ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে গ্রেফতার ১১ গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ভূমিদস্যু ও জালিয়াতি সম্রাট আসলামের অবৈধ কর্মকাণ্ডে গোপন তদন্ত শুরু ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি প্রধান আসামির মৃত্যুদণ্ড সহযোগীর পাঁচ বছর কারাদণ্ড জটিল রোগে ৩ লাখ টাকা পাবেন সরকারি কর্মচারীরা আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালের বিচার শুরু

প্রাইভেট না পড়ায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:০৮:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:০৮:২৩ পূর্বাহ্ন
প্রাইভেট না পড়ায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবুল আক্তারের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর ও অকথ্য ভাষায় গালি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। একাধিক শিক্ষার্থী জানায়, বাবুল আক্তার তার কাছে ছাত্রদের প্রাইভেট পড়ার জন্য বিভিন্ন সময় চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির প্রভাতী শাখার ছাত্র মো. রয়েলকে মারধর করে ও তাকে অকথ্য ভাষায় গালি দেয়া হয়। গত ৩০ জানুয়ারি এ ঘটনা ঘটে। ওই দিনই এ বিষয়ে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে অষ্টম শ্রেণির প্রভাতী শাখার শিক্ষার্থীরা। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র সাকলাইন সাকি বলেন, ‘আমার সহপাঠি বন্ধু রয়েলকে শিক্ষক বাবুল আক্তার বেধড়ক মারধর করেন। হাত লাড়াতে পারছে না। পরে সকল ছাত্রদেরকে উদ্দেশ্য করে গালি দিয়ে বলেন, তোরা সবাই জানোয়ার, তোদের মা ও বাবা সবাই জানোয়ার। তোদের পারিবারিক শিক্ষা নাই। তোদের আমি টিসিই দিতাম। মুলত তার কাছে প্রাইভেট পড়ানোর জন্য বিভিন্ন সময় আমাদের চাপ প্রয়োগ করে আসছে। এতে রাজি না হওয়ায় তিনি মারধর ও অকথ্য ভাষায় গালি দিচ্ছে। আমরা সকলে চাই এই শিক্ষক অন্য শিপটে চলে যাক। আমাদের ক্লাসে আর তাকে চাই না।’ তবে এ ব্যাপারে শিক্ষক বাবুল আক্তারের ব্যবহৃত মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল দৈনিক জনতাকে বলেন, শিক্ষক বাবুল আক্তারের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরে তাকে অষ্টম শ্রেণির প্রভাতী শাখায় ক্লাস নেয়া থেকে বিরত রাখা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য