ঢাকা , রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ , ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ডিসি সম্মেলন শুরু হচ্ছে আজ, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না ন্যূনতম ঐকমত্য তৈরি করে জাতীয় নির্বাচনের প্রত্যাশা বিএনপি’র বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৪০ নিয়ম ভেঙে আগের রূপে গোলাপি বাস বিদেশ থেকে টনকে টন চাল আসলেও প্রভাব নেই দামে জুলাই চার্টারের ওপর নির্ভর করবে আগামী নির্বাচন- প্রেস সচিব শিগগিরই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক-আলী রিয়াজ সরকারের দ্বিতীয় পর্বেও সংঘাতের আশঙ্কা ড. ইউনূসের শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে- প্রধান উপদেষ্টা রাজধানীতে ফের বেপরোয়া কিশোর গ্যাং পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত হলেও মূল্যছাড় দেবে না আদানি বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলনে শুরু প্রাধান্য পাচ্ছে যে বিষয়গুলো অপারেশন ডেভিল হান্টে ষষ্ঠ দিনে গ্রেফতার ৫০৯ বিপুলসংখ্যক কারখানা বন্ধে দিশেহারা হাজার হাজার শ্রমিক পোশাক রপ্তানির বিপুল টাকা বিদেশেই থেকে যাচ্ছে আশুলিয়ায় ১২শ’ পিস ইয়াবা উদ্ধার আটক ৩ ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড রামগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা সরিষার বাম্পার ফলন কৃষক খুশি গাজি কালুর জীবন ও দর্শন নিয়ে শোকমেলা অনুষ্ঠিত

প্রশাসন ম্যানেজ করে বালু উত্তোলন

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ১১:৫৮:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ১১:৫৮:২৭ পূর্বাহ্ন
প্রশাসন ম্যানেজ করে বালু উত্তোলন
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে ঘিওর উপজেলার বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রশাসনকে ম্যানেজ করে বালু খেকোরা ধলেশ্বরী নদীর ভাঙন কবলিত এলাকা থেকে প্রতিনিয়ত ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করছে, যা বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছে। এতে নদী ভাঙনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী ঠাকুর বাড়ির সামনে নাহিদ, ঘিওর ইউনিয়নের কুস্তা এলাকায় সাইফ সানোয়ার, মাইলাগিতে জাসদ নেতা ময়না, এজাজ ও কামরুল, বালিয়াখোরা ইউনিয়নে টিটুসহ কয়েকজন, পেঁচারকান্দায় ইউসুফ, বানিয়াজুরী ইউনিয়নের জাবরা এলাকায় জনি ও সুজন, তরা এলাকায় রাজা ও মিলন এবং বড়টিয়া ইউনিয়নের ফুলহারা ইছামতি নদীতে মিনারের নেতৃত্বে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে।
স্থানীয়রা জানান, বালু উত্তোলনের ফলে ফসলি জমি ও বসতবাড়ি নদী ভাঙনের কবলে পড়ছে। ইতোমধ্যে অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। ড্রেজারের পাশে থাকা এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রশাসনকে ম্যানেজ করেই তারা বালু উত্তোলন করছেন।
এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন বলেন, এরকম কিছু হওয়ার সুযোগ নেই, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। তবে, তারা খবর পেয়ে অনেকে পালিয়ে যায়। অভিযান অব্যাহত থাকবে।
মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা দৈনিক জনতাকে বলেন, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হয়। যদি ইউএনও’র বিরুদ্ধে অর্থ লেনদেনের কোনো অভিযোগ আসে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য