অগ্নি দগ্ধে ছাত্রীর মৃত্যু আট শিক্ষক বরখাস্ত
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ার ৪১ নং তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী সামিয়া রহমান অগ্নি দগ্ধে মারা যাওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলায় ওই বিদ্যালয়ের ১০ শিক্ষকের মধ্যে ০৮ জন শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অগ্নি দগ্ধের ঘটনার তদন্ত শেষে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াছমিন গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাহিদা আক্তার, ফারুক হোসেন, জসিম উদ্দিন, রোকেয়া আক্তার, সুমি আক্তার, কাজী সাকিল, ফয়জুন্নেছা ও ফাতেমা আক্তারকে সাময়িক বরখাস্ত করেন। তবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক হাসান ওই শিশুকে বাঁচাতে গিয়ে অগ্নি দগ্ধ হওয়ায় ও সহকারি শিক্ষিকা হাফসা আক্তার শান্ত ওই দিন ছুটিতে থাকায় তাদের দু’জনকে বরখাস্ত করা হয়নি বলে উপজেলা শিক্ষা অফিসার পারভীন সুলতানা আমাদের এই প্রতিনিধিকে জানান। এ ব্যাপারে দৈনিক সংবাদের সাতের পাতায় গত ২৯ জানুয়ারি বুধবার বিদ্যালয় মাঠে আগুনে পুড়ে ছাত্রীর মৃত্যুর শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ