ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭ ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুমকি যুদ্ধবিরতির আভাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮২ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, অচল বন্দর-বিদ্যুৎকেন্দ্র টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১ ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার জঙ্গিসংশ্লিষ্টতা তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত

বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে কাল

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৭:০৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৭:০৩:৩২ অপরাহ্ন
বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে কাল
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে ইজতেমা ময়দান প্রস্তুত করা হয়েছে। ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। ইজতেমার আয়োজকরা জানান, শুক্রবার শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ পর্বের আয়োজন করছেন শুরায়ে নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা। এ উপলক্ষে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে দলে দলে মুসল্লিরা ময়দানে এসে অবস্থান নিতে শুরু করেছেন। ২ ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব। এরপর ৩ ফেব্রুয়ারি থেকে শুরায়ে নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা দ্বিতীয় পর্বেও অংশ নেবেন। ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে মাওলানা জুবায়ের অনুসারীদের বিশ্ব ইজতেমা। এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা বিভিন্ন যানবাহনে ময়দানে এসে চট, পাটি পলিথিন বিছিয়ে অবস্থান নিচ্ছেন। উপরে টাঙানো হয়েছে সামিয়ানা। আখেরি মোনাজাত পর্যন্ত কয়েকদিন ময়দানে অবস্থান নিতে হয় মুসল্লিদের। এজন্য তারা রান্নাবান্নার হাড়ি-পাতিল, চুলাসহ প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে আসেন। এ ছাড়া শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ান শুনে মুসল্লিরা সময় পার করেন। পরে আখেরি মোনাজাত শেষে সবাই যার যার আবাস্থলে ফিরে যান। মাওলানা জুবায়ের অনুসারীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি শুরায়ে নেজাম অনুসারিরা প্রথম দুই পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। এরপর ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদ অনুসারীরা ইজতেমায় অংশ নেবেন। প্রথম পর্বে ইজতেমায় অংশ নিতে মুসল্লিদের জন্য ময়দানের প্রস্তুতি প্রায় শেষ। এখন চলছে টুকিটাকি কাজকর্ম। ইতোমধ্যে মুসল্লিরা বিভিন্ন অঞ্চল থেকে ময়দানে আসতে শুরু করেছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন বলেন, বিগত বছরগুলোর চেয়ে এ বছর বিশ্ব ইজতেমার নিরাপত্তা বেশি জোরদার করা হয়েছে। এ বছর ইজতেমায় নিরাপত্তায় ৭০০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরাও নিরাপত্তায় কাজ করবেন। এ বছর সিসি ক্যামেরা, মোবাইল কোর্ট, ড্রোন ও পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। ইজতেমায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত রয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে ও নিরাপদে মুসল্লিরা ইজতেমায় অংশ নিতে পারবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ