ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন-রিজভী লালমনিরহাটে বিয়ে করে ফেরার পথে বরের মৃত্যু পুঁজি রক্ষার আন্দোলনে বিনিয়োগকারীরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমাতে, একীভূতকরণে নজর দেয়ার সুপারিশ বিদেশি বিনিয়োগ কমেছে আরও কমার আশঙ্কা বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক সহকারী নিহত জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে দুই উপদেষ্টা রমজান মাসে গ্যাস বিদ্যুতের বড় সংকটের শঙ্কা বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে-নাহিদ ইসলাম লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে তিতুমীরের শিক্ষার্থীরা-স্বরাষ্ট্র উপদেষ্টা

পটিয়া ‘ভয়ে কাতুরে’ বাথুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:১১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:১১:৩৯ পূর্বাহ্ন
পটিয়া ‘ভয়ে কাতুরে’ বাথুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
স্থানীয় কতিপয় ব্যক্তির পছন্দমত পটিয়ার আশিয়া ইউনিয়ন বাথুয়া হাই স্কুল  পরিচালনা কমিটির সভাপতি করতে না পারায় প্রধান শিক্ষককে হত্যার হুমকি দিয়েছে কতিপয় সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে পটিয়ার বাথুয়া উচ্চ বিদ্যালয়ে।  এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে  পটিয়া থানায় ৫ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, বাথুয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির বর্তমান সভাপতি স্কুলের প্রতিষ্ঠাতার পুত্র মোজাহেরুল আলম চৌধুরী। উক্ত সভাপতিকে স্কুল থেকে সরানোর চেষ্টা করা হলে ২০১৯ সালে হাইকোর্টে তিনি রিট পিটেশন দায়ের করলে হাইকোর্ট তাকে সভাপতির দায়িত্ব পালনের জন্য আদেশ দেন। উচ্চ আদালতের আদেশকে ডিঙ্গিয়ে স্থানীয় শাহনেওয়াজ চৌধুরী নামের এক ব্যক্তিকে পরিচালনা কমিটির সদস্য মনোনীত করতে চাইলে আদালতের আদেশকে উপেক্ষা করে প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ্্জাহান কোন অগ্রায়ন পত্র দেননি। এই নিয়ে উক্ত প্রধান শিক্ষকের সাথে স্থানীয় খোরশেদ আলম চৌধুরীসহ শাহনেওয়াজ চৌধুরীর অনুসারীর লোকজন প্রধান শিক্ষকের সাথে ষড়যন্ত্র করে আসছে। এর ধারাবাহিকতায়  গত ২৯ জানুয়ারি শাহনেওয়াজ চৌধুরীর অনুসারীরা স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ করে তার হাত, পা বাঁধার চেষ্টা করে। প্রধান শিক্ষকের কক্ষ থেকে টানা হেঁছড়া করে তাকে বের করে দিয়ে অফিসের চেয়ার, টেবিল, আসবাবপত্র ও জরুরী স্কুলের কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। এতে প্রধান শিক্ষক পালিয়ে গিয়ে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ও পরে পটিয়া থানায় ওসির কাছে গিয়ে ঘটনাটি অবহিত করে এবং একটি অভিযোগ দায়ের করে। প্রধান শিক্ষক মো. শাহজাহান জানান, বিএনপি’র নেতা কর্মী পরিচয়ে কতিপয় সন্ত্রাসী তাকে জোরপূর্বক এডহক কমিটি করার জন্য বাধ্য করে। এতে সে রাজী না হলে তাকে রশি দিয়ে বেঁধে  হেনস্থা করার চেষ্টা করে। বর্তমানে সে ভীতিকর অবস্থার মধ্যে রয়েছে। এ ব্যাপারে বাথুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাজাহান সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য