জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল সকাল ১১টায় প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপি’র উদ্যোগে অতিরিক্ত ভ্যাট, ট্যাক্স প্রত্যাহার ও চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি বক্তব্যে প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার দানবীয়তার বিরুদ্ধে আন্দোলন করেছি। হামলা মামলা খুন, ঘুম ও গণহত্যাসহ ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দ্রব্যমূল্যে সিন্ডিকেট সৃষ্টি করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল স্বৈরশাসক আওয়ামী সরকার। দুর্নীতি লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে দেশকে রাজনৈতিক প্রতিহিংসার দাবানল সৃষ্টি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিথ্যে মামলায় ফাঁসি দিয়েছে আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সারাদিন কাদের চৌধুরী, প্রখ্যাত আলেম দেলোয়ার হোসেন সাঈদীর যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট দানবীয় আচরণের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে ছাত্র-জনতার গণবিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটে জনগণের বিজয় অর্জন হয়। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাত মাস হতে চলল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সিন্ডিকেট ভাঙতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার উপর অযৌক্তিক ট্যাক্স ভ্যাট বৃদ্ধি করে জনমনে হতাশার প্রতিফলন ঘটিয়েছে। আমাদের দল মনে করে জনগণ জীবন দিয়ে রক্ত দিয়ে দানবের বিরুদ্ধে লড়াই করেছে। ফিরোজ মোহাম্মদ লিটন দ্রুত সময়ে সংস্কার শেষ করে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
দলের মহাসচিব আহমেদুর রহমান বলেন, আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় মানুষ ভীত সন্ত্রস্ত। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ দিশেহারা। তাই সিন্ডিকেটে জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের দোসরদের ফ্যাসিস্ট শেখ হাসিনার লোকদের নিয়ে মিডিয়া সেল গঠন করেছেন। নাহিদ সাহেব অবিলম্বে মিডিয়া সেল গণমাধ্যম সংস্কার কমিশন বাতিল করার উদাত্ত জানান। তিনি আরো বলেন, সারজিস গিয়েছিলেন পঞ্চগড়। সেখানে জেলা প্রশাসককে নিয়ে সরকারি টাকা খরচ করে জেলায় জেলায় সভা-সমাবেশ করবেন তা আমরা মেনে নেব না। আমরা ড. ইউনূসের নেতৃত্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। কিন্তু জনগণের সাথে কোনো তামাশা করা হলে আমরা নীরব থাকবো না। আমাদের রাজপথে আন্দোলনে আসতে বাধ্য করবেন না। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কাজী জাফর মহাসচিব আহসান হাবিব লিংকন পিএনপি’র উপদেষ্টামণ্ডলীর সদস্য জাহিদুল ইসলাম তুহিন, নয়াগণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম.এ মান্নান, পিপলস ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান মো. আজমাইল হোসেন, লেবার পার্টির মুখপাত্র শরীফুল ইসলাম, পিএনপি’র যুগ্ম মহাসচিব টি.এম কামরুল হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মো. হেলাল উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন, মহিলা নেত্রী নাসিমা আক্তার, কেন্দ্রীয় নেতা মো. দেলোয়ার হোসেন, মো. মামুনুর রশীদ, মো. রাসেল প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

গণআকাক্সক্ষা পূরণে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই-পিএনপি
- আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১১:৪৪:১১ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১১:৪৪:১১ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ