ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মোজাম্মেল বাবু ফারজানা রুপা ও শাকিল আহমেদ নতুন মামলায় গ্রেফতার উগ্র জাতীয়তাবাদ বড় অর্জনের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে-শিক্ষা উপদেষ্টা নাসির-তামিমার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ২৮ এপ্রিল আত্মপক্ষ সমর্থন বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বৈঠক শোক সংবাদ ছয় দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ২০ কিশোর বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে সাজা শেষেও কারাগারে ১৫৪ বিদেশি বন্দি অবরোধ বৃষ্টি ও যানজটে রাজধানীবাসীর ভোগান্তি কুয়েটের সাবেক ভিসিসহ ১৫ জনের নামে আদালতের নির্দেশে ২ মামলা সেই আলোচিত কর কর্মকর্তাকে পুনর্নিয়োগ ডিএসসিসি’র নতুন দল নিয়ে আগস্ট-সেপ্টেম্বরে সংলাপে বসবে-ইসি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় শিগগিরিই বাস্তবায়ন হবে -প্রধান বিচারপতি জাতি তাকিয়ে আছে, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে-ড. ইউনূস সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় অসন্তুষ্ট বিএনপি গাজায় মানবিক সহায়তা প্রবেশে না ইসরায়েলের লালমাইয়ে নিখোঁজ শিশুর মাথার খুলি হাড় উদ্ধার নারী হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড স্বাস্থ্যের সেই গাড়িচালকের ৫, স্ত্রীর ৩ বছর দণ্ড
বাণিজ্য মেলা-প্রতিদিন

স্থানীয় পণ্যের আধিক্যে ফিকে আয়োজন

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১১:৩৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১১:৩৫:২৬ অপরাহ্ন
স্থানীয় পণ্যের আধিক্যে ফিকে আয়োজন
অর্থনৈতিক রিপোর্টার
নামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলেও, নেই সেই মানের প্রতিষ্ঠান কিংবা পণ্যের সম্ভার। গুটিকয়েক বিদেশি প্রতিষ্ঠান থাকলেও সেখানেও বৈচিত্র্য নেই বললেই চলে। স্থানীয় পণ্যের আধিক্যে তাই বরাবরের মতো এবারের আয়োজন নিয়েও অসন্তোষ অনেক ক্রেতা-দর্শনার্থীর। আয়োজক সংস্থা ইপিবিও বলছে, ভালো মানের প্রতিষ্ঠানের অংশগ্রহণ কম। আগামীতে খাতভিত্তিক মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর। এই মেলার মান নিয়ে প্রশ্ন তুলে অনেকেই বলছেন, শুধু নামেই আন্তর্জাতিক, পণ্য সম্ভারে নয়। আয়োজক প্রতিষ্ঠানের তথ্যমতে, এবার মেলায় অংশ নেয়া ৩৬২টি স্টল-প্যাভিলিয়নের ৩৫১টিই দেশি প্রতিষ্ঠানের। এসব স্টলে যেসব পণ্য পাওয়া যাচ্ছে তার অধিকাংশই স্থানীয়ভাবে উৎপাদিত। ক্রেতা-দর্শনার্থীরা বলেন, দুই-একটি স্টলে বিদেশি পণ্য থাকলেও বেশিরভাগই দেশি পণ্য। মূল্যছাড় আর অফার ছাড়া তেমন কিছুই নেই মেলায়। বিদেশি স্টলেও বৈচিত্র্য নেই খুব একটা। অধিকাংশেই দেখা মিলছে জুতা, ব্যাগ, কার্পেট আর আলোক-বাতির মতো সাধারণ পণ্যের। বিক্রেতারা পণ্য মানসম্মত দাবি করলেও কাক্সিক্ষত ক্রেতা না পাওয়ায় বিক্রি করছেন ছাড় দিয়ে। তারা বলেন, আশানুরূপ বেচাকেনা হচ্ছে না। ফলে পণ্য বিক্রি করতে হচ্ছে বাড়তি ছাড় দিয়ে। আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বলছে, মাসব্যাপী মেলা হওয়ায় ভালো মানের বিদেশি প্রতিষ্ঠান অংশ নিতে অনীহা দেখায়। তাই মানের প্রশ্নে ছাড় না দিতে খাতভিত্তিক মেলা আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি। ইপিবির পরিচালক (তথ্য) মাহমুদুল হাসান বলেন, দীর্ঘ ১ মাসের মেলার কারণে অনেক বিদেশি প্রতিষ্ঠানই আসতে আগ্রহ দেখায় না। তাই আগামীতে বাংলাদেশের প্রধান প্রধান রফতানিযোগ্য খাতগুলো নিয়ে আলাদাভাবে মেলা করার কথা ভাবা হচ্ছে। এতে কমবে মেলার সময়কালও।
এবারের বাণিজ্য মেলায় বিশ্বের ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ রয়েছে ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই-আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে করা হয়েছে জুলাই চত্বর, ছত্রিশ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। ই-টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশ পথে রয়েছে ভিন্ন ব্যবস্থা। প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া মেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হয়েছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস। মেলায় সম্ভাবনাময় সেক্টর বা পণ্যভিত্তিক সেমিনার আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে এ বছর। বিদেশি উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের সুবিধার্থে রয়েছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেক্ট্রনিক্স ও ফার্নিচার জোন। বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার। শিশুদের নির্মল চিত্তবিনোদনের জন্য মেলায় রয়েছে শিশু পার্কও। উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজন করা হতো। করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা হয়নি। আর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা পূর্বাচলে বিবিসিএফইসিতে আয়োজন করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য