ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

এসএসসির ফলপ্রকাশেও ভিড় নেই মিষ্টির দোকানে

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৪ ১২:২৪:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৪ ১২:২৪:২৭ পূর্বাহ্ন
এসএসসির ফলপ্রকাশেও ভিড় নেই মিষ্টির দোকানে এসএসসির ফলপ্রকাশেও ভিড় নেই মিষ্টির দোকানে
গত কয়েক বছর আগেও এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পরপর মিষ্টি বিতরণের ধুম পড়ে যেতো পাড়া-মহল্লা এবং আত্মীয়-স্বজনের মাঝেশুধু তাই নয়, এলাকায় এলাকায় মিষ্টি বিতরণের পাশাপাশি স্কুলশিক্ষকদের বাসায় পাঠানো হতো মিষ্টিএই ফলাফল প্রকাশকে কেন্দ্র করে জমজমাট বেচা-বিক্রি হতো মিষ্টির দোকানেদোকানিরাও অনেকটাই আশায় থাকতেন কবে এসএসসির ফলাফল প্রকাশ হবেতবে গত তিন-চার বছর ধরে সে চিত্র দেখা যাচ্ছে না ছোট-বড় সব মিষ্টির দোকানেকোনো ভিড় নেই, অলস সময় কাটাতে দেখা যাচ্ছে দোকানের কর্মকর্তা ও কর্মচারীদের
গতকাল রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলপ্রকাশের পর রাজধানী বিভিন্ন এলাকায় বিক্রমপুর, রস, ভাগ্যকূল, মধুমিতা, বস, মীনা, সালাম ডেইরি ও মুসলিম সুইটসের দোকান ঘুরে এমনই চিত্র দেখা গেছেদোকানগুলোতে চলছে প্রতিদিনের মতোই বেচা-বিক্রিএর আগে যেকোনো পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই ক্রেতার ভিড় লেগে যেতো মিষ্টির দোকানেসকাল ১১টার পরপরই চলতো টানা বেচা-বিক্রিএসময়ে দোকানে অতিরিক্তি কর্মচারী রাখা হতো মিষ্টি বিক্রির জন্যতবে এবার মোটেই বেচা-বিক্রি নেই দোকানগুলোতে
সরজমিনে দেখা গেছে, রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, সায়েন্সল্যাব, নিউমার্কেট, আজিমপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রমপুর, রস, ভাগ্যকূল, মিঠাই, মীনা সুইটস, মধুমিতা, বস, মুসলিম সুইটসসহ ছোট-বড় মিষ্টির দোকান তেমন ক্রেতা নেইএকইচিত্র রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ি, শ্যামপুর-শান্তিনগর, কাকরাইল, মুগদ্ধা-সবুজবাগ, খিলগাঁও-বেইলি রোড, পল্টন এলাকায় বেলা সাড়ে ৩টা পর্যন্ত অনেক দোকানিকে গল্প করে সময় পার করতে দেখা যায়একটি মিষ্টির দোকানে এসেছেন একজন অভিভাবকএসএসসির ফলপ্রকাশের চার ঘণ্টার মাথায় একজন অভিভাবকে দেখা যায় মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনতেতার মতে, এখন আর মিষ্টি খাওয়ানোর প্রচলন নেইএর পরিবর্তে ফল-মূল বা ভারি খাবার খাওয়ানো হয় মেহমানদেরসালেহা নামের এ অভিভাবক মুসলিম সুইটসে এসেছেন মিষ্টি কিনতেতার মেয়ে এবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেতিনি বলেন, এক সময় মিষ্টির প্রচলন ছিলো, তবে নানা রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মিষ্টির পরিবর্তে এখন ফলেই ভরসা সবারএখন নিকটজনরা মিষ্টি খেতে চান না, তারপরও একটু মিষ্টি কিনেছিতবে মেহমানদের মিষ্টির পরিবর্তে ফল বা অন্য ভারি খাবার খাওয়ানোর ইচ্ছে আছেতবে ভাগ্যকূল সুইটসের শান্তিনগর ব্র্যাঞ্চ ম্যানেজার সুজন ঘোষ বলেন, এর আগে যে কোনো পরীক্ষার ফলাফল প্রকাশ করা মানেই মিষ্টি খাওয়ানোর ধুম পড়তোআমাদের দোকানগুলোতেও চলতো ভালো বিক্রিমিষ্টি বিক্রির জন্য এসময়ে অতিরিক্ত কর্মচারী ভাড়া করা লাগতোমুসলিম সুইটসের সেলসম্যান জাকির হোসেন বলেন, এসএসসি বা এইচএসসির রেজাল্টের পর বেচা-বিক্রির ধূম পড়ে যেতোতবে গত দুই বছর ধরে এ দুটি পরীক্ষায় মোটেও বেচা-কেনা থাকে নাগত এসএসসি পরীক্ষায়ও কোনো বেচা-কেনা হয়নিযা হয়েছে সপ্তাহের অন্য দিনের মতোআজ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পরও একই অবস্থা, কোনো বিক্রি নেইকলাবাগানের বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের প্রধান শাখায় কর্মচারিরা অলস সময় পার করছেন বিক্রয়কর্মীরাদোকানের ব্যবস্থাপক জানান, আগে যেকোনো পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই দোকানে ক্রেতাদের ভিড় লেগে যেতঅভিভাবকরাই ভিড় জমাতেনসকাল ১১টার পর থেকে একেবারে রাত অবধি চলত টানা বেচা-বিক্রিশুধু ফল প্রকাশের দিনই নয় বরং এর পরের দুইদিনও চলত বেশ বেচাকেনাতবে এবার ফল প্রকাশের দিনেও বেচা-বিক্রি নেই
রাজধানীর বাড্ডা এলাকার কয়েকটি মিষ্টির দোকান ঘুরে দেখা যায়, থরে থরে বাহারি আইটেমের মিষ্টি সাজানো থাকলেও খুব একটা ক্রেতা নেইস্বাভাবিক দিনের মতোই দু-একজন করে আসছে-যাচ্ছেকিছুক্ষণ অপেক্ষা করেও চোখে পড়েনি কোনো এসএসসি ফল পাওয়া কোনো শিক্ষার্থী বা অভিভাবককেতবে নাম প্রকাশে অনিচ্ছুক মিষ্টির দোকানের এক বিক্রেতা বলেন, রেজাল্টের দিনে একটা সময় শিক্ষার্থীর অভিভাবকরা হাসিমুখে এসে কেজি কেজি মিষ্টি নিয়ে যেতআমরাও আগে থেকেই সেভাবে প্রস্তুতি নিয়ে বেশি করে মিষ্টি বানাতামএখন আর তেমন নেইরেজাল্টকে ঘিরে যে উৎসবের আমেজ তৈরি হতো সেটি মনে হয় হারিয়ে গেছেএকইকথা জানিয়েছেন পাশের দোকানদার বারেক মিয়াতিনি বলেন, আপনারাই তো দেখতেছেন কি অবস্থাঅন্যান্য দিনের মতোই মিষ্টি বিক্রি স্বাভাবিক রয়েছেকয়েকবছর আগেও রেজাল্ট ভালো হলে মিষ্টিমুখ করানোর জন্য যে উৎসবের আমেজ তৈরি হতো সেটি নাইদুই তিন বছর ধরেই এই অবস্থাএই এলাকায় অনেক নামী-দামী ব্র্যান্ডের মিষ্টির দোকানের আউটলেট রয়েছেপ্রায় সবগুলোতেই একই অবস্থা দেখা যায়খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর প্রায় অধিকাংশ এলাকাতেই একই অবস্থা
এদিকে কয়েক বছরে মিষ্টির বা মিষ্টান্ন আইটেমের দাম বেড়েছে প্রায় দ্বিগুণসাড়ে তিনশ টাকার নিচে কোনো মিষ্টি নেই বললেই চলেএছাড়াও রসগোল্লা, স্পঞ্জ, ছানার মিষ্টি চমচম কিনতে গুণতে হবে সাড়ে চারশ টাকার উপরেরসমালাই বা একটু বাহারি আইটেমের মিষ্টি কিনতে গুনতে হবে পাঁচশ টাকার উপরেযা ২-৩ বছর আগেও প্রায় অর্ধেক দামে বিক্রি হতে দেখা গেছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ