রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মিনহাজুর রহমান (২৫) নামে এক প্রকৌশলীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি একটি বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষে করে একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঘটনাটি ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানা পরিদর্শক (তদন্ত) মো. মহসীন হোসাইন বলেন, আমরা ঘটনাস্থলে আছি, কারা হত্যা করেছে কিংবা কেন হত্যা করেছে এ ব্যাপারে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা যায়, নিহত মিনহাজুরের সঙ্গে গত তিনদিন আগে তার কিছু বন্ধুর সঙ্গে ঝগড়া হয়। তার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তবে বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে। নিহতের বন্ধু শামিম বলেন, মিনহাজ বিএনপি করতেন। তার বাসা সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায়। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলে ছাত্রলীগের মাহফুজসহ বেশ কয়েকজন মিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। নিহতের ভগ্নিপতি খালিদ মাহফুজ বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের হাফেজ কারী মো. রফিকুল ইসলামের ছেলে মিনহাজ। বর্তমানে সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। তার বাবা রফিকুল ওলামা দলের নেতা। তার ছেলে মিনহাজ বিএনপি দলের সাথে সম্পৃক্ত ছিল। তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট। তার স্ত্রী অন্তঃসত্ত্বা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

দনিয়ায় প্রকৌশলীকে কুপিয়ে খুন
- আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৬:৩৩:৩৮ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৬:৩৩:৩৮ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ