ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের

প্রাইভেট না পড়ায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:০৮:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:০৮:২৩ পূর্বাহ্ন
প্রাইভেট না পড়ায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবুল আক্তারের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর ও অকথ্য ভাষায় গালি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। একাধিক শিক্ষার্থী জানায়, বাবুল আক্তার তার কাছে ছাত্রদের প্রাইভেট পড়ার জন্য বিভিন্ন সময় চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির প্রভাতী শাখার ছাত্র মো. রয়েলকে মারধর করে ও তাকে অকথ্য ভাষায় গালি দেয়া হয়। গত ৩০ জানুয়ারি এ ঘটনা ঘটে। ওই দিনই এ বিষয়ে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে অষ্টম শ্রেণির প্রভাতী শাখার শিক্ষার্থীরা। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র সাকলাইন সাকি বলেন, ‘আমার সহপাঠি বন্ধু রয়েলকে শিক্ষক বাবুল আক্তার বেধড়ক মারধর করেন। হাত লাড়াতে পারছে না। পরে সকল ছাত্রদেরকে উদ্দেশ্য করে গালি দিয়ে বলেন, তোরা সবাই জানোয়ার, তোদের মা ও বাবা সবাই জানোয়ার। তোদের পারিবারিক শিক্ষা নাই। তোদের আমি টিসিই দিতাম। মুলত তার কাছে প্রাইভেট পড়ানোর জন্য বিভিন্ন সময় আমাদের চাপ প্রয়োগ করে আসছে। এতে রাজি না হওয়ায় তিনি মারধর ও অকথ্য ভাষায় গালি দিচ্ছে। আমরা সকলে চাই এই শিক্ষক অন্য শিপটে চলে যাক। আমাদের ক্লাসে আর তাকে চাই না।’ তবে এ ব্যাপারে শিক্ষক বাবুল আক্তারের ব্যবহৃত মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল দৈনিক জনতাকে বলেন, শিক্ষক বাবুল আক্তারের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরে তাকে অষ্টম শ্রেণির প্রভাতী শাখায় ক্লাস নেয়া থেকে বিরত রাখা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য