ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মোজাম্মেল বাবু ফারজানা রুপা ও শাকিল আহমেদ নতুন মামলায় গ্রেফতার উগ্র জাতীয়তাবাদ বড় অর্জনের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে-শিক্ষা উপদেষ্টা নাসির-তামিমার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ২৮ এপ্রিল আত্মপক্ষ সমর্থন বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বৈঠক শোক সংবাদ ছয় দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ২০ কিশোর বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে সাজা শেষেও কারাগারে ১৫৪ বিদেশি বন্দি অবরোধ বৃষ্টি ও যানজটে রাজধানীবাসীর ভোগান্তি কুয়েটের সাবেক ভিসিসহ ১৫ জনের নামে আদালতের নির্দেশে ২ মামলা সেই আলোচিত কর কর্মকর্তাকে পুনর্নিয়োগ ডিএসসিসি’র নতুন দল নিয়ে আগস্ট-সেপ্টেম্বরে সংলাপে বসবে-ইসি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় শিগগিরিই বাস্তবায়ন হবে -প্রধান বিচারপতি জাতি তাকিয়ে আছে, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে-ড. ইউনূস সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় অসন্তুষ্ট বিএনপি গাজায় মানবিক সহায়তা প্রবেশে না ইসরায়েলের লালমাইয়ে নিখোঁজ শিশুর মাথার খুলি হাড় উদ্ধার নারী হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড স্বাস্থ্যের সেই গাড়িচালকের ৫, স্ত্রীর ৩ বছর দণ্ড
অমর একুশে বইমেলা

বেড়েছে বইপাড়ায় বড় ব্যস্ততা

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৬:৪৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৬:৪৩:২৬ অপরাহ্ন
বেড়েছে বইপাড়ায় বড় ব্যস্ততা
দরজায় কড়া নাড়ছে অমর একুশে বইমেলা। বিগত এক দশকের মতো এবারও মেলার আয়োজন হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে। মেলাকে কেন্দ্র করে বাংলাবাজারের প্রকাশনা সংস্থা, মুদ্রণ প্রতিষ্ঠান ও বাঁধাই কারখানাগুলোতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রকাশনীগুলোতে লেখকরা পাণ্ডুলিপি পাঠিয়েছেন অনেক আগেই। সেগুলো মুদ্রণ প্রতিষ্ঠান থেকে যাচ্ছে বাঁধাই কারখানায়। সেখানে চলছে বই বাঁধাইয়ের কাজ।
একটি বই প্রস্তুত করে বাজারে আনতে কয়েকটি পর্ব পার হতে হয়। পাণ্ডুলিপি তৈরি, কম্পোজ, প্রুফ দেখা, গ্রাফিক্সের কাজ, প্রচ্ছদ, পেইন্টিং, ছাপা, বাঁধাইসহ একটি বই প্রকাশ করতে ১৬ ধরনের কাজ করা হয়।
বাংলাবাজারের মুদ্রণ প্রতিষ্ঠান, বাঁধাই কারখানা ও প্রকাশনীগুলোতে গিয়ে দেখা যায়, কর্মচারীরা ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাঁধাই কারখানা থেকে প্রকাশনীগুলোতে বই আনা-নেয়াতেও ব্যস্ত তারা। এ বিষয়ে এস এম লেমিনেশনের স্বত্বাধিকারী বাবুল শেখ বলেন, বিভিন্ন প্রকাশনী থেকে কাজ পেয়েছি। কাজের চাপ অনেক। এখন রাত ৩টা পর্যন্ত কাজ করতে হচ্ছে।
এ বছরের বইমেলায় প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো-অনন্যা প্রকাশনী থেকে ইমদাদুল হক মিলনের ‘রহস্যময় জঙ্গল বাড়ি’, মোস্তফা কামালের ‘ফটকুমামা গোয়েন্দা সমগ্র-২’, ‘কবি ও একজন নর্তকী’, সময় প্রকাশনী থেকে  মুনতাসির মামুনের ‘জীবন এক রূপকথা’, অন্য প্রকাশ থেকে ‘শঙ্খচূড়-২’ ইত্যাদি।
অনন্যা প্রকাশনী থেকে ফারুক হোসেন বলেন, গত বছর মেলায় আমরা ১০০টির মতো বই প্রকাশ করেছিলাম। এবার এখন পর্যন্ত ৪০টির মতো নতুন বইয়ের কাজ এসেছে। সামনে এ তালিকা আরও বড় হবে। ধাপে ধাপে সব বইয়ের কাজ শেষ হবে।
সময় প্রকাশন থেকে আনিসুর রহমান বলেন, আমাদের প্রকাশনী থেকে এ বছর ৫০টির মতো বই প্রকাশ হবে। এর মধ্যে অনেকগুলো ছাপা হয়ে গেছে। এখন অন্য বইগুলোর কাজ চলছে। মেলা শুরুর ১০ দিনের মধ্যে সব বইয়ের কাজ শেষ হবে।
অন্য প্রকাশ থেকে জানানো হয়, মেলার জন্য এখন পর্যন্ত ১২-১৩টি বইয়ের কাজ শেষ হয়েছে। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নতুন প্রকাশিত সব বই মেলায় থাকবে। তবে এখন বইয়ের কাজ একটু কম।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স