ভোলা প্রতিনিধি
বাস ডিপোতে সিএনজি রাখাকে কেন্দ্র করে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে বাস শ্রমিকদের সঙ্গে সিএনজি শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারটি বাস ও বেশ কয়েকটি সিএনজিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ, কোস্টগার্ড, র্যাব মোতায়েন রয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল সড়কে দীর্ঘদিন ধরে সিএনজি রাখা নিয়ে বাস মালিক-শ্রমিকদের সঙ্গে সিএনজি শ্রমিকদের দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে সড়কে সিএনজি স্ট্যান্ড করা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিক্ষুব্ধ বাস ও সিএনজি শ্রমিকরা বাস ও সিএনজিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এ নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করে দোষীদের বিচারের দাবি জানান। ভোলা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রিপন কুমার সাহা জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে সংঘর্ষের পর থেকে বন্ধ রয়েছে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ভোলায় বাস সিএনজি শ্রমিকদের সংঘর্ষে আহত ৩০


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ