ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের শাস্তির সম্মুখীন হলেন স্টোকসরা বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো রিশাদ বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাইয়ের চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ারবাজারে ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি যৌক্তিক শুল্ক প্রত্যাশা বাংলাদেশের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার-খাদ্য উপদেষ্টা ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে-অর্থ উপদেষ্টা এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা পঞ্চদশ সংশোধনীতে হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন : বদিউল আলম মজুমদার নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫
চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি

রোববার ফের সচিবালয়ে যাওয়ার ঘোষণা

  • আপলোড সময় : ৩১-০১-২০২৫ ০৭:৪৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৫ ০৭:৪৮:০৬ অপরাহ্ন
রোববার ফের সচিবালয়ে যাওয়ার ঘোষণা
আগামী রোববার আবার আসব। কথা দিচ্ছি আমরা কোনো হট্টগোল করব না। তবে রোববার যেন আমাদের সঙ্গে স্বরাষ্ট্র উদেষ্টার দেখা করানোর ব্যবস্থা করা হয়

আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে নানা অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরিতে পুনর্বহালের দাবি জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ না পেয়ে আগামী রোববার আবারও সচিবালয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ৩টার দিকে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয় থেকে বের হয়ে এ ঘোষণা দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন।
তার আগে পুলিশ সদর দপ্তরের সামনে থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ।
বেলা ১টার দিকে তাদের পক্ষ থেকে পাঁচ সদস্যের প্রতিনিধিদল সচিবালয়ে যাওয়ার কথা জানান শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর।
তবে প্রায় ২ ঘণ্টা অপেক্ষা করেও স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ না পেয়ে বিকেল পৌনে ৩টার দিকে সচিবালয় থেকে বের হয়ে আসার কথা জানান প্রতিনিধি দলে থাকা চাকরিচ্যুত এএসআই সাইফুল ইসলাম।
প্রতিনিধি দলে ছিলেন কনস্টেবল সাদ্দাম, মহিদুল, এস আই মামুন, সিরাজুল হক ও শাজাহান সাজু।
তারা বের হয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থানরত অন্যদের সঙ্গে আলোচনা করেন।
এরপর চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আন্দোলনের সমন্বয়ক সাইফুল ইসলাম বলেন, আমরা এই বৈষম্যবিরোধী সরকারের কাছে আহ্বান জানাব আমাদের চাকরি ফিরিয়ে দিন।
তিনি আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা কেউ ঢাকা ত্যাগ করবেন না। আমরা আগামী রোববার আবার সচিবালয়ে আসব। ওইদিন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের চাকরি পুনর্বহালের এই বৈধ দাবির বিষয়ে যুক্তি-তর্ক উপস্থাপন করব।
পুলিশ সদর দপ্তর আমাদের এর আগে আশ্বাস দিয়েছিল, সে আশ্বাসে আমরা বিশ্বাস করেছিলাম। কিন্তু এটা ভাবি নাই তার আশ্বাস দিয়ে আমাদেরকে জীবন্ত লাশ বানাবে।
আজকের মত চলে যাবার ঘোষণা দিয়ে তিনি বলেন, অনেকে ক্লান্ত, চাকরি নেই, অনেকের পকেটে টাকা নেই, না খেয়ে আছে, অনেকে অসুস্থ, থেকে কি করবে? আজকের মত তাই সবাই সুশৃঙ্খলভাবে নিজ নিজ গন্তব্যে চলে যাবে। আগামী রোববার সকাল ৯টায় আমরা আবারও সচিবালয়ে আসব।
প্রতিনিধি দলের আরেকজন চাকরিচ্যুত কনস্টেবল সাদ্দাম বলেন, আমরা অপেক্ষা করেছি, আশ্বাসও দেওয়া হয়েছিল। তাতে বিশ্বাসও করেছিলাম, মানবিক বিবেচনা করে হলেও আমরা চাকরিটা ফেরত পাব। সে সময় যারাই একটু প্রতিবাদী ছিলেন তাদেরই চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু এখন বলা হচ্ছে তারা নাকি আইনের বাইরে যাবেন না।
আজ আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দেখা পাইনি, পরে উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদ স্যারের সঙ্গে দেখা করে কথা বলতে চাইছিলাম। সম্ভব হয়নি, কারণ তারাও সচিবালয়ে ছিলেন না।
তিনি বলেন, আমরা আর আশ্বাসে বিশ্বাসী নই। তবে নীরব থেকে নিরপেক্ষ সরকারের কাছে আমরা চাকরিতে পুনর্বহালের দাবি জানাব।
দিনের মত অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে সবাইকে চলে যাওয়ার আহ্বান জানিয়ে আন্দোলনরত চাকরিচ্যুত আরেক পুলিশ সদস্য তৌহিদুল ইসলাম বলেন, আমাদের সঙ্গে রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ স্যারের কথা হয়েছে। আমরা আজকের মত চলে যাচ্ছি।
আগামী রোববার আবার আসব। কথা দিচ্ছি আমরা কোন হট্টগোল করব না। তবে রোববার যেন আমাদের সঙ্গে স্বরাষ্ট্র উদেষ্টার দেখা করানোর ব্যবস্থা করা হয়।
সরকার বদলের পরপরই গেল বছরের ১৮ অগাস্ট চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান বিগত ১৫ বছরে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।
তাদের ভাষ্য, সামান্য কারণে বিভাগীয় মামলা, বেআইনি আদেশ না শোনা, ডোপ টেস্টের নামে ফাঁদ, ছুটির জন্য তর্ক করাসহ নানা কারণে গত ১৫ বছরে চাকরিচ্যুত করা হয়েছে হাজারো পুলিশ সদস্যকে।
নির্বাহী আদেশে চাকরিতে পুনর্বহালের দাবিও জানিয়েছেন তারা।
 
পরে আইজিপির আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেও দাবি পূরণ না হওয়ায় আবারো পথে নামেন বিভিন্ন পদের চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স