ঢাকা , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাকসুর নির্বাচনি প্রচারণা শুরু ছড়াচ্ছে ডেঙ্গু, বেশি ঝুঁকিতে শিশুরা দেশজুড়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা জামায়াতের ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ-অবরোধের ঘটনায় ৯০ জনের নামে পুলিশের মামলা বিক্ষোভে উত্তাল ভাঙ্গা রাজউকের পরিচালক মোবারকের সম্পদের পাহাড় আরও দুজনের জবানবন্দি শেষ হলে শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক শুরু তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না হাসপাতাল ছেড়ে বাসায় গেলেন নুরুল হক নুর ইসিতে নির্বাচনের সরঞ্জাম সরবরাহ শুরু পদ্মাসেতুতে স্বয়ংক্রিয় টোল আদায় শুরু শিবিরের জয় বদলে দিচ্ছে রাজনীতির গতিপথ যশোর-৪ আসনে আলোচনার শীর্ষে খাজা মেহেদী শিকদার হত্যা মামলায় জামিনে বের হয়ে যুবক খুন বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের দায়ে দুজনের মৃত্যুদণ্ড ছাগলকাণ্ডে আলোচিত মতিউরকে দুদকে জিজ্ঞাসাবাদ নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে সজাগ থাকতে হবে-ডিএমপি কমিশনার বউ-শাশুড়ির মৃত্যু আহত ৮ ঢামেক হাসপাতালে জন্ম নেওয়া ছয় নবজাতকের ৫ জনের মৃত্যু ওসির পর গোয়ালন্দের ইউএনও বদলি

ভোলায় বাস সিএনজি শ্রমিকদের সংঘর্ষে আহত ৩০

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ১১:৪৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ১১:৪৬:১৪ অপরাহ্ন
ভোলায় বাস সিএনজি শ্রমিকদের সংঘর্ষে আহত ৩০ ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে অটোরিকশার স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বাসশ্রমিক ও অটোরিকশার চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এর জেরে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে দুই পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন
ভোলা প্রতিনিধি
বাস ডিপোতে সিএনজি রাখাকে কেন্দ্র করে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে বাস শ্রমিকদের সঙ্গে সিএনজি শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারটি বাস ও বেশ কয়েকটি সিএনজিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ, কোস্টগার্ড, র‌্যাব মোতায়েন রয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল সড়কে দীর্ঘদিন ধরে সিএনজি রাখা নিয়ে বাস মালিক-শ্রমিকদের সঙ্গে সিএনজি শ্রমিকদের দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে সড়কে সিএনজি স্ট্যান্ড করা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিক্ষুব্ধ বাস ও সিএনজি শ্রমিকরা বাস ও সিএনজিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এ নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করে দোষীদের বিচারের দাবি জানান। ভোলা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রিপন কুমার সাহা জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে সংঘর্ষের পর থেকে বন্ধ রয়েছে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য