গিয়ে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ও পরে পটিয়া থানায় ওসির কাছে গিয়ে ঘটনাটি অবহিত করে এবং একটি অভিযোগ দায়ের করে। প্রধান শিক্ষক মো. শাহজাহান জানান, বিএনপি’র নেতা কর্মী পরিচয়ে কতিপয় সন্ত্রাসী তাকে জোরপূর্বক এডহক কমিটি করার জন্য বাধ্য করে। এতে সে রাজী না হলে তাকে রশি দিয়ে বেঁধে  হেনস্থা করার চেষ্টা করে। বর্তমানে সে ভীতিকর অবস্থার মধ্যে রয়েছে। এ ব্যাপারে বাথুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাজাহান সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ