মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামী লীগের নেতা-সমর্থক পন্থীদের নিরঙ্কুশ বিজয়। ১৫ টি পদের মধ্যে ১৪ টিতে জিতেছে আ’লীগের নেতা-সমর্থক পন্থীরা। মাদারীপুরে উৎসব মুখর পরিবেশ ও কোন ধরনের অভিযোগ ছাড়াই জেলা আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিতি এমদাদুল হক খান নির্বাচনে আওয়ামী লীগ পন্থি আইনজীবিদের সমর্থন নিয়ে ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জেলা বিএনপি’র আহ্বায়ক জাফর আলী মিয়া পেয়েছেন ১০৫ ভোট। এবারের নির্বাচনে আওয়ামী লীগ পন্থি কোন আইনজীবি সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করেননি। এদিকে সাধারণ সম্পাদক পদে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন শাকিল ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রদীপ চন্দ্র সরকার ৪৯ ভোট পেয়েছেন।
গত বৃহস্পতিবার রাত দশ টার দিকে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করা হয়েছে। আইনজীবি সমিতির নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে, সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে আওয়ামী লীগের দুই কর্মী সমর্থক আনোয়ার হোসেন আরমিন পেয়েছেন ১৩০ ভোট ও জালালুর রহমান পেয়েছেন ১৩০ ভোট। দুজনের ভোট সমান হওয়ায় এই পদের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তাদের নিকটতম প্রতিন্দন্দ্বী ২৯ ভোট পেয়েছেন মো. সেলিম মিয়া। সহসভাপতি পদে মাহবুব হাসান সরোজ ১৮৮ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেতা কানাই লাল দাস পেয়েছেন ৫৫ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক-০১ পদে শাকিলা পারভীনের বাক্সে ভোট পড়ে ১৮৭টি, অপরদিকে তার প্রতিন্দন্দ্বী মো. রফিকুল ইসলাম ৯৮ ভোট পেয়ে পরাজিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক-০২ পদে মো. মশিউর রহমান পারভেজ ১৪১ ভোট পেয়ে বিজয়ী। তার নিকটতম প্রতিন্দন্দ্বী ৮৮ ভোট পেয়েছেন মো. মফিজুর রহমান। কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক ১৬২ ভোট পেয়ে বিজয়ী।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
