ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফের রাজনীতিতে বাড়ছে উত্তাপ হলে রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহার চায় বাম ছাত্রসংগঠনগুলো পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার ‘বাঘ’ আসতে বাধা কোথায় ১২৩ সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা চবিতে সংঘর্ষে আহত দেড় শতাধিক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি ঢাবি শিক্ষক কার্জনসহ ২ জনের জামিন মেলেনি ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট, শুনানি আগামীকাল নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২ প্রথম রোবটিক রিহ্যাব সেন্টার চালু মোংলা-খুলনা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৪ হাসপাতালে ভর্তি ৫৬৮ হত্যা-চাঁদাবাজির বিরুদ্ধে রাস্তায় নামছে সাধারণ মানুষ আওয়ামী লীগ আমলেও এমন হামলা হয়নি, এর দায় সরকারকে নিতে হবে- উপদেষ্টা আসিফ মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস রেকর্ড ভেঙে পুঁজিবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন গাইবান্ধায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ পুলিশ-সাংবাদিকসহ আহত অন্তত ১০ লাগাম ছিঁড়েছে হত্যা-চাঁদাবাজি রাস্তায় নামছে সাধারণ মানুষ র‌্যাবের ডিজি ও এসবি প্রধানের চাকরির মেয়াদ বাড়ল

জনবল সংকটে সংকটাপন্ন প্রাথমিক শিক্ষাব্যবস্থা

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ০১:৪৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ০১:৪৩:০২ অপরাহ্ন
জনবল সংকটে সংকটাপন্ন প্রাথমিক শিক্ষাব্যবস্থা
বরিশাল প্রতিনিধি জনবলসহ নানা সংকটে সংকটাপন্ন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। বরিশালের ৬ হাজার ২৪২টি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ১৭শ’ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানশিক্ষকের পদ খালি রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩ হাজার ৪১৯ জন সহকারী শিক্ষকের প্রায় ২২শ’ পদ শুন্য। এছাড়াও প্রায় চার হাজার শিক্ষক ঘাটতি নিয়ে বরিশাল অঞ্চলের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অনেকটাই ধুকছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তারা জানিয়েছেন, সবাই শহরে থেকে চাকরি করতে চায়। আর এজন্য অনেক উপর মহল থেকেও তদ্বির করা হয়। যার কারণে কর্মকর্তাদের তেমন কিছু করার থাকেনা। ফলে শহরের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট না থাকলেও গ্রামের অবস্থা খুবই খারাপ। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ছয়জন সহকারী শিক্ষকের স্থলে রয়েছেন মাত্র দুইজন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসনিক পর্যায়েও জনবল সংকট রয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ২১৫টি পদের বিপরীতে কাজ করছেন ১৬৪ জন। উপজেলা পর্যায়ে ১০৭টি পদে কোন জনবল নেই। এমনকি জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের ৫১৫টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২৪৩ জন। সচেতন অভিভাবকদের দাবি, জনবল সংকটসহ অবকাঠামোগত দুর্বলতায় বরিশাল অঞ্চলের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ইতোমধ্যে অনেকটা ভেঙ্গে পরেছে। সূত্রগুলো আরও জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষনেও জনবল সংকট রয়েছে। ফলে শিক্ষকদের প্রশিক্ষনের বিষয়টিও ক্রমশ দুর্বল হচ্ছে। ছয়টি পিটিআইতে বিভিন্ন ধরনের ২০৪টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৯২ জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের অনেক কর্মককর্তা ও কর্মচারী আগামী ছয় মাসের মধ্যে অবসরে যাবেন। এতে করে সংকট আরো বাড়বে। বরিশাল অঞ্চলের পিটিআইগুলোর ইনস্ট্রাক্টরের ৯৫টি পদের ৪৫টি পদে কোন জনবল নেই। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ঘাটতি পূরণ জটিল বিষয় হয়ে উঠেছে। কিছু কিছু পদে নতুন জনবল নিয়োগের বিষয়টি আটকে আছে আইনগত জটিলতায়। তবে মন্ত্রণালয় ও অধিদপ্তর এ বিষয়ে সার্বক্ষনিকভাবে চেষ্টা অব্যাহত রেখেছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য