ঢাকা , বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফের আইটেম গানে নাচবেন তামান্না সম্মানসূচক পাম ডি’অর পাচ্ছেন রবার্ট ডি নিরো মালাইকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সিআইডিতে আসছে নতুন এসিপি বাংলাদেশে আসছেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ হলে বাড়লো জংলির শো ছেলেকে নিয়ে ছুটি কাটাতে সিঙ্গাপুরে অপু নতুন ছবি নিয়ে পর্দায় আসছেন মোশাররফ করিম সকল শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ মাউশির ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢ়ুকে নারীকে কুপিয়ে হত্যা মোদির মতো নেতাকে ছুড়ে ফেলার বিকল্প নেই -সারজিস আট মাসের শিশুকে অপহরণের পর বিক্রি, ৮ দিন পর যশোর থেকে উদ্ধার ঈদযাত্রার ১১ দিনে সড়কে ঝরল ২৪৯ প্রাণ নওগাঁ বাড়ির ভেতরে মিললো ভাইবোনের মরদেহ পহেলা বৈশাখে পান্তা-ইলিশ নয় জাটকা সংরক্ষণের আহ্বান মৎস্য উপদেষ্টার ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলায় আরসা প্রধানসহ ১০ জন কারাগারে মার্চে ৪৪২ নারী নির্যাতনের শিকার, ধর্ষণ ১৬৩ -মহিলা পরিষদ ১০ এপ্রিলের মধ্যে যোগদানের নির্দেশ প্রধান শিক্ষকদের বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে স্টার্টআপ খাতে ৯০০ কোটি টাকার তহবিল সবার অংশগ্রহণে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা -আলী রীয়াজ

অবৈধভাবে ভবন নির্মাণের প্রতিবাদ করায় মারধর

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ০৪:১০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ০৪:১০:১২ অপরাহ্ন
অবৈধভাবে ভবন নির্মাণের প্রতিবাদ করায় মারধর
রাজধানীর মিরপুরের ঝিলপাড়ার বস্তি এলাকায় অবৈধভাবে একটি ভবন নির্মাণ করা হচ্ছিল। পরে স্থানীয়রা অভিযোগ করলে রাজউক নির্মাণ বন্ধ করতে নোটিশ দেয়। কিন্তু মালিকপক্ষ রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে আবারও নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় লোকজন বাধা দেন। এতে মালিকপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিবেশীদের বেশ কয়েকজনকে মারধর করেছে।
এমন অভিযোগে ভুক্তভোগী জাকির মাহমুদ জাকি মিরপুর মডেল থানায় গতকাল শুক্রবার মামলাটি দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন-গ্রিন স্টোন রিয়াল এস্টেট লিমিটেডের পরিচালক হাবিবুর রহমান বুলবুল, দক্ষিণ পাইকপাড়ার বাসিন্দা মো. রবিউল ইসলাম, নির্মাণাধীন বাসার কেয়ারটেকার মো. রনি, মো. খোকন ও মো. সোহেল।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ রোমন বলেন, মামলাটি দায়ের হয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি এবং আসামি গ্রেফতারের চেষ্টা করছি।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, আসামি হাবিবুর রহমানসহ অন্যরা মিলে মধ্য পীরেরবাগ ঝিলপাড়ার প্লট-৩০৫, ৩০৫/১, ৩০৭, ৩০৭/২/বি এর জায়গায় ভবন নির্মাণ করছিল। নির্মাণাধীন বাসাটি অবৈধভাবে জোরপূর্বক তৈরি করার ফলে আশপাশের ভবন মালিকেরা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছিল।
এতে বলা হয়, যৌক্তিকভাবে ভবন নির্মাণের জন্য প্রস্তাব দিলেও আসামি কারও কথা শোনেনি। পরে এলাকাবাসী রাজউকে অবৈধভাবে ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযোগ দিলে রাজউক কর্মকর্তারা ভবন নির্মাণ স্থগিত করে যান। পরে ভবন নির্মাণের কাজ বন্ধ রাখে। এমন পরিস্থিতিতে গত ২৭ জানুয়ারি রাত ৮টার দিকে আসামিসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনকে নিয়ে রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণাধীন ওই ভবনের ছাদ ঢালাই কাজ শুরু করে। ওই সময় বাদীসহ আশপাশের ভবন মালিকরা বাধা দিলে আসামি হাবিবুর রহমান বুলবুল ও  আসামি রনি অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিক নির্যাতন শুরু করে।
এজাহারে আরও বলা হয়, এসময় বাদীর ঘনিষ্ঠ মো. মোর্শেদ শাহারিয়ার বাবু ও মোর্শেদ শাহরিয়ার এগিয়ে এলে তাদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত ও জখম করে। তাদের হাতে লোহার রড, ধারালো চাকু, রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। বাদীসহ ঘনিষ্ঠরা প্রাণ ভয়ে বাসায় গেলে সেখানেও গিয়ে সিসি ক্যামেরা ও জানালার থাই গ্লাস ভাঙচুর করে ক্ষতিসাধন করে। এ ঘটনায় আহতদের মধ্যে বাদীর ভাই জাহিদ মাহমুদ, তার বন্ধু মোর্শেদ শাহারিয়ার ও প্রতিবেশী এম রাশেদকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স