ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আপনি বললেই তো নির্বাচন হবে না এক কোটি বিশ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি বরাদ্দ গিলে খেয়েছেন প্রধান শিক্ষক ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় জাগরণ চান বিশিষ্টজনরা বিমান কর্মচারী ফয়েজ চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঢাকা-১৬ আসনে নতুন ৪ ওয়ার্ড সংযুক্তির আবেদন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর গ্রেফতার গাইবান্ধায় রাতের আঁধারে দুর্গা প্রতিমায় আগুন ভাইরাল বাবার ভালোবাসায় কাঁদছে-হাসছে অনেকে রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় দু’জন আহত জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়কÑ রিজভী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া
বাণিজ্য মেলা-প্রতিদিন

নেই জনসমাগম বাড়ছে না সময়

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ১১:৪৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ১১:৪৩:৪০ পূর্বাহ্ন
নেই জনসমাগম বাড়ছে না সময়
পূর্বাচল বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৯তম আসর। মেলার শেষদিকে এসে জনসমাগম নেই বললেই চলে। ছুটির দিনে ভিড় থাকলেও অন্যান্য দিন তেমন ক্রেতারা আসছেন না বলে জানিয়েছেন বিক্রেতারা। গতকাল মঙ্গলবার সরেজমিনে বাণিজ্যমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মেলা শেষ হওয়ার ৩ দিন বাকি থাকলেও মেলা প্রাঙ্গণ প্রায় শূন্য। ক্রেতাদের তেমন দেখা মিলছে না। এদিকে মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, সময় বাড়ছে না, ফলে যথাসময়ে শেষ হবে মেলা। মেলা ঘুরে দেখা যায়, মূল ভবনের হল ‘এতে কিছু মানুষের দেখা পাওয়া গেলেও হল ‘বি’ ছিল প্রায় খালি। মূল ভবনের বাইরেও একই চিত্র। খাবারের দোকানগুলোতে কিছুটা ভিড় দেখা গেলেও অন্যান্য দোকানগুলো ছিল খালি। কুড়িল থেকে বিআরটিসি শাটল বাসে সরাসরি বাণিজ্যমেলায় যাতায়াত করা যায়। সেখানেও অলস সময় পার করছেন টিকেট বিক্রেতারা। একই চিত্র দেখা গেলো মেলায় প্রবেশের টিকেট কাউন্টারে। ব্যবসায়ীরা জানান, এবারের মেলায় গতবারের চেয়েও বেচাকেনা কম হয়েছে। গত বছর জাতীয় নির্বাচন হওয়ায় দেরিতে শুরু হয় আন্তর্জাতিক বাণিজ্যমেলা। তবে সেবার যত বেচাকেনা হয়েছিল এবার তার চেয়ে তুলনামূলক কম হয়েছে। তাই ব্যবসায়ীরা বাণিজ্যমেলার সময় কিছুটা বাড়ানোর অনুরোধ করেছেন। তবে মেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবারের মেলা বর্ধিত করার সুযোগ নেই। যথা সময়ে মেলা শেষ হবে। এ বিষয়ে ইপিবির সচিব বিবেক সরকার জাগো নিউজকে বলেন, এবারের বাণিজ্যমেলা যথাসময়ে শেষ হবে। বর্ধিত করার সুযোগ নেই। বাঙ্গালী শাল স্টলের বিক্রয়কর্মী আবির আহমেদ বলেন, মেলার হলের ভিতরে কয়েকটি স্টল এখনও বুকিং হয়নি। হয়তো ব্যবসায়ীরা আগ্রহ হারিয়ে ফেলছেন। এখানে যতদিন মেলা হবে ততদিন জমজমাট হবেনা। কারণ, ছোট ব্যবসায়ীরা যদি কিছু লাভ করতে না পারে তাহলে তারা পরেরবার আসার আগ্রহ পাবেনা। মো. মেহরাজ ভাট নামে একজন পাকিস্তানি বিক্রেতা বলেন, এবারের মেলায় বিদেশি বিক্রেতা কম। সামনের আরও কম হবে কারণ আমরা চালানই উঠাতে পারছি না। আমার স্টলের মোট খরচ ১২ লাখ টাকা। কিন্তু আমরা এখনও চালানই উঠাতে পারিনি। আমার মতো অনেক ব্যবসায়ী আছেন। যদি মেলা কিছুদিন বর্ধিত করা হয় তাহলে হয়তো আমরা কিছুটা লাভ করতে পারবো। এদিকে ক্রেতারা বলছেন, এবারের বাণিজ্য মেলায় আগের মত আমেজ নেই। জুনায়েদ হোসেন নামে এক দর্শনার্থী বলেন, আমি ভেবেছিলাম এবারের মেলা সবচেয়ে ভিন্ন হবে। তবে এসে আমি অনেকটা অবাক হয়েছি। আগারগাঁওয়ে যখন মেলা হতো তখন অনেক বেশি বিদেশি স্টল থাকতো। সেখানে নানা দেশের ভিন্ন ভিন্ন পণ্যের দেখা পাওয়া যেত যার সিকিভাগও এবার দেখতে পেলাম না। আরেকজন ক্রেতা জানান, সব জিনিসের দাম বেশি। আবার বেশির ভাগই ফিক্সড প্রাইসের দোকান। দামাদামি না করতে পারলে কিভাবে কিনবো।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ

জাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষজাহাজ চলাচল সীমিত করে উল্টোপথে হাঁটছে কর্তৃপক্ষ