ঢাকা , শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের শেখ হাসিনাসহ ৩ জনের আনুষ্ঠানিক বিচার শুরু শব্দ সন্ত্রাসের শিকার হচ্ছে সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার কার্যক্রমের অনুমোদন পেল ইসি বাংলাদেশে বিনিয়োগে অনেক চ্যালেঞ্জ রয়েছে-চীনা রাষ্ট্রদূত ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান দেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়লেও কমানো হয়েছে বরাদ্দ আমতলিতে মির্জাগঞ্জ দরবার শরীফের দান বাক্সের টাকা চুরি ডুবে গেছে উপকূলীয় অঞ্চল এস আলমের ১১৩ কোটি টাকা ফ্রিজ আরও ৭ জনের করোনা শনাক্ত গণহত্যায় দায়ী সবার বিচার করতেই হবে-সোহেল তাজ দুদকের সেই শরীফকে চাকরি ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ এলজিইডির ২৫৭ প্রকৌশলীর নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম শুরু হচ্ছে দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের পাইলট প্রকল্প পুলিশের পাঁচ অতিরিক্ত ডিআইজিসহ ১৬ কর্মকর্তাকে বদলি কয়রার পর্যটন কেন্দ্র অর্থনীতিতে অবদান রাখবে -জেলা প্রশাসক খুলনা কুমিল্লায় ৩ হত্যা ৮ আসামির তিনদিনের রিমান্ড সিলেটে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধের আদেশ মানছে না প্রশাসন ছেলেকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে দুই বাসের চাপায় প্রাণ গেলো বাবার

পানি সংকটে বোরো চারা রোপণ করতে পারছেন না কৃষক

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ১০:১১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ১০:১১:৫৪ পূর্বাহ্ন
পানি সংকটে বোরো চারা রোপণ করতে পারছেন না কৃষক
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের হাইমচরে জমি প্রস্তুত করেও পানি সংকটে বোরোধান রোপণ করতে পারছে না কৃষক। আর এভাবে চলতে থাকলে, বীজতলায় ধানের চারা বেশি দিন রাখলে ভালো উৎপাদন না হওয়ার আশঙ্কায় চাষিরা। গত সোমবার সকালে হাইমচরে চরভাঙ্গা, গন্ডামারা, কমলাপুর, ছোট লক্ষীপুরসহ মেঘনা নদীর পূর্ব অঞ্চল সরেজমিনে ঘুরলে চাষীরা তাদের এ হতাশার কথা জানায়। দেখা যায়, চাষিরা জমি প্রস্তুত করেও পানি সংকটে বোরোধান রোপন করতে পারছে না। তাই বীজতলায় ধানের চারা বেশি দিন রাখা ঠেকাতে ভালো উৎপাদনের আশায় দ্রুত পানির প্রয়োজন জানিয়েছেন ভুক্তভোগী চাষিরা। জানা যায়, হাইমচরে খাল সংস্কার না হওয়ায় বর্ষা আসলে পানি প্রতিবন্ধকতায় ফসলের জমিসহ বাড়ি ঘর পানিতেলে ডুবে যায়। গেলো বর্ষাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এখানকার সাধারণ চাষীরা। তাই পানি উন্নয়ন বোর্ড হাইমচরে দুটি খাল বিপি-৫, ডব্লিউ আই সি পুন. খননের কাজ শুরু করে। চরভাঙ্গার মহসিন, নাইমুল, ফারুকসহ আরো অনেকে বলেন, জমি প্রস্তুত করেও পানির অভাবে বোরোধান রোপণ করতে পারছি না। বীজতলার সময় বেড়ে যাওয়ার সাথে সাথে ধান চাষে উৎপাদন কমে যাবে। বহু দিন ধরে খাল পুন. খনন করার কাজ চলমান রয়েছে। কবে তা শেষ হবে আর খালে পানি আসবে তাই নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। বর্ষায় পানি বেশি থাকায় কোন ফসল আমরা উৎপাদন করতে পারিনি। এখন ঠিক মতো পানি না পেলে এবারও ফসল ফলাতে না পারলে আমাদের না খেয়ে থাকতে হবে। তাহার আরো বলেন, দু একজন চাষী পুকুর, ডোবা থেকে পানি দিয়ে চাষাবাদ শুরু করলেও এখনো পরিপূর্ণ পানি না থাকায় সব শুকিয়ে মাঠ ফেটে ধানের চারাগাছ জ্বলে যাচ্ছে। হাইমচর উপজেলার দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ হাসান গাজী বলেন, আমরা দুটি খাল পুন. খননের কাজ করছি। এরমধ্যে উত্তরে বি পি-৫, কমলাপুর থেকে মহজমপুর ব্রিজ পর্যন্ত ৩ কি. মি. ১৮৫ মিটার। দক্ষিণে ডব্লিউ আই সি টেক কান্দি থেকে সাবু মাষ্টারের মোড় পর্যন্ত ২ কি.মি. ৫০ মিটার। খনন কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি অল্প কয়েকদিনের মধ্যেই খাল পুন. খনন সম্পন্ন করে পানি সরবরাহ করতে পারবো। হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার বলেন, প্রতিবছর বোরো মৌসুমে ধান চাষ করতে পানির প্রয়োজন হয়। আমরা ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ডকে পানি সরবরাহ করার জন্য চিঠি দিয়েছি। তবে পানি উন্নয়ন বোর্ড খাল পূন. সংস্কার কাজ করায় পানি সরবরাহে বিলম্ব হচ্ছে। তিনি বলেন, বোরোধান চাষিরা যদি সময় মতো পানি না পায় তাহলে ধান চাষে অনেকটা বিঘ্নতা হবে। তাই আমরা বারবার পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে যাচ্ছি। দ্রুত যেন পানি সরবরাহ করা হয়। হাইমচরে বোরোধান চাষ করা হয় ৬৯০ হেক্টর জমিতে। ফসল ঠিক মতো ঘরে তোলা গেলে ২৯৭৮ মে. টন ধান উৎপাদন হবে। ইতিমধ্যেই ১৬০০ জন কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ১০ কেজি এমওপি সার দিয়েছি। এখানে ৪২০০ জন কৃষক বোরোধান চাষের সাথে সম্পৃক্ত রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের

বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের