ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১৯ জনের মৃত্যু মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ শ্রীপুরে ঘুষ গ্রহণের অভিযোগে থানার এএসআই ক্লোজড সাঘাটার ভূমিদস্যু সুইট ও সহযোগীদের শাস্তির দাবি ফুলবাড়ীতে প্রতিপক্ষের গাড়ি ভাঙচুর ও মারপিট ৩১ শয্যার হাসপাতালে ২২ পদ শূন্য, ব্যাহত স্বাস্থ্যসেবা ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেননি ডিসি আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা বান্দরবানে হত্যা মামলা তুলে নিতে হুমকি আমতলীতে ৫০ শয্যা হাসপাতালে ২২জন স্টাফদের মধ্যে১৬ জনের শুন্যপদ থাকায় চিকিৎসাসেবা ঝুঁকে পরছে হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি

অবহেলার অভিযোগ এনে সংবাদ প্রচার চিকিৎসকের বিরুদ্ধে

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ০১:৩০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ০১:৩০:১৫ অপরাহ্ন
অবহেলার অভিযোগ এনে সংবাদ প্রচার চিকিৎসকের বিরুদ্ধে
শরীয়তপুর প্রতিনিধি হার্ট অ্যাটাকের রোগী স্কেন্দার চৌকিদার (৭০) স্যার সলিমুল্ল্যাহ মেডিকেল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে অথচ অবহেলার অভিযোগ এনে কিছু অনলাইন মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার করলেন শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ডাক্তার এফসিপিএস কাজী মোহাম্মদ ইলিয়াসের বিরুদ্ধে। শরীয়তপুর জেলার কতিপয় কিছু সাংবাদিক। শরীয়তপুর সদর হাসপাতালের আরএমও ডাক্তার আকরাম এলাহী দৈনিক জাতানকে বলেন, গত ২৮ জানুয়ারি সকাল সাড়ে দশটার দিকে ৭০ বছরের বৃদ্ধ এস্কান্দার চৌকিদার বুকে প্রচণ্ড ব্যাথা নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার কাজী মোহাম্মদ ইলিয়াস রোগীর অবস্থা দেখে বুঝতে পেরেছিলেন ওই রোগীর হার্ট অ্যাটাক হয়েছে। প্রাথমিক পর্যায় ওই রোগীকে সর্বোচ্চ ভালো চিকিৎসা দিয়েছে আমি ওই রোগীর ভর্তির ফাইল দেখেছি।এবং ডাক্তার সদর হাসপাতাল থেকেই সরকারিভাবে ইসিজি করিয়েছে।ইসিজির রিপোর্টের অবস্থা ভালো না দেখে ডাক্তার ইলিয়াস তখন রোগীর কর্তৃপক্ষকে ভালো একটা ক্লিনিক থেকে এস ট্রোপনিন হার্টের পরীক্ষা করতে বলেন। কিন্তু রোগীর লোকজন শরীয়তপুর সদরের অত্যন্ত নিম্নমানের মর্ডান ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষাটা করেন। ডাক্তারের ধারণা ছিল ওই রোগীর ম্যাসিব হার্ট অ্যাটাক হয়েছে তারপরও নিশ্চিত হওয়ার জন্য হার্টের কোয়ান্টিটিব মানের পরীক্ষার করতে বলেন। কিন্তু রোগীর লোকজন হার্টের কোয়ালিটি মানের পরীক্ষা করেন।ওই রিপোর্টটা পুনরায় ভালো ক্লিনিক থেকে পরীক্ষা করতে বলার কারণে রোগীর লোকজন এবং মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিকপক্ষ ডাক্তার ইলিয়াসের সাথে ভুল বোঝাবুঝি হয়। ডাক্তার, রোগীর ভুল বুঝাবুঝি সমাধান করার জন্য আমি দায়িত্ব নিয়ে সদর হাসপাতালে তিন তলা ভবনে নার্স স্টাফদের কক্ষে বসে শরীয়তপুর সদরের সিনিয়র এবং নবীন সাংবাদিক সাথে নিয়ে,এবং ডাক্তার ও মডার্ন ডায়গনস্টিক সেন্টারের মালিকপক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করি।পরবর্তীতে আমি জানতে পেয়েছি, ঐদিন বিকেল বেলা সদর হাসপাতালে কর্তব্যরত মহিলা ডাক্তার রোগীর অবস্থা দেখে রোগীর ভালো হওয়া এবং ভালো চিকিৎসার জন্য ঢাকায় পৌঁছান। গত ৩১ জানুয়ারি সন্ধ্যার পরে সংবাদ প্রচারের মাধ্যমে আমি জানতে পেরেছি বয়স্ক রোগীটা ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অথচ ডাক্তার কাজী মোহাম্মদ ইলিয়াসের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জেরে সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে এবং সম্মানহানি করার জন্য অবহেলার অভিযোগ এনে জেলার কতিপয় কিছু সাংবাদিক অনলাইন মিডিয়ায় মিথ্যে সংবাদ প্রচার করেন। ঢাকা মিটফোর্ড হাসপাতালে হার্ট অ্যাটাকের রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রোগীকে শরীয়তপুর সদর হাসপাতালে সর্বোচ্চ ভালো চিকিৎসা দিয়েছে।যার প্রমাণ ওই রোগীর ভর্তির ফাইলে আছে।কতিপয় সাংবাদিকদের চাঁদা দাবি পূরণ না করায় ডাক্তার ইলিয়াস এর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য