ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন ঢাকা মেডিকেলের আউটডোরে চিকিৎসা বন্ধ পোশাক রফতানিতে প্রবৃদ্ধির রেকর্ড ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ডাক্তার দেখাতে না পেরে রোগীদের বিক্ষোভ স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিমুখী চিকিৎসকদের পদযাত্রায় বাধা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিলো পুলিশ
অমর একুশে বইমেলা

বেড়েছে বইপাড়ায় বড় ব্যস্ততা

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৬:৪৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৬:৪৩:২৬ অপরাহ্ন
বেড়েছে বইপাড়ায় বড় ব্যস্ততা
দরজায় কড়া নাড়ছে অমর একুশে বইমেলা। বিগত এক দশকের মতো এবারও মেলার আয়োজন হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে। মেলাকে কেন্দ্র করে বাংলাবাজারের প্রকাশনা সংস্থা, মুদ্রণ প্রতিষ্ঠান ও বাঁধাই কারখানাগুলোতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রকাশনীগুলোতে লেখকরা পাণ্ডুলিপি পাঠিয়েছেন অনেক আগেই। সেগুলো মুদ্রণ প্রতিষ্ঠান থেকে যাচ্ছে বাঁধাই কারখানায়। সেখানে চলছে বই বাঁধাইয়ের কাজ।
একটি বই প্রস্তুত করে বাজারে আনতে কয়েকটি পর্ব পার হতে হয়। পাণ্ডুলিপি তৈরি, কম্পোজ, প্রুফ দেখা, গ্রাফিক্সের কাজ, প্রচ্ছদ, পেইন্টিং, ছাপা, বাঁধাইসহ একটি বই প্রকাশ করতে ১৬ ধরনের কাজ করা হয়।
বাংলাবাজারের মুদ্রণ প্রতিষ্ঠান, বাঁধাই কারখানা ও প্রকাশনীগুলোতে গিয়ে দেখা যায়, কর্মচারীরা ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাঁধাই কারখানা থেকে প্রকাশনীগুলোতে বই আনা-নেয়াতেও ব্যস্ত তারা। এ বিষয়ে এস এম লেমিনেশনের স্বত্বাধিকারী বাবুল শেখ বলেন, বিভিন্ন প্রকাশনী থেকে কাজ পেয়েছি। কাজের চাপ অনেক। এখন রাত ৩টা পর্যন্ত কাজ করতে হচ্ছে।
এ বছরের বইমেলায় প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো-অনন্যা প্রকাশনী থেকে ইমদাদুল হক মিলনের ‘রহস্যময় জঙ্গল বাড়ি’, মোস্তফা কামালের ‘ফটকুমামা গোয়েন্দা সমগ্র-২’, ‘কবি ও একজন নর্তকী’, সময় প্রকাশনী থেকে  মুনতাসির মামুনের ‘জীবন এক রূপকথা’, অন্য প্রকাশ থেকে ‘শঙ্খচূড়-২’ ইত্যাদি।
অনন্যা প্রকাশনী থেকে ফারুক হোসেন বলেন, গত বছর মেলায় আমরা ১০০টির মতো বই প্রকাশ করেছিলাম। এবার এখন পর্যন্ত ৪০টির মতো নতুন বইয়ের কাজ এসেছে। সামনে এ তালিকা আরও বড় হবে। ধাপে ধাপে সব বইয়ের কাজ শেষ হবে।
সময় প্রকাশন থেকে আনিসুর রহমান বলেন, আমাদের প্রকাশনী থেকে এ বছর ৫০টির মতো বই প্রকাশ হবে। এর মধ্যে অনেকগুলো ছাপা হয়ে গেছে। এখন অন্য বইগুলোর কাজ চলছে। মেলা শুরুর ১০ দিনের মধ্যে সব বইয়ের কাজ শেষ হবে।
অন্য প্রকাশ থেকে জানানো হয়, মেলার জন্য এখন পর্যন্ত ১২-১৩টি বইয়ের কাজ শেষ হয়েছে। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নতুন প্রকাশিত সব বই মেলায় থাকবে। তবে এখন বইয়ের কাজ একটু কম।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স