ঢাকা , শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে গেল গাড়ি, বরসহ নিহত ৮ মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ পৌঁছেছে ৩৭ ট্রিলিয়ন ডলারে টেক্সাসে হঠাৎ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৫ শিশু পাকিস্তানে অফিস বন্ধ করল মাইক্রোসফট, কর্মী ছাঁটাই ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে ৩১ ইসরায়েলি সেনা নিহত: রিপোর্ট চুক্তি নবায়ন করতে আলোচনার টেবিলে মেসি ক্লাব বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেলো চেলসি ক্লাব বিশ্বকাপের সেমির টিকেট পেলো ব্রাজিলের ফ্লুমিনেন্স ধ্বংসস্তূপ থেকে ইংল্যান্ডকে টেনে তুললেন ব্রুক-স্মিথ লিড পেয়েও অস্বস্তিতে অস্ট্রেলিয়া পিছিয়ে গেলো ভারত সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা দারিদ্র্য, প্রতারণা আর দালাল চক্রের ভয়াবহ বাস্তবতা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ হাসপাতালে ভর্তি ৮৬ প্রতিদিন সড়কে ঝরছে ১৫ প্রাণ গোলাম মাওলা রনি টেলিভিশন টকশোতে অসত্য তথ্য ছড়াচ্ছেন-প্রেসসচিব আরও ৮ জনের করোনা শনাক্ত দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন-জামায়াত আমির

জুভেন্টাস ছাড়ছেন দানিলো

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ১০:৩৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ১০:৩৪:৪৫ অপরাহ্ন
জুভেন্টাস ছাড়ছেন দানিলো
স্পোর্টস ডেস্ক
জুভেন্টাসের সঙ্গে সাড়ে ৫ বছরের সম্পর্কচ্ছেদ করেছেন ব্রাজিলের ডিফেন্ডার দানিলো। আগামী জুন পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলে ব্রাজিল জাতীয় দলের বর্তমান অধিনায়ক জানিয়ে দিয়েছেন, তিনি আর প্রিয় ক্লাবটিতে থাকছেন না। ২০১৯ সালে ইতালিয়ান সিরিআর ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ব্রাজিল তারকা খেলেছেন মোট ২১৩ ম্যাচ, গোল করেছেন ৯টি। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আবেগঘন পোস্টের মাধ্যমে জুভেন্টাস ছাড়ার কথা জানান দানিলো। দু'পক্ষের সমঝোতার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানায় জুভেন্টাস। সিরিআর ক্লাবের জার্সিতে ব্রাজিলিয়ান ডিফেন্ডার সর্বশেষ খেলেন গেল বছরের ডিসেম্বরে ভেনেজিয়ার বিপক্ষে। এক্সে দানিলো লেখেন, ‘প্রিয় বিয়ানকোনেরি, আমি কোথা থেকে শুরু করবো, সত্যিই বুঝতে পারছি না। আমি জানতাম, এই দিনটা একদিন আসবে। কিন্তু বিদায় জানানোর জন্য কেউই কখনও পুরোপুরি প্রস্তুত থাকে না। পাঁচ বছর ছয় মাস কেটে গেছে। কিন্তু আমার কাছে মনে হয় যেন পুরো একটা জীবন কেটেছে।’ ব্রাজিলিয়ান তারকা আরও লেখেন, ‘যা আমাকে কিছুটা গর্বের অনুভূতি দেয়, তা হলো আমি কখনো আমার নিজের থাকার ধরণ বদলাইনি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাবটিকে রক্ষার উপায়ও বদলাইনি।’ ভক্তদের উদ্দেশে দানিলো লেখেন, ‘সেসব মুহূর্তের জন্য ক্ষমা চাই, যখন হয়তো আপনাদের নিরাশ করেছি। তবে সেটা কখনোই প্রচেষ্টা, নিষ্ঠা বা কঠোর পরিশ্রমের অভাবে নয়...। সবকিছুর জন্য ধন্যবাদ। একজন অধিনায়কের পক্ষ থেকে আপনাদের জন্য এক মুঠো ভালোবাসা। বিদায়!’ ২০১৯-২০২০ মৌসুমে জুভেন্টাসকে সিরিআর শিরোপা জেতান দানিলো। এছাড়া ক্লাবটির হয়ে দুটি ইতালিয়ান কাপ ও একটি ইতালিয়ান সুপার কাপ জেতেন ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ব্রাজিল স্কোয়াডে থাকা তারকা। জুভেন্টাসের আগে স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে খেলেছেন দানিলো।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য