ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট
২ জন কারাগারে

সমন্বয়ক আখ্যা দিয়ে শিক্ষার্থীদের মারপিট

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ০২:২৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ০২:২৭:৪৫ অপরাহ্ন
সমন্বয়ক আখ্যা দিয়ে শিক্ষার্থীদের মারপিট
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে সমন্বয়ক আখ্যা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রাবর সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। হামলায় আহত এক শিক্ষার্থী তিন জনের নাম উল্লেখ এবং ২০ জনকে অজ্ঞাত আসামি করে ২৩ জনের বিরুদ্ধে গত শুক্রাবর বিকালে মামলাটি করেন। এর আগে বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জে সমন্বয়ক আখ্যা দিয়ে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থী আহত হন। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ শহরের নতুন স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ছাত্র আন্দোলনের সমন্বয়ক আখ্যা দিয়ে প্রথমে এক শিক্ষার্থীকে মারধর করা হয়। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এ সময় আট শিক্ষার্থী আহত হন। হামলায় আহত শিক্ষার্থীরা হলেন সেলিম রেজা, মাহাদি হাসান, তাহমিদ, ইয়াজদানি আলী, মুয়াজ বিল্লাহ, ইমরান, আব্দুল্লাহ আল খালিদ ও আসাদুল্লাহ গালিব। এ ঘটনায় আহত বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থী সেলিম রেজা বাদী হয়ে মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান। ওসি বলেন, ঘটনার সঙ্গে জড়িত শহরের ব্যাংকপাড়ার ইফতি মাহমুদ ও তার বাবা কবির মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে দুজনকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এই হামলায় জড়িতদের বিচারের দাবিতে বৃহস্পতিবার রাতেই বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী গোপালগঞ্জ সদর থানায় এসে জড়ো হন। এ সময় তারা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সদস্যরা থানায় এসে দোষীদের বিচারের আশ্বাস দিলে রাত ১টার দিকে শিক্ষার্থীরা থানা ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান। মারাত্মক আহত ৫ শিক্ষার্থীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ