ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি নাÑ মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ শুক্রবার সকালেও মেট্রোরেল চালুর পরিকল্পনা থানা স্থানান্তরের দাবিতে সড়ক অবরোধ, যানজট তিতাসের অভিযানে ৮শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আড়ালে সবাই আওয়ামী লীগকে কাছে চায় : নুর শেরপুরে গরু চোর সন্দেহে দু’জনকে পিটিয়ে হত্যা লক্ষ্মীপুর ও রাঙামাটিতে ২ লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২ গণতান্ত্রিক সরকার নেই বলেই বিনিয়োগ হচ্ছে নাÑ রিজভী ঢাকায় চলবে গোলাপি বাস, চড়তে লাগবে টিকেট ফেনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যুবক নিহত সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১৯ জনের মৃত্যু মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ শ্রীপুরে ঘুষ গ্রহণের অভিযোগে থানার এএসআই ক্লোজড সাঘাটার ভূমিদস্যু সুইট ও সহযোগীদের শাস্তির দাবি

পুঁজিবাজারে মূলধন বাড়লো ৪২৩৮ কোটি টাকা

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ০১:৩৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ০১:৩৩:১৩ অপরাহ্ন
পুঁজিবাজারে মূলধন বাড়লো ৪২৩৮ কোটি টাকা
অর্থনৈতিক রিপোর্টার সূচকের পতনের মধ্যদিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। তবুও সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ২৩৮ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ০.৬৪ শতাংশ বা ৪ হাজার ২৩৮ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৮২৫ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৬০ হাজার ৫৮৭ কোটি টাকা। তবে চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৫৩.৬৩ পয়েন্ট বা ১.০৪ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৯.১৯ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ২৭.৮৭ পয়েন্ট বা ২.৪০ শতাংশ। সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৯৪ কোটি ৯৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৬৩ কোটি ৩৬ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৩৬৮ কোটি ৪৩ লাখ টাকা। এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৭৩ কোটি ৬৯ লাখ টাকা বা ১৭.৮৬ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৯৮ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪১২ কোটি ৬৭ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৮টি কোম্পানির, কমেছে ২৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে, সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.০৭ শতাংশ ও ১.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪২৯৪.০৭ পয়েন্টে ও ৮৭০০.৯৭ পয়েন্টে। এছাড়া, সিএসই-৫০ সূচক ০.৯৯ শতাংশ ও সিএসই-৩০ সূচক ০.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৯৬.৭২ পয়েন্টে ও ১১৮৬৮.১৯ পয়েন্টে। আর সিএসআই সূচক কমেছে ১.৭৬ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৯২৩.০৩ পয়েন্টে। চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৭১ কোটি ৯৮ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ২১ কোটি ৫২ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ৫০ কোটি ৪৬ লাখ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির কোম্পানির শেয়ার দর।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য