ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

বরিশালের সঙ্গে ১৬ রুটে বাস চলাচল বন্ধ

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৬:৩১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৬:৩১:৪৩ অপরাহ্ন
বরিশালের সঙ্গে ১৬ রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল প্রতিনিধি
জানমালের নিরাপত্তার দাবিতে বরিশাল থেকে অভ্যন্তরীণ ১৬টি রুটে বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন মোটরশ্রমিকরা। বন্ধ হয়ে গেছে বরিশালের সঙ্গে পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনার সড়ক যোগাযোগ। দুর্ভোগে পড়েছেন ওই সব রুটের যাত্রীরা। রফিক, শাহ আলমসহ একাধিক শ্রমিকরা বলেন, আমাদের ওপর প্রতিনিয়ত শিক্ষার্থীদের নির্যাতন বাড়ছে। ছোটখাটো ঘটনায় তারা বাসের হেলপার থেকে শুরু করে সুপারভাইজার ও চালককে মারধর করেন। এ কারণে জানমালের নিরাপত্তায় আমরা কর্মবিরতি ডেকেছি। সরকারের পক্ষ থেকে তাদের জানমালের নিরাপত্তা দিতে না পারলে গাড়ি চালাবে না বলে জানান তারা। একই সুরে কথা বলেন রূপাতলী বাসস্ট্যান্ডে থাকা একাধিক মোটরশ্রমিক। তারা বলেন, সবারই পরিবার রয়েছে। আমাদের কোনও ধরনের সমস্যা হলে পরিবারটি কে চালাবে? আমাদের নিরাপত্তার একটা স্থায়ী সমাধান দরকার। তা না হলে আমরা বাসে উঠবো না। মালিকরা প্রয়োজনে নিজ উদ্যাগে বাস চালাতে পারেন। যাত্রী নাদির আহমেদ জানান, তিনি খুলনায় যেতে পটুয়াখালী থেকে কষ্ট করে বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে আসেন। সেখানে এসে দেখেন বাস চলাচল করছে না। এখন খুলনায় যেতে হলে তাকে শারীরিক কষ্টের সঙ্গে সঙ্গে অর্থও গচ্চা দিতে হবে। একই কথা বললেন একাধিক যাত্রী। তাদের এখন অতিরিক্ত টাকা খরচ করে গন্তব্যে যেতে হবে। এ জন্য দ্রুত সময়ের মধ্যে সমাধানের দাবি তোলেন তারা। রূপাতলী বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি আবুল কালাম চৌধুরী বলেন, শ্রমিকদের জানমালের নিরাপত্তা দিতে হবে। আর তা যদি সরকার দিতে ব্যর্থ হয় দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হবে। গত মঙ্গলবার বিকালে বাস ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। প্রতিবাদে বরিশাল-ঢাকা-কুয়াকাটা এবং বরিশাল-পিরোজপুর-খুলনা জাতীয় সড়ক আটকে দেন শিক্ষার্থী ও শ্রমিকরা। রাত ৯টায় শিক্ষার্থীদের দাবি পূরণ হলে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু শ্রমিকরা তাদের নিরাপত্তায় কর্মবিরতি চালিয়ে যান। আর এ আন্দোলন ছড়িয়ে পড়েছে বরিশালসহ বিভাগের চার জেলায়। পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা থেকে কোনও ধরনের বাস ছেড়ে আসছে না। বরিশাল থেকেও কোনও ওইসব জেলায় বাস ছেড়ে যাচ্ছে না। আর যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে তিন থেকে চার গুণ ভাড়া গুনতে হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য