ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুপারিশের কার্যকারিতা নেই : শিক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৪ ১২:২৩:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৪ ১২:২৩:০১ পূর্বাহ্ন
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুপারিশের কার্যকারিতা নেই : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রোববার গণভবনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৪ এর সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এসময় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন
সরকারি চাকরিতে আবেদনে বয়সসীমা ৩৫ করা নিয়ে সুপারিশের কোনো কার্যকারিতা আর নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীগতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেনসংবাদ সম্মেলনে সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করা নিয়ে আন্দোলনের বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, কিছু চাকরিপ্রার্থী এই বিষয়টি নিয়ে অনুরোধ করেছিলেনআমি কিছু কিছু বিষয়ে তাদের সঙ্গে আলোচনাকালীন সময়ে মনে হয়েছিল, এই বিষয়ে সুপারিশ করা যেতে পারেসেই হিসেবে আমি একটি সুপারিশপত্র দিয়েছিকিন্তু দেখা যাচ্ছে যে, সেই সুপারিশপত্রটিকে পুঁজি করে অনেকে জল ঘোলা করার চেষ্টা করছেনতিনি বলেন, ইতোমধ্যে জনপ্রশাসনমন্ত্রী জাতীয় সংসদে পরিষ্কার করে বলে দিয়েছেন, এই বিষয়ে রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত কীএটা বাড়ানোর বিষয়ে এই মুহূর্তে যেকোনো সিদ্ধান্ত নাই, সেটা বলে দেওয়া হয়েছেকিন্তু দেখা যাচ্ছে, একটি পক্ষ আমার সেই সুপারিশপত্রকে পুঁজি করে এখানে সংঘাতমূলক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেআমি তাদের বলব, এটা অনেক খারাপ কাজ করেছেনতিনি আরও বলেন, রাষ্ট্র উত্তর দিয়ে দিয়েছেন, এখানেই বিষয়টির সমাপ্তি ঘটেছেআমার সুপারিশপত্রের কার্যকারিতা সেখানে আর নেইএখন এটাকে নিয়ে জল ঘোলা করে নানা জায়গায় দাঁড়িয়ে আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করা কখনোই কাম্য নয়শিক্ষামন্ত্রী বলেন, আমি আলোচনা করে জানতে পেরেছি, মাত্র এক শতাংশ শিক্ষার্থী যারা ৩০ বছর বয়সে চাকরি পানযেখানে এক শতাংশ মাত্র, সেখানে চাকরির বয়সসীমা ৩৫ করলে কতটা বাড়বে এটা পরিষ্কার বোঝা যাচ্ছেএটা জনপ্রশাসন মন্ত্রী আমাকে ব্যাখ্যা করে দিয়েছেনসুতরাং, এটি নিয়ে এখন আর তাদের জল ঘোলা করা উচিত হবে না বলে আমি মনে করিউল্লেখ্য, গত শনিবার বিকেলে সরকারি চাকরিতে আবেদনের বসয়সীমা ৩৫ করার দাবিতে শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে আন্দোলনকারীরাএ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং সেখান থেকে কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়এদিকে তাপপ্রবাহের কারণে শিখন ঘাটতি পূরণে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত ঈদের পর আর থাকছে না বলে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীশনিবার স্কুল খোলা রাখার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সিদ্ধান্তটা নিতে হবেআমাদের বর্তমান কারিকুলামে একটি বিষয় ছিল শিক্ষার্থী একটি নির্দিষ্ট সময়সীমা পাবে বাড়ির কাজ করার জন্যসেটি বিবেচনায় নিয়েই শনিবার স্কুল বন্ধ রাখা হয়েছিলযেহেতু আমরা তাপপ্রবাহের কারণে প্রায় ৯টি কর্মদিবস পাইনি, সেহেতু আমরা চেষ্টা করছি শনিবার আপাতত একটি ব্যবস্থা করে আমরা কর্মদিবসগুলো যেন পাইতবে এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়শিক্ষক ও শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে জানিয়ে তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বাড়ির কাজ যথাযথভাবে করছে কিনা, সেটার জন্য সময় পাচ্ছে কিনা সেটাও দেখার দরকার আছেঅতিমাত্রায় চাপ দিয়ে প্রতিদিন তাদের শ্রেণিকক্ষে রেখে আমরা অনেক বেশি শিখন ফল অর্জন করবো তা কিন্তু নয়এটা একটি সাময়িক বিষয়আমরা আশা করছি, আগামী ঈদুল আযহার পরে হয়তো বা চালিয়ে যেতে হবে নাএটা আমরা অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেবউল্লেখ্য, ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশগত বছর (২০২৩ সালে) পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশগতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স