ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া ছেলেকে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব নিজের অভিনীত সিনেমা দেখে আবেগে কেঁদে দিলেন ‘দ্য রক’ জটিল রোগে ভুগছেন জাংকুক সরকারের ওপর চাপ বেড়েছে ঋণ পরিশোধের কোনো ব্লেম নিতে রাজি নই শেষ পর্যন্ত যুদ্ধ করবো-সিইসি ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসু নির্বাচনে বাধা নেই তিন প্যানেলের ইশতেহার ঘোষণা সবারই প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না : ছাত্রদল হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রভাব: চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়ালো

প্রকাশ পেলো জ্যাকি চ্যালের নতুন মুভির ফার্স্ট লুক

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০৯:৫৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০৯:৫৫:২৫ অপরাহ্ন
প্রকাশ পেলো জ্যাকি চ্যালের নতুন মুভির ফার্স্ট লুক
বিনোদন ডেস্ক
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যান। সর্বশেষ তিনি যুক্ত হয়েছেন অ্যাকশন ঘরানার ‘দ্য শ্যাডো’স এজ’ ছবিতে। এরইমধ্যে ছবিটির মূল দৃশ্যগুলোর শুটিং শেষ হয়েছে। চীনের পরিচালক ল্যারি ইয়াং ছবিটি পরিচালনা করছেন। গেল বছরের অক্টোবর থেকে ম্যাকাওতে শুটিং শুরু হয়েছিল। ‘‘দ্য শ্যাডো’স এজ’ জ্যাকি চ্যান এবং ল্যারি ইয়াং জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তারা ‘রাইড ওয়ান’ সিনেমাতে একসাথে কাজ করেছিলেন। সেই ছবিটি ৩০টিরও বেশি দেশে মুক্তি পেয়ে ভালো ব্যবসা করেছিল। ছবিটি ২০২২ সাল থেকে জাপানে সর্বোচ্চ আয় করা চীনা সিনেমা হিসেবে পরিচিতি। ২০২৩ সালে এটি মালয়েশিয়ায় শীর্ষ তিনটি সর্বোচ্চ আয় করা চীনা সিনেমার মধ্যে ছিল। এবার তারা নতুন সাফল্যের হাতছানি দিচ্ছেন নতুন প্রকল্পে। প্রকাশ হয়েছে সেই ছবিটির ফার্স্ট লুক। সেটি নজর কেড়েছে চ্যানের ভক্তদের। জানা গেছে, ‘দ্য শ্যাডো’স এজ’ ছবিতে জ্যাকি চ্যান ম্যাকাও পুলিশ সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত সুরক্ষা বিশেষজ্ঞের চরিত্রে অভিনয় করবেন। তিনি এক শীর্ষস্থানীয় ডিটেকটিভ দলের সঙ্গে যোগ দেন। তাদের উদ্দেশ্য একটি চতুর চোর দলের বিরুদ্ধে লড়াই করা। এ ছবিতে দেখা যাবে অভিনব সব আইডিয়ায় গোয়েন্দাগিরি। থাকবে অ্যাকশনের ছড়াছড়ি। এই ছবিতে আরও অভিনয় করছেন ঝাং জিফেং, সি শা এবং সেভেনটিন গ্রুপের চাইনিজ সদস্য ওয়েন জুনহুই। এছাড়াও জ্যাকি চ্যান তার দীর্ঘদিনের সহকর্মী টনি লিউং কা ফাইয়ের সাথে প্রায় দুই দশক পর পুনরায় কাজ করছেন এই ছবির হাত ধরে। অ্যাকশন আর কমেডিতে ভরপুর সিনেমাটি দর্শককে বিনোদিত করবে, এই পত্যাশায় উচ্ছ্বসিত জ্যাকি চ্যান। ছবিটি চলতি বছরেই বিশ্বজুড়ে মুক্তি পাবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য