ঢাকা , রবিবার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ছুটির দিনে নিউমার্কেটে উপচেপড়া ভিড় ১০ শতাংশের বেশি খেলাপি ঋণ থাকা ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না ঢিলেঢালার কারণে দুষ্কৃতকারীরা আসকারা পাচ্ছে- রিজভী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দেয়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর চালের পাশাপাশি বেড়েছে সবজির দাম ভূমিকম্পের উচ্চঝুঁকিতে ঢাকার ৫৬ শতাংশ ভবন স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর লাগবে-মান্না বাজেটের মধ্যে মিলছে না পছন্দের পোশাক ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দিলো জনতা জনপ্রশাসনের কর্মচারীদের বেতন-ভাতায় প্রতি বছরই বাড়ছে ব্যয় অনলাইনে আধা ঘণ্টায় ২০ লাখ হিট ঈদযাত্রায় কঠোর নিরাপত্তা : যানজটের ১৫৯ স্পট চিহ্নিত বিপুলসংখ্যক কারখানা স্থায়ীভাবে বন্ধ রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়-জাতিসংঘ মহাসচিব সংক্ষিপ্ত সংস্কার হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে আগামী জুনে : ড. ইউনূস নারী-শিশু নির্যাতন রোধে সহায়তা সেল গঠন বিএনপি’র আগামী ঈদ নিজ দেশে করবে রোহিঙ্গারা, প্রত্যাশা প্রধান উপদেষ্টার রোহিঙ্গার সঙ্গে ইফতার প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ
বাণিজ্য মেলা-প্রতিদিন

বিকিকিনি কম হলেও ভ্যাট আদায়ে রেকর্ড

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৬:৩০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৬:৩০:২৭ অপরাহ্ন
বিকিকিনি কম হলেও ভ্যাট আদায়ে রেকর্ড
অর্থনৈতিক রিপোর্টার
ক্রেতা কম, বিক্রিতে মন্দা-এমন কথা অহরহ শুনতে হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তবে বিক্রেতাদের এই দাবি নাকচ করে দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের দাবি, মেলার ২৮ দিনে ভ্যাট আদায় বেড়েছে বছর ব্যবধানে প্রায় ৭০ শতাংশ। অন্যদিকে বিক্রি বেড়েছে ১০ শতাংশের বেশি।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরে ৩৫১টি স্টল-প্যাভিলিয়নে দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে অংশ নিয়েছে ভারত, পাকিস্তান, তুরস্কসহ ১১টি বিদেশি প্রতিষ্ঠান। এই মেলার শুরু থেকেই পণ্যের মান ও দাম নিয়ে বিস্তর অভিযোগ করে আসছেন ক্রেতারা। তারা জানান, শেষদিকে এসে অফার ও ছাড় দিলেও মাসজুড়ে চড়া দাম নিয়েছেন ব্যবসায়ীরা। তাছাড়া মানও তুলনামূলক খারাপ। এরমধ্যেই বেচাকেনায় সন্তুষ্টির কথা জানান বড় প্রতিষ্ঠানগুলো। যদিও ছোট প্রতিষ্ঠানগুলো বলছে, মেলায় দর্শনার্থী এলেও ক্রেতা পাচ্ছেন না তারা। এদিকে তাদের বিক্রি মন্দার দাবিকে ভুল প্রমাণ করে ভ্যাট আদায়ের তথ্য।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিসংখ্যান বলছে, গত ২৮ দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে ৩ কোটি ৮ লাখ ৩৮ হাজার ৬৯৬ টাকা ভ্যাট আদায় করেছে সংস্থাটি। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৬৮ শতাংশ বেশি। ৫ শতাংশ ভ্যাটের হিসাবে এ সময়ে ৩৬ কোটি ৭২ লাখ ৯৫ হাজার টাকার পণ্য বিক্রি হলেও এবার সাড়ে ৭ শতাংশ ভ্যাট হিসাবে একই সময়ে বিক্রি হয়েছে ৪১ কোটি ১১ লাখ ৮২ হাজার টাকার পণ্য। অর্থাৎ বছর ব্যবধানে এবার মেলায় বিক্রিও বেড়েছে ১০.৬৭ শতাংশ। ভ্যাট জমা নেয়া প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো বলছে, মেলায় বেচাবিক্রি ভালো হচ্ছে। ফাঁকি বন্ধে এনবিআরের তৎপরতা বাড়ায় বেড়েছে ভ্যাটের আদায়। ব্যাংকভিত্তিক হিসাব বলছে, প্রথম ২৮ দিনে সোনালি ব্যাংক ১ কোটি ২ লাখ আর ইসলামি ব্যাংকে প্রায় ২ কোটি টাকা ভ্যাট জমা দিয়েছেন বিক্রেতারা।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা যায়, এবারের বাণিজ্য মেলায় বিশ্বের ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ রয়েছে ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই-আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে করা হয়েছে জুলাই চত্বর, ছত্রিশ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। ই-টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশ পথে রয়েছে ভিন্ন ব্যবস্থা। প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া মেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হয়েছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস। মেলায় সম্ভাবনাময় সেক্টর বা পণ্যভিত্তিক সেমিনার আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে এ বছর। বিদেশি উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের সুবিধার্থে রয়েছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেক্ট্রনিক্স ও ফার্নিচার জোন। বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার। শিশুদের নির্মল চিত্তবিনোদনের জন্য মেলায় রয়েছে শিশু পার্কও। মেলা মাসব্যাপী সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত ১০টা পর্যন্ত।
উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজন করা হতো। করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা হয়নি। আর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা পূর্বাচলে বিবিসিএফইসিতে আয়োজন করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য