ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

নগরজুড়ে আন্দোলন খোঁড়াখুঁড়ি সড়কে কোথাও ফাঁকা-যানজট

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০৪:২৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০৪:২৪:৪৬ অপরাহ্ন
নগরজুড়ে আন্দোলন খোঁড়াখুঁড়ি সড়কে কোথাও ফাঁকা-যানজট
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর চলেছে ধাওয়া-পাল্টা ধাওয়া। সকালে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর নীলক্ষেত এলাকায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। সংবাদ সম্মেলন করে তারা ৬ দফা দাবি জানিয়েছেন। মূলত রাজধানীর দোয়েল চত্বর, উত্তরা, শাহবাগ, মিরপুর রোড, সায়েন্স ল্যাব, প্রেসক্লাব এলাকায় বিভিন্ন দাবিতে বিভিন্ন সংগঠন ও শিক্ষক-শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। এতে অনেক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও যানজট তীব্র হয়েছে। সড়কে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন সায়েন্সল্যাব, নিউমার্কেট এলাকায় যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। ট্রাফিকের মামলার প্রতিবাদে মহাখালী বাস টার্মিনাল অবরোধ : ট্রাফিক পুলিশের দেয়া মামলার প্রতিবাদে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টা থেকে পৌনে ১১টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রাখে। এত করে ওই পথে তীব্র যানজট দেখা দেয়। পরে ট্রাফিক পুলিশ ও তেজগাঁও পুলিশের অনুরোধে রাস্তা থেকে সরে যায় শ্রমিকরা। তেজগাঁও শিল্পাঞ্চল লাভ রোড এলাকায় দেখা যায়, বিজয় সরণি থেকে ফ্লাইওভার হয়ে যানবাহন বামে টার্ন করলেও সামনে যানজট। আবার ডানের মগবাজার সাতরাস্তা অভিমুখে রাস্তা পুরোপুরি বন্ধ যানজটে। অন্যদিকে মহাখালী থেকে আসা লেনও স্থবির। লাভ রোডে কর্তব্যরত ট্রাফিক সদস্যরা জানান, মহাখালী বাস টার্মিনালের সামনে শ্রমিকদের অবস্থানের কারণে সড়কে এ পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান। তিনি বলেন, পরিবহন শ্রমিকরা মহাখালী বাস টার্মিনার সামনে রাস্তা অবরোধ করেছিল। খবর পেয়ে সেখানে উপস্থিত হওয়ার তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। তাদের বুঝিয়ে সরিয়ে দেয়া হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীম বলেন, ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে অনর্থক মামলা করার অভিযোগ এনে মহাখালী বাস টার্মিনালে সামনের দুই সড়ক বন্ধ করে অবস্থান নেয় শ্রমিকরা। এতে করে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আমি নিজেসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হই। শ্রমিকদের দাবি-দাওয়া অবগত হয়ে তাদের সরে যাওয়ার অনুরোধ করা হয়। বেলা পৌনে ১১টার দিকে তারা রাস্তা ছেড়ে চলে যায়। এখন যান চলাচল স্বাভাবিক। গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনার জুনায়েদ জাহেদী বলেন, সকালে রাস্তা বন্ধ করে বিশৃঙ্খলার অভিযোগে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কয়েকটি পরিবহনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সেটার প্রতিবাদে রাস্তায় নামে শ্রমিকরা। পরে তাদের সড়কের পরিস্থিতি ও জনভোগান্তির বিষয় বিবেচনায় অনুরোধ করা হলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়। এখন যানচলাচল স্বাভাবিক। এদিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সড়ক খোঁড়াখুঁড়িতে রামপুরা-কুড়িল সড়কেও যানজট লেগে রয়েছে। এছাড়াও শাহবাগেও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরাও অবস্থান নিয়েছেন। সোমবার সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মহাখালী, বনানী, সাতরাস্তা, ফার্মগেট, কারওয়ান বাজার, রামপুরা, কুড়িলসহ বেশ কিছু সড়কে গাড়ির অত্যধিক চাপ রয়েছে। এসব সড়কে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোকে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম : আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আল্টিমেটাম দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়। গতকাল সোমবার শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এ আল্টিমেটাম দেয়া হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পক্ষে এ আল্টিমেটামের সিদ্ধান্ত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন। তিনি বলেন, অসহায় শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড কেন? ৫ আগস্টের পর টিয়ার গ্যাসের কবর দেয়া হয়েছে। আগামী ১০ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দেবেন কেন এই লাঠিচার্জ হলো। এটা না করলে শাহবাগ থানা ঘেরাও হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয় ঘেরাও করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কি এই লাঠিপেটা দেখেননি? পুলিশ কিভাবে এই লাঠিচার্জ করে? আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল হান্নান হোসেন বলেন, গত রোববার সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম আমাদের সঙ্গে দেখা করেছেন। তারা বলেছেন আজকে দিনের মধ্যে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে। আমরা আমাদের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছি। যদি আজকের মধ্যে মন্ত্রণালয় থেকে বিষয়টি সুরাহা না করে তাহলে সামনে বড় আন্দোলনের ডাক আসতে পারে। সাত কলেজ শিক্ষার্থীদের আলটিমেটাম : আগামী চার ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুন আহমেদের পদত্যাগ ও ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৭ কলেজের সব একাডেমিক ও প্রশাসনিক সম্পর্ক ছিন্ন করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করার আলটিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এর আগে রোববার দিনগত রাত ৩টার দিকে নীলক্ষেত মোড়ে সংবাদ সম্মেলনে সোমবার সকাল ৯টা থেকে ঢাকা শহর অবরোধের ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীরা। এজন্য সার্বিক নিরাপত্তার স্বার্থে নীলক্ষেত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ট্রাফিক পুলিশের দেয়া মামলার প্রতিবাদে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রাখেন। এতে মহাখালী ও আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়। পরে ট্রাফিক পুলিশ ও তেজগাঁও পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে যান শ্রমিকরা। তবে সড়ক ছাড়লেও রাজধানীর বিজয় সরণি থেকে ফ্লাইওভার হয়ে নামা যানবাহন বামে টার্ন করলেও সামনে যানজট। আবার ডানের মগবাজার সাতরাস্তা অভিমুখে রাস্তাও পুরোপুরি বন্ধ যানজটে। অন্যদিকে মহাখালী থেকে আসা লেনও স্থবির। রাস্তা খোঁড়াখুঁড়িতে যানজটে নগরবাসী : রাজধানীজুড়ে শিক্ষা-শিক্ষার্থীদের দাবি আদায়ে আন্দোলন-সংগ্রামের পাশাপাশি সড়কের খোঁড়াখুঁড়িতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় খোঁড়াখুঁড়ির কারণে রাজধানীর রামপুরা-কুড়িল সড়কে কয়েকমাস ধরে এমনিতেই যানজট লেগে থাকে। গতকাল সোমবার সকাল থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। একইভাবে গুলশান-বাড্ডা লিংক রোড থেকে রামপুরা পর্যন্ত সড়কে ধীরে চলছে যানবাহন। মেরুল বাড্ডায় বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আবুল হোটেল পর্যন্ত কার্যত থমকে আছে যানবাহনের সারি। এতে অনেকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে ছুটছেন। কথা হয় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের চালক সাইদুল ইসলাম এর সঙ্গে। তিনি বলেন, কিছুদিন ধরে নতুনবাজার পার হওয়ার পর মালিবাগ ফ্লাইওভার পর্যন্ত জ্যাম কম ছিল। গতকাল থেকে এ রাস্তায়ও ভয়াবহ জ্যাম পাচ্ছি। আগে দিনে ৮ ট্রিপ (উত্তরা-সদরঘাট) দিতে পারতাম। এখন তো যে অবস্থা তাতে ৪ ট্রিপও হইবো না। তবে রাজধানীর সার্বিক পরিস্থিতি নিয়ে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, নিরাপত্তার স্বার্থে কিছু এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন। তবে যারা সড়ক অবরোধ করছেন তাদেরকে সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স