ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মাঠে না গিয়েই চ্যাম্পিয়ন বায়ার্ন লিভারপুল অধ্যায়ের ইতি টানলেন আরনল্ড এমবাপের জোড়া গোলে জয় পেলো রিয়াল এখনই আইপিএল থেকে অবসর নিতে চান না রাসেল প্লে-অফের দোরগোড়ায় পাঞ্জাব কিংস ব্যাটসম্যানের পকেটে থেকে পড়ল স্মার্টফোন! রিশাদের রেকর্ডের দিনে হারের মুখ দেখলো লাহোর বাংলাদেশ ‘এ’র সামনে দাঁড়াতে পারলোনা নিউজিল্যান্ড ‘এ’ সাংবাদিকের সুরক্ষা নিশ্চিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের রাজনীতিকরণের কারণে সাংবাদিকরাই বেশি ক্ষতির মুখে পড়েছেন-তথ্য উপদেষ্টা সুবিধা নেয়া উৎসুকরাই গণমাধ্যম সংস্কারের বিরোধিতা করছেন ১৮০ কোটি টাকা চীনা বিনিয়োগ পেল জিয়নের স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক বাংলাদেশিদের জন্য আমিরাতে ভিসা চালুর বিষয়ে অগ্রগতি রাখাইনে মানবিক করিডর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি-ড. খলিলুর রহমান অনলাইন জুয়া বন্ধে মনিটরিং সেল গঠনের নির্দেশ কেন নয় : হাইকোর্টের রুল দাবি পূরণে কারিগরি শিক্ষকদের ৪ দিনের আল্টিমেটাম ফায়ার সার্ভিস আস্থা ও নির্ভরতার প্রতীক -ডিজি এপ্রিলে নির্যাতনের শিকার ৩৩২ নারী ও কন্যাশিশু জোড়াতালি দিয়ে চলছে বিআরটিএ অস্থিরতায় উদ্বেগ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে

আ’লীগের কর্মসূচি ঘিরে শঙ্কা নেই-ডিএমপি কমিশনার

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ১১:৪১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ১১:৪১:৪৮ পূর্বাহ্ন
আ’লীগের কর্মসূচি ঘিরে শঙ্কা নেই-ডিএমপি কমিশনার
ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। কর্মসূচি ঘিরে কোনো হামলার শঙ্কা আছে কি না, জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন জায়গা থেকে তারা প্রোগ্রাম দিচ্ছে। আমরা প্রতিদিনই সেসব মোকাবিলা করছি। তিনি বলেন, আমরা এরইমধ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তার করেছি। আমরা কোনো আশঙ্কা দেখছি না। সবসময় কাজ করছি। আমরা প্রতিদিন দেখে যাচ্ছি। তারা যদি এরকম কোনো কাজ করে, আমরা ব্যবস্থা নেব। এবারের একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, আমরা প্রতিবারের ন্যায় এবারও কন্ট্রোল রুম স্থাপন করেছি। এখানে সবসময় আমাদের কর্মকর্তারা থাকবেন। সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন রমনা থানার ডিসি। এ ছাড়া র?্যাব, সিটিটিসি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজন সহযোগিতা করবেন। তিনি বলেন, বইমেলা এলাকা সিসিটিভি দিয়ে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনা হয়েছে। সিসিটিভির মাধ্যমে এলাকাটি তদারকি করা হবে। আজ থেকে ম্যানুয়ালি মানুষের দেহ তল্লাশি চলবে, কেউ যেন মাদক বা কোনো বিস্ফোরক দ্রব্য সঙ্গে নিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে না পারেন। এ ছাড়া ডগ স্কোয়াড থাকবে। মেলায় ট্রাফিক ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, পুরো মাস টিএসসি থেকে দোয়েল চত্বরের ক্রসিংটি বন্ধ থাকবে। কেবল মেলা চলাকালীন বন্ধ থাকবে। যারা দর্শনার্থী আসবেন, তারা দোয়েল চত্বর হয়ে তিন নেতার মাজারের সামনে পর্যন্ত আসতে পারবেন। বইমেলা ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, সার্চলাইট বসানো হয়েছে, যেন কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে আমাদের নিরাপত্তা জোরদার থাকে। ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ভারী যান চলাচল করবে না। বইমেলার ভেতরে ফুডকোর্ট দেওয়া হয়েছে। ফুডকোর্টের দোকানগুলো যেন গলাকাটা দাম না নিতে পারে, সেজন্য সংশ্লিষ্ট বিভাগকে নজদারির মধ্যে রাখার আহ্বান জানান তিনি। শেখ মো. সাজ্জাত আলী বলেন, বইমেলা যেন বাণিজ্য মেলার মতো না হয়। বাণিজ্য মেলায় সবকিছুর তিনগুণ দাম রাখা হয়। এটা তো ঠিক নয়। পাঁচ টাকার একটি জিনিসের দাম ছয়-সাত টাকা হতে পারে, ১৫ টাকা নেওয়া অগ্রহণযোগ্য। সরকারের অনেক বিভাগ আছে, তারাও যেন তদারকি করে। ‘উসকানিমূলক বই’ প্রকাশ নিয়ে তিনি বলেন, আমরা বাংলা একাডেমির সঙ্গে বসেছি। এ বছর কোনো উসকানিমূলক বই বের হয় কি না, তা আমরা খেয়াল রাখব। সামনের বছর থেকে যেন আগেই পাণ্ডুলিপি নেওয়া হয়, আমরা সে অনুরোধ করেছি। তারা আগামী বছর থেকে যাচাই-বাছাই করবে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে, সরকারকে অস্থিতিশীল করে এমন কোনো বই যেন বইমেলায় না আসে, ডিএমপি বাংলা একাডেমির প্রতি সে অনুরোধ জানিয়েছে বলে জানান তিনি। ঢাকা শহরের ট্রাফিকের অবস্থা নিয়েও কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি ছোটখাট দাবি নিয়ে রাস্তা বন্ধ না করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা শহরের ট্রাফিক অবস্থা বেশ নাজুক। মানুষ কষ্ট পায়। আমিও কষ্ট পাই। ছোটখাট দাবি-দাওয়া দিয়ে রাস্তা বন্ধ করবেন না। আপনারা ফুটপাতে দাঁড়িয়ে মানববন্ধন করেন। রাস্তা বন্ধ করে দিলে একজন বয়স্ক মানুষ কিংবা একজন অসুস্থ মানুষ যেতে পারেন না। তিনি বলেন, আমরা আমাদের পেশাগত দায়িত্ব পরিবর্তন করেছি। আমি কোনো ব্রিটিশ পুলিশ কমিশনার নই। আমি কলোনিয়াল পুলিশ কমিশনারের ন্যায় আচরণ করব না। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা কলেজের ঘটনায় আমি বারবার বলেছি, আমরা কোনো লাঠিচার্জ করব না। রক্তক্ষয়ী সংঘাত ঠেকাতে একটি-দুটি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। আমরা আপনাদের মারতে চাই না, আমরাও মরতে চাই না। বিভিন্ন স্থানে যেসব আন্দোলন হচ্ছে, তার পেছনে কোনো রাজনৈতিক মহলের হাত আছে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, এ রকম কোনো তথ্য আমাদের কাছে নেই। রাজধানীর নিরাপত্তাব্যবস্থা নিয়ে তিনি বলেন, ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। এখানে প্রায় আড়াই কোটি মানুষ বাস করে। আমি তাদের নিরাপত্তা নিশ্চিতে চেষ্টা করি। সবসময় যে সফল হই, সে দাবি করব না। কিন্তু গণমাধ্যমের প্রতি আমার অনুরোধ এমন কোনো খবর প্রকাশ করবেন না, যা জনমনে অনিরাপত্তা সৃষ্টি করে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স