রাজধানীতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর প্লান পাশ না করেই নির্মাণ হচ্ছে ২৮ কাঠা জমির উপর ২০ তলা শপিং সেন্টার। এবিষয়ে রাজউকের পক্ষ থেকে জোন ৭/১ এর অথরাইজ অফিসার ঐ নির্মাণাধীন ভবনের মালিককে চূড়ান্ত নোটিশ করে বৈধ প্লানসহ প্রয়োজনীয় কাগজপত্রের আহ্বান করেও সারা পাননি।
অভিযোগে জানাগেছে,রাজধানীর কদমতলী থানার দনিয়া মৌজার মেরাজনগর এ ব্লকে সাফা মারওয়া ০১’ নামের মালিক জসিম সরদার এই ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। অভিযোগে আরো জানাগেছে, রাজউকের পক্ষ থেকে বারবার নোটিশ করা হলেও ভবন নির্মাণ কাজ বন্ধ না করে ইতিমধ্যে ২০ তলা ভবনের সাইনবোর্ড ঝুলিয়ে ৫ তলার ছাদ নির্মাণ কাজ সম্পন্ন করেছে।
স্থানীয়দের অভিযোগ বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে স্থানীয় যুবলীগের প্রভাবশালী একটি গ্রুপ জমিতে বসবাস করা ৬টি পরিবারকে উচ্ছেদ করে জায়গা খালি করে ভবন নির্মাণের কাজ শুরু করে। এবিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে কদমতলী থানায় অভিযোগ করেও প্রতিকার পাওয়া না গেলেও উল্টো বিপাকে পড়তে হয়েছে।
এবিষয়ে রাজউকের দায়িত্বপ্রাপ্ত জোন ৭/১ এর অথরাইজ অফিসার শেখ মোহাম্মদ এহসানুল ইমাম জানিয়েছেন, ভবনের মালিক দাবিদার জসিম সরদারকে চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছে। বোর্ড মিটিংয়ের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

২০ তলা শপিং সেন্টার মালিককে খুঁজে পাচ্ছে না রাজউক
- আপলোড সময় : ০১-০২-২০২৫ ০৪:১৩:৪৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-০২-২০২৫ ০৪:১৩:৪৪ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ